Class 10 Mock Test Life Science 2nd Chapter

“কোশ বিভাজন ও কোশচক্র” থেকে 40 টি প্রশ্ন থাকছে। প্রতিটি প্রশ্নের চারটি বিকল্প উত্তর দেওয়া আছে। তোমাদেরকে সঠিক বিকল্পটি বেছে নিতে হবে। শেষের দিকে 41 নম্বরে নিজের নাম এবং 42 নম্বরে নিজের বাবার নাম লিখে “Submit” এ ক্লিক করতে হবে।

1. নীচের কোন বিবৃতিটি সত্য নয়-

 
 
 
 

2. ক্রোমোজোম আবিষ্কার করেন-

 
 
 
 

3. ক্রোমোজোমের প্রান্তদেশে গৌণ খাঁজ সংলগ্ন গোলাকার বাল্বের মতো স্ফীত অংশটিকে বলা হয়-

 
 
 
 

4. নিম্নলিখিতের মধ্যে কোনটি টেলোমিয়ারের কাজ নয়-

 
 
 
 

5. সত্য না মিথ্যা উল্লেখ করো:
হিস্টোন প্রোটিন আম্লিক প্রকৃতির।

 
 

6. RNA তে থাইমিনের পরিবর্তে যে N2 ক্ষার থাকে-

 
 
 
 

7. DNA অণুর গুয়ানিনের পরিপূরক ক্ষার মূলকটি হলো-

 
 
 
 

8. মানুষের প্রতিটি দেহকোশে অটোজোমের সংখ্যা-

 
 
 
 

9. মানুষের প্রতিটি জননকোশে অটোজোমের সংখ্যা-

 
 
 
 

10. বামদিক ও ডানদিক মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো:

 

বামদিক
(i) সমবিভাজন
(ii) হ্রাসবিভাজন
(iii) DNA প্রতিলিপিকরণ
(iv) প্রত্যক্ষ বিভাজন
ডানদিক
a) S দশা
b) মাইটোসিস
c) অ্যামাইটোসিস
d) মিয়োসিস
 
 
 
 

11. অ্যামাইটোসিস কোশ বিভাজনে বেম গঠিত হয় না।

 
 

12. মাইটোসিসের সবচেয়ে স্বল্পস্থায়ী দশাটি হলো-

 
 
 
 

13. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লীয় পর্দার পুনরাবির্ভাব ঘটে?

 
 
 
 

14. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লীয় পর্দা ও নিউক্লিওলাসকে বিলুপ্ত হতে দেখা যায়?

 
 
 
 

15. মিয়োসিসের মাধ্যমে একটি মাতৃকোশ থেকে কতগুলি অপত্য কোশ বা গ্যামেট উৎপন্ন হয়?

 
 
 
 

16. কোন্ দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে ?

 
 
 
 

17. মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম গণনা করা যায়?

 
 
 
 

18. কোশ বিভাজনকালে সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতিকে বলা হয়-

 
 
 
 

19. DNA-তে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে। (সত্য/মিথ্যা)

 
 

20. কোশচক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হলো-

 
 
 
 

21. নিম্নলিখিত কোন্ জীবে অ্যামাইটোসিস ঘটে?

 
 
 
 

22. মাইটোসিসের কোন দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখা যায়?

 
 
 
 

23. কোশ বিভাজনের কোন দশায় হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়?

 
 
 
 

24. কোশচক্রের দশাসমূহের সঠিক ক্রমটি হলো

 
 
 
 

25. G0 দশাকে কোশের ঘুমন্ত দশা বলে। (সত্য/মিথ্যা)

 
 

26. অ্যামাইটোসিস কোশ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি হলো

 
 
 
 

27. একটি উদ্ভিদের দেহকোশের ক্রোমোজোম সংখ্যা যদি 24 হয়, তাহলে ওই উদ্ভিদের পাতার কোশে, পরাগরেণু, ডিম্বাণু ও সস্য নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা যথাক্রমে

 
 
 
 

28. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় অপত্য ক্রোমোজোম গঠিত হয়?

 
 
 
 

29. কায়াজমা গঠিত হয়-

 
 
 
 

30. সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতিকে বাইভ্যালেন্ট বলা হয়। (সত্য/মিথ্যা)

 
 

31. প্রকরণ বা ভেদ সৃষ্টির জন্য দায়ী পদ্ধতিটি হলো-

 
 
 
 

32. মিয়োসিস কোশ বিভাজন সম্পর্কিত নীচের কোন বিবৃতিটি সঠিক নয়-

 
 
 
 

33. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে?

 
 
 
 

34. মাইটোসিস ঘটে-

 
 
 
 

35. নীচের বেমানান শব্দটিকে চিহ্নিত করো-

 
 
 
 

36. উদ্ভিদের ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয় ক্লিভেজ পদ্ধতি দ্বারা। (সত্য/মিথ্যা)

 
 

37. নীচের কোনটির ক্রোমোজোমীয় চলনে ভূমিকা রয়েছে-

 
 
 
 

38. উদ্ভিদকোশে সাইটোকাইনেসিস যে পদ্ধতিতে ঘটে-

 
 
 
 

39. মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হলো-

 
 
 
 

40. মাইটোসিস : ভ্রূণমূল :: _______________ : রেণু মাতৃকোশ।

 
 
 
 

41. Enter Your Name:

42. Enter Your Father’s Name:



আরও কিছু আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও:
Join Telegram Group: TextbookPlus Class 10

Leave a Comment

close

You cannot copy content of this page