Madhyamik Bangla Suggestion Asukhi-Ekjon

Madhyamik Bangla Suggestion Asukhi-Ekjon

এখানে দশম শ্রেণীর বাংলা বিষয়ের “অসুখী একজন” থেকে একটি MCQ সেট শেয়ার করা হলো। আশাকরি এই প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিকের প্রস্তুতি নিতে সাহায্য করবে।

মাধ্যমিক বাংলা
অসুখী একজন
পাবলো নেরুদা (তরজমা – নবারুণ ভট্টাচার্য)
MCQ প্রশ্ন-উত্তর আলোচনা

১. ’অসুখী একজন’ কবিতার কবি পাবলো নেরুদার জন্মস্থান-
(ক) চিলি
(খ) জার্মানি
(গ) আফ্রিকা
(ঘ) আর্জেন্টিনা


২. অসুখী একজন কবিতাটি মূল কোন ভাষায় রচিত?
(ক) ফরাসি
(খ) আরবি
(গ) স্পেনিশ
(ঘ) ইংরেজি


৩. নবারুণ ভট্টাচার্য রচিত ’অসুখী একজন’ কবিতাটি তাঁর কোন গ্রন্থের অন্তর্গত-
(ক) বিদেশি কবিতার বাহার
(খ) বিদেশি ফুলে রক্তের ছিটে
(গ) বিদেশি ফুলের রক্তের ডালা
(ঘ) বিদেশি ফুলের স্বদেশী গান


৪. ’অসুখী একজন’ কবিতাটি পাবলো নেরুদার যে কাব্যগ্রন্থের অন্তর্গত-
(ক) Extravagaria
(খ) Lyrical Ballads
(গ) Paradise Lost
(ঘ) Twillight


৫. ”আমি তাকে ছেড়ে দিলাম” -‘অসুখী একজন’ কবিতায় ‘তাকে’ বলতে বোঝানো হয়েছে-
(ক) বাড়ির ভৃত্যকে
(খ) গির্জার নানকে
(গ) একটি কুকুরকে
(ঘ) একজন মেয়েকে


৬. ’অসুখী একজন’ কবিতায় কথক মেয়েটিকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে যান-
(ক) ঘরের মধ্যে
(খ) জানালার পাশে
(গ) উঠোনে
(ঘ) দরজায়


৭. সে জানতো না আমি আর-
(ক) কখনো কথা বলবো না
(খ) কখনো ফিরে আসবো না
(গ) কখনো যুদ্ধে যাবো না
(ঘ) কখনো গান গাইব না


মাধ্যমিক বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্ন-উত্তর: Click Here

৮. একটা সপ্তাহ আর একটা-
(ক) মাস কেটে গেল
(খ) বছর কেটে গেল
(গ) একটা করে বছর চলে গেল
(ঘ) ছুটে গেল কিছু মানুষ


৯. পাবলো নেরুদার প্রকৃত নাম-
(ক) নেপতালি রিকার্দো বাসোয়ালতো
(খ) গঞ্জালো ভিদেলা
(গ) নেপতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো
(ঘ) পাবলো পিকাসো


১০. অসুখী একজন কবিতায় বৃষ্টি কী ধুয়ে দিয়েছিল?
(ক) রাস্তার ধুলো
(খ) রক্তের দাগ
(গ) কথকের পায়ের দাগ
(ঘ) কাঠ কয়লার দাগ


১১. তারপর যুদ্ধ এলো-
(ক) শান্ত হলুদ দেবতাদের মত
(খ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত
(গ) মৃত মানুষের পাহাড়ের মত
(ঘ) প্রবল ঝড় বৃষ্টির তাণ্ডবের মত


১২. ‘ডুবে ছিল ধ্যানে’- কারা ডুবেছিল ধ্যানে?
(ক) কবির পরিবার
(খ) দেবতারা
(গ) মানুষেরা
(ঘ) ঋষি মনিরা


➤ আমাদের YouTube চ্যানেল: বাস্তব জীবন কাহিনী

১৩. রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত যুদ্ধে-
(ক) সবকিছু ধ্বংস হলো
(খ) অপেক্ষারত মেয়েটি মারা গেল
(গ) শিশু আর বাড়িরা খুন হলো
(ঘ) দেবতাদের বিনাশ হল


১৪. দেবতারা কত বছর ধরে ডুবে ছিল?
(ক) হাজার বছর
(খ) একশো বছর
(গ) কুড়ি বছর
(ঘ) দশ বছর


১৫. যুদ্ধের ভয়ানক ধ্বংসের মাঝেও-
(ক) মেয়েটির মৃত্যু হল না
(খ) কথকের মৃত্যু হলো না
(গ) দেবতাদের ধ্যান ভঙ্গ হলো না
(ঘ) শিশু ও বাড়িরা ধ্বংস হলো না


১৬. অসুখী একজন কবিতায় কবি ক’টি সপ্তাহ কেটে যাওয়ার উল্লেখ করেছেন?
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি


১৭. যুদ্ধের ভয়াবহতায় সমস্ত সমতলে-
(ক) ভূমিকম্প হল
(খ) ধরে গেল আগুন
(গ) ধ্বংসস্তূপ গড়ে উঠলো
(ঘ) জমাট বাধলে রক্তের দাগ


১৮. ”হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে”-
(ক) শিশু ও বাড়িরা
(খ) শান্ত হলুদ দেবতারা
(গ) গির্জার নানরা
(ঘ) অপেক্ষারত মেয়েটি


১৯. অসুখী একজন কবিতায় কোভিদ ঝুলন্ত বিছানার পাশের গাছটি ছিল-
(ক) গোলাপি
(খ) সবুজ
(গ) হলুদ
(ঘ) নীল


২০. ”উলটে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে”- কারা ?
(ক) শান্ত হলুদ দেবতারা
(খ) অপেক্ষারত মেয়েটি
(গ) শিশু ও বাড়িরা
(ঘ) গির্জার নানরা


➤ আমাদের YouTube চ্যানেল: বাস্তব জীবন কাহিনী

২১. “তারা আর স্বপ্ন দেখতে পারল না।” – কারা স্বপ্ন দেখতে পারল না?
(ক) সেই মেয়েটি
(খ) গির্জার নান
(গ) কবিতার কথক
(ঘ) শান্ত হলুদ দেবতারা


২২. ”যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে ছিলাম”- ‘যেখানে’ বলতে বোঝানো হয়েছে-
(ক) বাড়ির শয়নকক্ষে
(খ) যুদ্ধক্ষেত্রের পাশে
(গ) মিষ্টি বাড়ির বারান্দায়
(ঘ) বাড়ির উঠানে


২৩. শিশু আর বাড়িরাখুন হলো-
(ক) যুদ্ধে
(খ) ধ্যানমগ্ন অবস্থায়
(গ) ঝড়-বৃষ্টিতে
(ঘ) প্রবল ভূমিকম্পে


২৪. যেখানে ছিল শহর/সেখানে ছড়িয়ে রইল-
(ক) মৃতদেহ
(খ) কাঠ কয়লা
(গ) শান্ত হলুদ দেবতারা
(ঘ) শিশু ও নানরা


২৫. যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল মৃত পাথরের মূর্তির বীভৎস-
(ক) দেহ
(খ) মাথা
(গ) কঙ্কাল
(ঘ) রক্তমাখা শরীর


২৬. আর সেই মেয়েটি আমার-
(ক) ভালোবাসায়
(খ) অপেক্ষায়
(গ) ব্যথায় কাতর
(ঘ) বিরহে বিষন্ন


২৭. অসুখী একজন কবিতায় কোভিদ সেই মিষ্টি বাড়ির জল তরঙ্গটি কোন সময়ের-
(ক) প্রাচীনকালের
(খ) আধুনিক সময়ের
(গ) বিংশ শতকের
(ঘ) মধ্যযুগের


২৮. ‘অসুখী একজন’ কবিতায় যে বাদ্যযন্ত্রের কথা আছে-
(ক) হারমোনিয়াম
(খ) সেতার
(গ) জলতরঙ্গ
(ঘ) একতারা


২৯. অসুখী একজন কবিতাটি বাংলায় তরজমা করেন?
(ক) বিজন ভট্টাচার্য
(খ) নবারুণ ভট্টাচার্য
(গ) মহাশ্বেতা দেবী
(ঘ) জয় গোস্বামী


মাধ্যমিক বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্ন-উত্তর: Click Here

➤ আমাদের YouTube চ্যানেল: বাস্তব জীবন কাহিনী

➤ Join our Facebook page: TextbookPlus

You may also like: জ্ঞানচক্ষু রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

দশম শ্রেণী বাংলা অসুখী একজন MCQ প্রশ্ন ও উত্তর

Madhyamik Bengali MCQ suggestion

Madhyamik অসুখী একজন Important MCQ

অসুখী একজন MCQ প্রশ্ন ও উত্তর | অসুখী একজন Madhyamik Bengali Question and Answer Suggestion  মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর  – অসুখী একজন MCQ প্রশ্ন উত্তর। মাধ্যমিক বাংলা সাজেশন

WBBSE Madhyamik Mock Test in Bengali

madhyamik bengali question
মাধ্যমিক বাংলা সাজেশন 2022 mcq
মাধ্যমিক বাংলা সাজেশন 2022 answer
2022 এর মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন উত্তর
মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর 2023
২০২২ মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর
মাধ্যমিক বাংলা প্রশ্ন 2022

madhyamik bengali suggestion 2023
মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর 2022

Madhyamik Bengali MCQ, WBBSE | মাধ্যমিক বাংলা বহু বিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর

madhyamik 2023 bengali suggestion

Official Website: Click Here

Madhyamik Bangla Suggestion Asukhi-Ekjon

Class 10 Bengali Suggestion

Madhyamik Bangla Suggestion Asukhi-Ekjon

Leave a Comment

CLOSE