ভাবের ললিত ক্রোড়ে না রাখি নিলীন কর্মক্ষেত্রে করি দাও সক্ষম স্বাধীন

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

ভাবসম্প্রসারণ করো: ভাবের ললিত ক্রোড়ে না রাখি নিলীন কর্মক্ষেত্রে করি দাও সক্ষম স্বাধীন

ভাবের ললিত ক্রোড়ে না রাখি নিলীন
কর্মক্ষেত্রে করি দাও সক্ষম স্বাধীন।

মানুষের মনভূমি ভাবনা ও ভাবাবেগের উদ্ভবক্ষেত্র। জন্মসূত্রে ভাবনা ও ভাবাবেগ সহজাত হলেও প্রকৃতিগত দিক থেকে উভয়ের পার্থক্য দুস্তর। সেজন্য ভাবনা ও ভাবাবেগ এক নয়। ভাবনা ভাবজাত ও মননশীল। আর ভাবাবেগ আবেগে ও উচ্ছ্বাসে ভরা। ভাবনার চেয়ে ভাবাবেগ প্রবল হলে তাতে কর্মীর মন সহজে দুর্বল হয়, একটি কাজ সুচারুভাবে সম্পূর্ণ হওয়ার জন্য যে একাগ্রতা, নিষ্ঠা, সংযম, যুক্তিধর্মিতা, অধ্যবসায় প্রভৃতি গুণের প্রয়োজন হয় ,তা ব্যাহত হয়। অর্থাৎ ভাব-বিলাস কাজের অন্তরায় হয়ে দাঁড়ায়।
বাঙালি স্বভাবের ভাববিলাস বা ভাবাবেগের অপবাদ আছে। ওই স্বভাবজ ত্রুটির জন্য বাঙালি কাজের ক্ষেত্রে প্রায়শ বাস্তবনিষ্ঠার পরিচয় রাখতে ব্যর্থ হয়। তাই ভাবাবেগ নয়, বস্তুনিষ্ঠ ভাব-সংযম কাজের ব্যাপারে একান্ত অপরিহার্য। ভাবাবেগের স্রোতে নিজেকে ভাসিয়ে না দিয়ে নিষ্ঠাই সংযমে অথচ খুশি ভরা মুক্ত মনে কাজে অগ্রণী হতে পারলে, সে কাজে সার্থকতা অর্জন অবধারিত।

ভাবসম্প্রসারণ:

উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে
তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।

দাও ফিরে সে অরণ্য লও এ নগর

আলো বলে অন্ধকার তুই বড় কালো ভাব সম্প্রসারণ

আরও পড়ুন: কিডনি ড্যামেজের ১১ টি লক্ষণ

👉 Subscribe Our YouTube Channel: Click Here

আরও পড়ুন: পেটের মেদ কমানোর উপায়

Keywords:

ভাবের ললিত ক্রোড়ে না রাখি নিলীন কর্মক্ষেত্রে করি দাও সক্ষম স্বাধীন সারমর্ম | ভাবের ললিত ক্রোড়ে না রাখি নিলীন কর্মক্ষেত্রে করি দাও সক্ষম স্বাধীনভাবার্থ | ভাবসম্প্রসারণ ভাবের ললিত ক্রোড়ে না রাখি নিলীন কর্মক্ষেত্রে করি দাও সক্ষম স্বাধীন Class 9

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

নবম শ্রেণী বাংলা ভাবসম্প্রসারণ করো: ভাবের ললিত ক্রোড়ে না রাখি নিলীন কর্মক্ষেত্রে করি দাও সক্ষম স্বাধীন

ভাবসম্প্রসারণ করো: ভাবের ললিত ক্রোড়ে না রাখি নিলীন কর্মক্ষেত্রে করি দাও সক্ষম স্বাধীন

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply