ধারণ অববাহিকা কাকে বলে

প্রশ্ন: ধারণ অববাহিকা কাকে বলে?

উত্তর: নদী অববাহিকার মধ্যে পার্বত্য বা উচ্চভূমি অংশে কোনো মূল নদী এবং তার উপনদী ও শাখানদীগুলি যতটুকু অঞ্চল অধিকার করে আছে তাকে ধারণ অববাহিকা বলা হয়।

বৈশিষ্ট্য:

(i) ধারণ অববাহিকার বিস্তার যত বেশি হয় নদীতে জলের পরিমাণ তত বৃদ্ধি পায়।
(ii) ধারণ অববাহিকা শাখাযুক্ত বৃক্ষের ন্যায় দেখতে হয়।
(iii) ধারণ অববাহিকায় পতিত বৃষ্টির জল ওই নদীর মাধ্যমে নিষ্কাশিত হয়।

উদাহরণ:
উৎস গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা অববাহিকার অঞ্চল ধারণ অববাহিকার অন্তর্গত।

👉 আমাদের YouTube চ্যানেল: Click Here
👉 ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

Leave a Comment