যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই ভাবসম্প্রসারন

ভাবসম্প্রসারন করো: যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই।

“যুগের ধর্ম এই-
পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই।”

‘ঢিল ছুঁড়লেই পাটকেল খেতে হয়’ এই চিরন্তন সত্য ভুলে কিছু মানুষ অত্যাচার আর উৎপীড়নের স্টিম রোলার চালিয়ে যায়। তাদের শক্তি ও অহমিকা চরিতার্থ করে অসহায় দুর্বলকে পীড়ন করে। কেউ নিজের ভোগসুখের জন্য, কেউ রাজ্য বিস্তারের জন্য, কেউ দ্বিগবিজয়ে যায় শক্তি অহমিকা প্রকাশের জন্য, কতভাবেই না অত্যাচার ও উৎপীড়নের নজির তৈরি হয় তার ঠিক-ঠিকানা নেই। এমন কি মানুষকে হাটেবাজারের পণ্য সামগ্রী করে কিছু মানুষ অত্যাচারের জঘন্য দৃষ্টান্ত রেখেছে।
কিন্তু কালের আমোঘ বিধানে প্রত্যেক অত্যাচারী ও উৎপীড়ককে প্রতিফল পেতে হয়েছে, কঠিন প্রায়শ্চিত্তের মুখোমুখি হতে বাধ্য হয়েছে। ফরাসি বিপ্লব ও রুশ বিপ্লবের পরিণাম একই অমোঘ বিধানকে ইঙ্গিত করে। বস্তুত এরই নাম যুগধর্ম।
পরিতাপের বিষয়, মানুষ এত দৃষ্টান্ত দেখেও ইতিহাসের শিক্ষা নিতে ব্যর্থ। মানুষ এখন শিক্ষা দীক্ষায়, জ্ঞানবিজ্ঞানে সমৃদ্ধ সভ্যতার চরম শিখরে আসীন, তা সত্ত্বেও অত্যাচার- অবিচার ও উৎপীড়নের অবসান হয়েছে কেউই এ কথা বলতে পারবে না। আর সেজন্যই যুগধর্মের অমোঘ বিধানকে লংঘন করাও সম্ভব হবে না, এ সত্যও দিনমানের মতো স্পষ্ট।

ভাবসম্প্রসারণ:

পথ ভাবে ‘আমি দেবো, রথ ভাবে আমি

দাও ফিরে সে অরণ্য লও এ নগর

আলো বলে অন্ধকার তুই বড় কালো ভাব সম্প্রসারণ

বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে

আরও পড়ুন: কিডনি ড্যামেজের ১১ টি লক্ষণ

👉 Subscribe Our YouTube Channel: Click Here

আরও পড়ুন: পেটের মেদ কমানোর উপায়

Keywords:

যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই সারমর্ম | যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেইভাবার্থ | যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই ভাবসম্প্রসারণ Class 9

নবম শ্রেণী বাংলা ভাবসম্প্রসারণ লেখা

ভাবসম্প্রসারণ করো যুগের ধর্ম এই পীড়ন করিলে ভাবসম্প্রসারণ

Leave a Comment

CLOSE