Class 6 Model Activity Task Paribesh September

Class 6 Model Activity Task Paribesh September

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিষয়ের ‘Model Activity Task 2021 3rd Series (September)’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 6 Model Activity Task Paribesh September, 2021 (3rd Series)

Class 6 Model Activity Task Science 2021 Part 6

ষষ্ঠ শ্রেণীর পরিবেশ 3rd Series (September):-

১. ঠিক উত্তর নির্বাচন করো:


১.১ যেটি আগ্নেয়শিলা তা হলো-
উত্তর: (ঘ) গ্রানাইট

১.২ দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো-
উত্তর: (ঘ) মিলিমিটার

১.৩ মানুষের বুড়ো আঙুলে যে ধরণের অস্থিসন্ধি দেখা যায় সেটি হলো-
উত্তর: (গ) স্যাডল সন্ধি

২. ঠিক বাক্যের পাশে আর ভুল বাক্যের পাশে চিহ্ন দাও:


২.১ কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়।  X

২.২ কোনো তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়ালে সেই তরলের মধ্যের চাপ বেড়ে যায়।  

২.৩ লিগামেন্ট পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে।  X

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:


৩.১ “ভোঁতা চুরিতে সবজি কাটা শক্ত” — চাপের ধারণা প্রয়োগ করে কারণ ব্যাখ্যা করো।
উত্তর: ভোতা ছুরির মুখের ক্ষেত্রফল বেশী। তাই সবজির উপর ছুরির ভোতা প্রান্ত রেখে বল প্রয়োগ করলে অপেক্ষাকৃত কম চাপ পড়ে, ফলে সবজি সহজে কাটা যায় না।

৩.২ মানবদেহে কীভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পৌঁছায়?
উত্তর: ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে পৌঁছায়। তারপর বাম অলিন্দ সংকুচিত হয়ে সেই রক্ত দ্বীপত্রক কপাটিকা নামের একমুখী দরজা দিয়ে বাম নিলয়ে পৌঁছায়।

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও:


৪.১ “সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি”– ব্যাখ্যা করো।
উত্তর: সৌর শক্তি খাদ্যের মাধ্যমে উদ্ভিদ বা প্রাণী দেহে রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। বহু কোটি বছর ধরে গাছপালার অবশেষ মাটিতে চাপা পড়ে ধীরে ধীরে গরমে ও চাপে কয়লায় পরিণত হয়েছে। আবার উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পাললিক শিলার নীচে থাকতে থাকতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়েছে। পেট্রোলিয়াম থেকেই ডিজেল, পেট্রল, কেরোসিন ইত্যাদি জ্বালানি আমরা পাই। সুতরাং বলা যায় সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি

৪.২ তোমার বন্ধুর ওজন 60 কেজি আর উচ্চতা 4.5 ফুট। তোমার ঐ বন্ধুর দেহভর সূচক নির্ণয় করো। তোমার বন্ধুর দেহভর সূচক সম্বন্ধে তোমার মতামত লেখো।
উত্তর: বন্ধুর ওজন= 60 কেজি
উচ্চতা= 4.5 ফুট = 4.5 × 0.3048 মিটার = 1.37 মিটার
আমরা জানি,

দেহভর সূচক = ওজন ÷ (উচ্চতা)2
= 60 ÷ (1.37)2
= 60 ÷ 1.88
= 31.91

30 – 40 বা তার বেশি দেহভর সূচক স্থূলত্ব বা মোটা হয়ে যাওয়াকে নির্দেশ করে।

সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 6 Model Activity Task 2021 All Subjects 3rd Series (September)

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 6 Model Activity Task Paribesh September, 2021

Official Website: Click Here

2 thoughts on “Class 6 Model Activity Task Paribesh September”

Leave a Comment