পথ ভাবে আমি দেব ভাবসম্প্রসারণ

ভাবসম্প্রসারণ করো: “পথ ভাবে আমি দেবো, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী।”

“পথ ভাবে ‘আমি দেবো, রথ ভাবে আমি,
মূর্তি ভাবে আমি দেব, হাসি অন্তর্যামী।”

ভক্তসমাগমের সঙ্গে বাদ্যধ্বনি, নাম সংকীর্তন ও উদবেল জনতার কলকোলাহলে রথযাত্রার মেলা জমজমাট। রজ্জুর আকর্ষণে রথ চলেছে। ভক্তেরা পথের ধুলোয় লুটিয়ে পড়ে প্রণাম করছে পথ, রথ ও মূর্তিকে। প্রণাম পেয়ে পথ, রথ ও মূর্তির প্রত্যেকেই ভাবছে সেই ভক্তের আরাধ্য দেবতা, আর তাতেই অন্তর্যামী ঈশ্বর হাসছেন। কারণ পথ, রাত ও মূর্তি কেউই দেবতা নয়, দেব আরাধনার উপকরণ বিশেষ, সেজন্য বলা যায়, ওগুলো উপলক্ষমাত্র, দেবতাই হলেন লক্ষ্য।
পরিতাপের বিষয় কিছু ভ্রান্ত মানুষ আরাধ্য দেবতাকে ভুলে তার পুজো-উপচার নিয়ে বড্ড বেশি মাতামাতি করে। তাদের ধারণা পূজোর উপকরণই দেবতা, সেজন্য উপলক্ষকে বেশি করে আঁকড়ে ধরে। তাতে লক্ষ হয় উপেক্ষিত। অবশ্য তাতে লক্ষ্যের কিছু যায় আসে না। কিন্তু উপলক্ষ্য নিয়ে বাড়াবাড়ি হাস্যকর হয়ে ওঠে।

ভাবসম্প্রসারণ:

দাও ফিরে সে অরণ্য লও এ নগর

আলো বলে অন্ধকার তুই বড় কালো ভাব সম্প্রসারণ

বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে

আরও পড়ুন: কিডনি ড্যামেজের ১১ টি লক্ষণ

👉 Subscribe Our YouTube Channel: Click Here

আরও পড়ুন: পেটের মেদ কমানোর উপায়

Keywords:

পথ ভাবে আমি দেব সারমর্ম | পথ ভাবে আমি দেব ভাবার্থ | পথ ভাবে আমি দেব ভাবসম্প্রসারণ Class 9

নবম শ্রেণী বাংলা ভাবসম্প্রসারণ লেখা

ভাবসম্প্রসারণ করো: “পথ ভাবে আমি দেবো, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী।”

Leave a Comment