Class 8 History First Unit Test Question Paper 2024 | অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র ২০২৪

Class 8 History Question Paper First Unit Test 2024

1st Unit Test 2024
অষ্টম শ্রেণী
বিষয়: ইতিহাস
পূর্ণমান: ১৫ সময়: ৩০ মিনিট

১. সঠিক উত্তরটি নির্বাচন করো:-

ক) ঔরঙ্গজেব মুর্শিদকুলি খানকে বাংলায় পাঠিয়েছিলেন- (নবাব / ফৌজদার / নাজিম / দেওয়ান) হিসাবে।

খ) হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়- (১৮২০/ ১৮১৭/ ১৮১৯/ ১৮২১) খ্রিস্টাব্দে।

গ) ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করা হয়- (১৭০০/ ১৮০০/ ১৮৫০/ ১৮৫৮) খ্রিস্টাব্দে।

ঘ) এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন- ওয়ারেন হেস্টিং / জোনাথন ডানকান / উইলিয়াম জোনস/ লর্ড কর্নওয়ালিস।

ঙ) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি- (বণিক সংস্থা / রাজনৈতিক সংস্থা / অর্থনৈতিক সংস্থা / শিল্প সংস্থা।

২. একটি বাক্যে উত্তর দাও:-

ক) আলিনগরের সন্ধি কাদের মধ্যে হয়?

খ) সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?

গ) বাংলার নদীপথগুলির জরিপ করেছিলেন কে?

ঘ) ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়?

ঙ) বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?

৩. শূন্যস্থান পূরণ করো:-

ক) অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন ………….।

খ) পলাশীর যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বাধিনায়ক ছিলেন ………….।

গ) স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন …………।

ঘ) সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় ……….. খ্রিস্টাব্দে।

৪. সত্য/মিথ্যা লেখ:-

ক) বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ওয়ারেন হেস্টিং।

খ) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানী লাভ করেন ১৭৬৫ খ্রিস্টাব্দে।

গ) সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হত কলকাতা প্রেসিডেন্সিকে।

৫. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:-

ক) টীকা লেখ: অন্ধকূপ হত্যাকান্ড

খ) উডের প্রতিবেদনগুলি কি?

গ) ফারুকশিয়রের ফরমান সম্পর্কে যা জানো লেখো।

সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

Info abut the Exam:

Exam NameFirst Unit Test 2024
ClassVIII (Class 8)
SubjectHistory
Full Marks15
Time30 minutes
Syllabusদ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায়

WBBSE First Summative Evaluation 2024 History Question Paper. Here we are sharing with you one model question paper of Class 8 History First Unit Test 2024. This will be helpful for you.

West Bengal Board of Secondary Education // Class 8 History First Unit Test Question Paper 2024 | অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র ২০২৪

Official Website: Click Here

প্রিয় ছাত্রছাত্রীরা, শীঘ্রই তোমাদের প্রথম ইউনিট টেস্ট ২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে। আশাকরি তোমরা ভালোমতো পড়াশোনা করেছো। আমাদের ওয়েবসাইট TextbookPlus.in এ আমরা তোমাদের জন্য অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয় থেকে প্রথম ইউনিট টেস্টের জন্য কয়েকটি মডেল প্রশ্নপত্র শেয়ার করছি। এই প্রশ্ন গুলি তোমরা ভালোভাবে পড়ে রাখবে।

আরও দেখো: Class 8 Math First Unit Test Question Paper 2024

অষ্টম শ্রেণির ইতিহাস সাজেশন ২০২৪ // WB Class 8 History First Unit Test Suggestion WBBSE // Class 8 1st Unit Test History Suggestion 2024 // প্রথম ইউনিট টেষ্ট অষ্টম শ্রেণি ইতিহাস প্রশ্ন // 1ST SUMMATIVE EXAMINATION 2024 অষ্টম শ্রেণী ইতিহাস প্রশ্নপত্র ২০২৪ // Class 8 History Syllabus 2024 ।। অষ্টম শ্রেণির ইতিহাস সিলেবাস