Class-8 History Model Activity Task February-2022

Class-8 History Model Activity Task February-2022

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের ‘Model Activity Task Part- 10 February, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

অষ্টম শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
February, 2022
বিষয়: ইতিহাস পূর্ণমান: ২০

১. শূন্যস্থান পূরণ করো:

(ক) মুর্শিদকুলি বাংলার নাজিম পদ লাভ করেন ___________ খ্রিস্টাব্দে।
উত্তর: ১৭১৭

(খ) হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন ___________ .
উত্তর: নিজাম উল মূলক

(গ) বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ________________ খ্রিস্টাব্দে।
উত্তর: ১৭৭০

(ঘ) অধীনতামূলক মিত্রতার নীতি প্রবর্তন করেন ___________.
উত্তর: লৰ্ড ওয়েলেসলি।

২. স্তম্ভ মেলাও:

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
১৭৫৭ খ্রিস্টাব্দ
১৭৬৪ খ্রিস্টাব্দ
১৭৬৫ খ্রিস্টাব্দ
১৭৮২ খ্রিস্টাব্দ
দেওয়ানি অধিকার
পলাশি যুদ্ধ
বক্সার যুদ্ধ

উত্তর:
১৭৫৭ খ্রিস্টাব্দ —- পলাশি যুদ্ধ
১৭৬৪ খ্রিস্টাব্দ —- বক্সার যুদ্ধ
১৭৬৫ খ্রিস্টাব্দ —- দেওয়ানি অধিকার

৩. একটি-দুটি বাক্যে উত্তর দাও:

(ক) কোন নবাব বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে?
উত্তর: নবাব মির কাশিম বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে।

(খ) স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানি কোন রাজ্যগুলি দখল করে?
উত্তর: স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানি সাতারা, সম্বলপুর, ঝাঁসি, হায়দরাবাদ রাজ্য দখল করে।

(গ) কোম্পানি ও মহীশূরের মধ্যে কতগুলি যুদ্ধ হয়েছিল?
উত্তর: কোম্পানি ও মহীশূরের মধ্যে চারটি যুদ্ধ হয়েছিল।

৪. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও:

(ক) ফারুখশিয়রের ফরমানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কী কী অধিকার দেওয়া হয়েছিল?
উত্তর: ফারুখশিয়রের ফরমান অনুযায়ী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় কিছু বিশেষ বাণিজ্যিক অধিকার দেওয়া হয়।
ফরমানে বলা হয়—
(i) ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র ৩ হাজার টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে। কিন্তু এই বাণিজ্যের জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না।
(ii) বাংলার নবাবের মুর্শিদাবাদ টাঁকশাল প্রয়োজনে কোম্পানি ব্যবহারের অধিকার পায়।
(iii) কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলে সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে।
(iv) কোম্পানির পণ্য কেউ চুরি করলে বাংলার নবাব তাকে শাস্তি দেবেন এবং কোম্পানিকে ক্ষতিপূরণও দেবেন।

(খ) ‘পলাশির লুন্ঠন’ বলতে কী বোঝো?
উত্তর: নবাব মির জাফরকে সহায়তা করার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি অবাধে সম্পদ হস্তগত করতে থাকে। পলাশির যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে ১ কোটি ৭৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি। তার উপরে ক্লাইভ সহ কোম্পানির উঁচু পদাধিকারীরা মির জাফরের থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন। সব মিলিয়ে পলাশির যুদ্ধের পরে পরে প্রায় ৩ কোটি টাকার সম্পদ মির জাফরের থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানি। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে পলাশির লুন্ঠন বলা হয়। স্বাভাবিকভাবেই নবাবের কোশাগার এই লুন্ঠনের ফলে নিঃস্ব হয়ে গিয়েছিল।

(গ) কোম্পানি দেওয়ানি অধিকার পাওয়ার ফলে কী হয়েছিল?
উত্তর: দেওয়ানির অধিকার পাওয়ার ফলে দ্রুতই ভারতবর্ষে আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হযেছিল। মির কাশিমের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কোম্পানির অনেক টাকা খরচ হয়েছিল। দেওয়ানির অধিকার থেকে সেই টাকা ফেরত পাওয়ার উদ্যোগ নিয়েছিল কোম্পানি। তাছাড়া সুবা বাংলার রাজস্ব আদায় করার আইনি অধিকার ব্রিটিশ কোম্পানিকে। বাজনৈতিকভাবে ক্ষমতাশালী করে তুলেছিল। কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কাযেম হয়। বাস্তবে বাংলায় দুজন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে। যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়ে গিয়েছিল নবাব নজম উদ – দৌলার উপর। অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব। ব্রিটিশ কোম্পানি পেযেছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 8 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 8 Model Activity Task History Part- 10

Class 8 History Model Activity Task Answer Part- 2 Class 8 History Model Activity Task Answer Part- 2 Class 8 History Model Activity Task Answer Part- 2 Class 8 History Model Activity Task February 2022

Official Website: Click Here

Class-8 History Model Activity Task February-2022

Leave a Comment