Class 7 Model Activity Task History September

Class 7 Model Activity Task History September

Class 7 Model Activity Task History September 2021 (3rd Series)

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের ‘Model Activity Task 2021 3rd Series (September)’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 7 Model Activity Task History September, 2021

সপ্তম শ্রেণীর ইতিহাস 3rd Series (September):-

১. বেমানান শব্দ বা নামটি চিহ্নিত করো:

১.১ বাবর, হুমায়ন, শেরশাহ, আকবর
উত্তর: শেরশাহ।

১.২ প্রতাপাদিত্য, কেদার রায়, ইশা খান, বৈরাম খান
উত্তর: বৈরাম খান।

১.৩ জাবত, কানুনগো, কারোরী, জিজিয়া।
উত্তর: জিজিয়া।

২. সত্য বা মিথ্যা নির্ণয় করো:

২.১ ‘দাগ’ ও ‘হুলিয়া’ ব্যবস্থা চালু রাখেন শেরশাহ।
উত্তর: সত্য।

২.২ ১৫৭৬ খ্রিস্টাব্দে হলদিঘাটির যুদ্ধে আকবর রানা প্রতাপকে পরাজিত করেছিলেন।
উত্তর: সত্য।

২.৩ মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থা বংশানুক্রমিক ছিল।
উত্তর: মিথ্যা।

৩. সংক্ষেপে উত্তর দাও:

৩.১ ‘দাক্ষিণাত্য ক্ষত’ বলতে কী বোঝো?
উত্তর: বাদশাহ ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের রাজ্যগুলি ও মারাঠা নেতা শিবাজিকে দমন করার জন্য রাজধানী ছেড়ে প্রায় ২৫ বছর দক্ষিণ ভারতে কাটিয়েছিলেন। কিন্তু বাদশাহ যা ভেবেছিলেন তা হলো না। এর ফলে মোগলদের অনেক আর্থিক ক্ষতি হল। স্যার যদুনাথ সরকার একেই ‘দাক্ষিণাত্য ক্ষত’ বলে অভিহিত করেছেন।

৩.২ ‘দীন-ই ইলাহি’ কী?
উত্তর: বাদশাহ আকবর সকল ধর্মের সারবস্তুর সমন্বয় করে একটি ব্যক্তিগত ধর্মমত গড়ে তুলেছিলেন। একেই ‘দীন-ই-ইলাহি’ বলা হয়। আকবরের ধর্মীয় উদারতা ও বিচক্ষণতায় ১৫৮২ খ্রিস্টাব্দে দীন-ই-ইলাহি উদ্ভব হয়। ইসলাম, হিন্দু, সুফি, খ্রিস্টান প্রভৃতি ধর্মের সার সমন্বয়ে এটি গড়ে উঠেছিল। এর মূলকথা ছিল ঈশ্বর এক ও অভিন্ন।

৪. নিজের ভাষায় লেখো:

শেরশাহের যে-কোনো দুটি প্রশাসনিক সংস্কার সম্পর্কে সংক্ষেপে লেখো।
উত্তর: শেরশাহের দুটি উল্লেখযোগ্য প্রশাসনিক সংস্কার হলো-
(i) প্রাদেশিক শাসন:
সুশাসন প্রতিষ্ঠার জন্য তিনি সমগ্র সাম্রাজ্যকে ৪৭ টি সরকার বা প্রদেশ, প্রতিটি সরকারকে কতকগুলি পরগনায়, প্রতিটি পরগনাকে কতকগুলি গ্রামে ভাগ করেন। প্রতিটি সরকারের শাসনকাজ দেখতেন শিকদার-ই-শিকদারান এবং মুনসেফ-ই-মুনসেফান। পরগনায় শাসনকাজ দেখতেন চৌধুরি, পাটোয়ারি, কানুনগো, আমিন প্রমুখ।


(ii) বিচার ও সামরিক ব্যবস্থা:
সম্রাট ছিলেন সর্বোচ্চ বিচারক। বিচারের ক্ষেত্রে সকলকে সমান চোখে তিনি দেখতেন। সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখতে তিনি দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেন।

সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 7 Model Activity Task 2021 All Subjects 3rd Series (September)

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 7 Model Activity Task History September, 2021

Official Website: Click Here

Leave a Comment