জেকবসন অরগ্যান কি

প্রশ্ন: জেকবসন অরগ্যান কি? এর কাজ কি?

উত্তর: সাপের মুখের ভিতরে উপরের তালুতে থাকা একটি বিশেষ অঙ্গ হল জেকবসন অরগ্যান।

কাজ:

সাপ মুখের বাইরে জিভ বার করলে বাতাসে ভেসে থাকা বিভিন্ন উদবায়ী যৌগের অনুগুলি আটকে যায়। সাপ জিভটা মুখে ঢুকিয়ে নিয়ে তালুতে ঠেকায় এবং জেকবসন অরগ্যানের মাধ্যমে তা সাপের মস্তিষ্কে পৌঁছায়। এভাবে সাপ চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে।

👉 আমাদের YouTube চ্যানেল: Click Here
👉 ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

Leave a Comment