পোড়ামাটি নীতি কী? নবম শ্রেণির ইতিহাস | প্রশ্ন উত্তর

পোড়ামাটি নীতি কী?

পোড়ামাটি নীতি হলো রুশ বাহিনীর একটি বিশেষ সামরিক কৌশল। ফরাসি বাহিনী যখন রাশিয়া আক্রমণ করে তখন রুশ বাহিনী দৈনন্দিন ব্যবহার করা যায় এমন সব জিনিস- যেমন জল, ক্ষেতের ফসল, রাস্তাঘাট ইত্যাদি নষ্ট করে দেয়। পানীয় জলে বিষ মিশিয়ে দেয়, ক্ষেতের ফসলে আগুন ধরিয়ে দেয়, এমনকি রাস্তাগুলো মাঝখান থেকে কেটে দেয়, যাতে ফরাসি বাহিনী এগুলি ব্যবহার করতে না পারে। রাশিয়া থেকে ফরাসি বাহিনী কে প্রতিহত করাই রুশ বাহিনীর প্রধান উদ্দেশ্য ছিল এবং তার জন্য গ্রহণ করা এই নীতিকে বলা হয় পোড়ামাটি নীতি।

আরও পড়ুন: বারদৌলি সত্যাগ্রহের তাৎপর্য আলোচনা কর।

অনুরুপ প্রশ্ন:

১. রাশিয়ার পোড়ামাটি নীতি কি?
২. পোড়ামাটি নীতি বলতে কী বোঝায়?
৩. টিকা লেখো: পোড়ামাটি নীতি।

👉 ইউনিট টেস্টের প্রশ্নপত্র
👉 আমাদের YouTube চ্যানেল

পোড়ামাটি নীতি কী? নবম শ্রেণির ইতিহাস | প্রশ্ন উত্তর