Class 5 Science Combined Model Activity Task Full Marks 50

Class 5 Science Combined Model Activity Task Full Marks 50

Class 5 Science Combined Model Activity Task Full Marks 50

১. ঠিক উত্তর নির্বাচন করো :

১.১ কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম – 

(ক) ভার্টিব্রা (খ) টিবিয়া (গ) হিউমেরাস (ঘ) ফিমার

উত্তরঃ (গ) হিউমেরাস

১.২ একটি বুনো প্রাণীর উদাহরণ হলো –

(ক) গোরু (খ) ছাগল (গ) শিয়াল (ঘ) ভেড়া

উত্তরঃ (গ) শিয়াল

১.৩ যে প্রাণীটি অমেরুদণ্ডী সেটি হলো –

(ক) রুইমাছ (খ) কেঁচো (গ) কাক (ঘ) কুকুর

উত্তরঃ (খ) কেঁচো

১.৪ পশ্চিমবঙ্গের চা চাষ হয় –

(ক) রাঢ় অঞ্চলে (খ) গাঙ্গেয় সমভূমি অঞ্চলে (গ) উত্তরের পার্বত্য অঞ্চলে (ঘ) উপকূলের সমভূমি অঞ্চলে

উত্তরঃ (গ) উত্তরের পার্বত্য অঞ্চলে

১.৫ যেটি সমুদ্রের মাছ সেটি হলো –

(ক) পারেস (খ) ট্যাংরা (গ) রুই(ঘ) সার্ডিন

উত্তরঃ (ঘ) সার্ডিন

১.৬ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিনটি পালিত হয় যে দিবস সেটি হলো –

(ক) শিক্ষক দিবস (খ) পরিবেশ দিবস (গ) শিশু দিবস (ঘ) সাধারণতন্ত্র দিবস

উত্তরঃ (ক) শিক্ষক দিবস

২. শূন্যস্থান পূরণ করোঃ

২.১ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হল ভারত ও __________।

উত্তরঃ বাংলাদেশ

২.২ বিপ্লবী সূর্য সেন __________ নামে পরিচিত ছিলেন।

উত্তরঃ মাস্টারদা

২.৩ একটি নিত্যবহ নদীর নাম হলো ___________।

উত্তরঃ গঙ্গা

৩.১ ঠিক বাক্যের পাশে ✓ আর ভুল বাক্যের পাশে চিহ্ন দাও :

৩.১ মানুষের বুদ্ধি হলো একটা সম্পদ।

উত্তরঃ

৩.২ দিঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজুবাদাম চাষ হয়।

উত্তরঃ

৩.৩ প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলা হত গান্ধীবুড়ি।

উত্তরঃ

৪. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো :

বাম স্তম্ভডান স্তম্ভ
১.১ জলদাপাড়া(ক) ডলফিন
১.২ খড়গপুর(খ) টেরাকোটার কাজ
১.৩ বিষ্ণুপুর(গ) আইআইটি শিক্ষাকেন্দ্র
 (ঘ) গন্ডার

উত্তরঃ 

বাম স্তম্ভডান স্তম্ভ
১.১ জলদাপাড়া(ঘ) গন্ডার
১.২ খড়গপুর(গ) আইআইটি শিক্ষাকেন্দ্র
১.৩ বিষ্ণুপুর(খ) টেরাকোটার কাজ

৫. একটি বাক্যে উত্তর দাও :

৫.১ কোন্‌ রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়?

উত্তরঃ যক্ষা রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টীকা দেওয়া হয়।

৫.২ কোন্‌ অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়?

উত্তরঃ হৃৎপিণ্ডের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়।

৫.৩ কোন্‌ ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান থাকে?

উত্তরঃ দোঁয়াশ মাটিতে কাদা আর বালি প্রায় সমান থাকে।

৫.৪ কে স্টেথোস্কোপ উদ্ভাবন করেন? 

উত্তরঃ রেনে লিনেক স্টেথোস্কোপ উদ্ভাবন করেন।

৬. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৬.১ তোমার চেনা দুরকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও।

উত্তরঃ আমার চেনা দুরকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হল –

(i) দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায়।

(ii) জামায় দাগ লেগে গেলে লেবুর রস দিলে সেই দাগ উঠে যায়।

৬.২ বৃষ্টির জল ধরে তুমি কী কী কাজে লাগাতে পারো?

উত্তরঃ বৃষ্টির জল ধরে রেখে স্নান করা, বাসন মাজা, জামা-কাপড় ধোওয়া ইত্যাদি কাজে ব্যবহার করা যেতে পারে।

৬.৩ বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কী ক্ষতি হয়?

উত্তরঃ বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমির বন্ধু পোকাগুলো মারা যায়।

৬.৪ কী উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল?

উত্তরঃ বন্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল।

৬.৫ সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর: সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য হলো-
(i) এই অঞ্চলের মাটিতে খুব নুন থাকে।
(ii) মাটিতে বালি কম ও কাদার ভাগ বেশি।

৬.৬ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?

উত্তর: লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে নিম্নলিখিত ব্যবস্থা নেওয়া যেতে পারে-
(i) যে মাছগুলি লুপ্তপ্রায় তা চিহ্নিত করে তাদের ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে হবে।
(ii) পঞ্চায়েতের পক্ষ থেকে লুপ্তপ্রায় মাছ চাষের উদ্যোগ গ্রহণ করতে হবে।

৭. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:

৭.১ মাটি কীভাবে তৈরি হয়?

উত্তরঃ ভূমিকম্পে, সূর্যের তাপে, প্রবল বৃষ্টিতে পাথর ফেটে গুঁড়ো হয়। অনেক বছর ধরে অনেক কিছুর সঙ্গে তা মিশে মাটি হয়। মস, ফার্নরাও মাটি তৈরিতে সাহায্য করে।

৭.২ পর্বতের মাথায় বরফ জমে কেন?

উত্তরঃ পুকুর-নদী-সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরের বাতাস ঠান্ডা হওয়ায় সেই বাষ্প জমে জল হয়। পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয়, তুষার জমে বরফ হয়ে যায়।

৭.৩  কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি?

উত্তর: আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর জনগণ নির্বাচিত সরকার কীভাবে গোটা দেশটা চালাবে তার নিয়ম-কানুন চালু হয়েছিল ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি। তাই এই তারিখটি আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

Class 5 Combined Model Activity Task November Part- 8

1. You may also like: Class 5 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 5 Model Activity Task Science

Class 5 Final Model Activity Task Science Full Marks 50 Part- 8

Official Website: Click Here

Class 5 Science Model Activity Task 2021

Class 5 Final Model Activity Task Science Full Marks 50 Part- 8

1 thought on “Class 5 Science Combined Model Activity Task Full Marks 50”

Leave a Comment