খরস্রোত কাকে বলে

প্রশ্ন: খরস্রোত কাকে বলে?

উত্তর: নদীগর্ভে পর্যায়ক্রমে কঠিন ও নরম শিলা অবস্থান করলে কঠিন শিলা অপেক্ষা নরম শীলা বেশি ক্ষয় হয়ে বন্ধুরতা বাড়ে। ফলে নদীর জল ধাপে ধাপে নেমে আসে। একে র‍্যাপিডস বা খরস্রোত বলে।

বৈশিষ্ট্য:
(i) কঠিন ও নরম শিলায় গঠিত।
(ii) নদীতে ধাপের সৃষ্টি হয়।
(iii) নদীগর্ভে পর্যায়ক্রমে কঠিন ও নরম শিলা অবস্থান করে।

উদাহরণ:
হিমালয়ের অলকানন্দা, ভাগীরথী, মন্দাকিনী প্রভৃতি নদীতে র‍্যাপিডস বা খরস্রোত দেখা যায়।

You may also like:

মন্থকূপ কাকে বলে?

👉 ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল: Click Here

Leave a Comment