Madhyamik Bengali Gyanchokhu Marks-3

Madhyamik Bengali Gyanchokhu Marks-3

দশম শ্রেণীর বাংলা বিষয়ের “জ্ঞানচক্ষু” থেকে কিছু গুরুত্বপূর্ণ SAQ প্রশ্ন ও উত্তর শেয়ার করা হলো। আশাকরি এই প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য সহায়ক হবে।

দশম শ্রেণী
বাংলা
জ্ঞানচক্ষু
আশাপূর্ণা দেবী


কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও

১. তপনের গল্প পড়ে ছোট মাসি কী বলেছিল?
উত্তর: তপনের গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে ছোট মাসি বলেছিল তার লেখা টি ভালো হয়েছে । খানিক রসিকতার সুরে জানতে চেয়েছিল এটা কোথাও থেকে টুকলিফাই করা কি না।

২. ‘সূচিপত্রে ও তার নাম রয়েছে।’- সূচিপত্রে কার কী নাম রয়েছে?
উত্তর: সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে ‘প্রথম দিন’ গল্পের লেখক হিসেবে শ্রী তপন কুমার রায় নামে তপনের গল্প ছাপা হয়েছিল।

৩. ‘আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন।’- বক্তার কোন দিন টি সবচেয়ে দুঃখের?
উত্তর: জীবনের প্রথম লেখা গল্প ছেপে বেরােনাের পর তপন দেখে কারেকশনের নামে নতুন মেসাে পুরাে গল্পটাই বদলে দিয়েছেন। গল্পের নিজস্বতা হারানােয় ব্যথিত তপনের সেই দিনটা সবচেয়ে দুঃখের মনে হয়েছে।

৪. “এ বিষয়ে সন্দেহ ছিল তপনের”—কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল?
উত্তর: একজন লেখকও যে সাধারণ মানুষের মতো হতে পারে, তাদের আচরণও যে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই হয়ে থাকে সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল।

৫. “ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে।”—কোন কথাটি ছড়িয়ে পড়ে?
উত্তর: তপনের লেখা গল্পটি প্রায় পুরোটা কারেকশান করে মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়েছেন – এই কথাটিই সারা বাড়িতে ছড়িয়ে পড়ে ।

৬. ‘বুকের রক্ত ছলকে ওঠে তপনের ।’-কেন তপনের বুকের রক্ত ছলকে ওঠে?
উত্তর: তপন তার জীবনের প্রথম গল্প ছাপার অক্ষরে দেখবে সেই উত্তেজনায় তার বুকের রক্ত ছলকে উঠেছিল।

৭. তপন তার লেখার কথা সর্বাগ্রে কাকে জানিয়েছিল?
উত্তর: তপন তার লেখার কথা সর্বাগ্রে তার সবচেয়ে কাছের বন্ধু তার মাসিকে জানিয়েছিল।

৮. ‘পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে।’- কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে?
উত্তর: পত্রিকায় তপন কুমার রায়ের লেখা গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া এবং সেই পত্রিকা বহু মানুষের কাছে পৌঁছে যাওয়ার ঘটনাকে জ্ঞানচক্ষু গল্পে অলৌকিক ঘটনা বলা হয়েছে।

☛ মাধ্যমিক বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্ন-উত্তর: Click Here

৯. ‘মেসোর উপযুক্ত কাজ হবে সেটা।’- কোন কাজের কথা বলা হয়েছে?
উত্তর: তপনের গল্প ছাপিয়ে দেওয়া হবে নতুন মেসোর উপযুক্ত কাজ।

১০. ‘তপন আর পড়তে পারে না।’- তপনের আর পড়তে না পারার কারণ কী?
উত্তর: পত্রিকাতে ছাপানো গল্পটি পড়তে গিয়ে তপন দেখে তার মেসো কারেকশন করতে গিয়ে সম্পূর্ণ বদলে দিয়েছেন। তাই তপন গল্পটি আর পড়তে পারেনি।

১১. তপনের লেখা গল্পটির নাম কী ?
উত্তর: স্বনামধন্য লেখিকা আশাপূর্ণা দেবী রচিত ‘জ্ঞানচক্ষু গল্পে’ তপনের লেখা গল্পটির নাম প্রথম দিন।

১২. ‘তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে।’- ‘মুরুব্বি মুরুব্বি’ বলতে কী বোঝানো হয়েছে ?
উত্তর: মুরুব্বী কথার অর্থ হল অভিভাবক। তপনের ছোট মাসির যতদিন বিয়ে হয়নি সে তার কাছে বন্ধুর মত ছিল কিন্তু বিয়ে হয়ে যেন অভিভাবক হয়ে গেছে।

১৩. ‘ছোট মাসিকেই বলে বসে’- বক্তা ছোট মাসি কে কী বলেছিল?
উত্তর: প্রথম লেখা গল্প তপন তার ছোট মাসিকে প্রথম বলেছিল। উদ্ধৃত অংশে সেই কথাটি বলা হয়েছে।

১৪. ‘তিনি নাকি বই লেখেন’- কার কথা বলা হয়েছে?
উত্তর: জ্ঞানচক্ষু গল্পের উদ্ধৃত অংশে এখানে তপনের নতুন মেসোমশাই এর কথা বলা হয়েছে।

১৫. ‘যে নেশায় পেয়েছে’- কোন নেশার কথা বলা হয়েছে?
উত্তর: লেখক নতুন মেসোর উৎসাহ পেয়ে তপন একটার পর একটা গল্প লিখতে থাকে। উদ্ধৃত অংশটি গল্প লেখার ব্যাপারটাকেই নেশা বলা হয়েছে।

১৬. তপনের আনন্দটা সহসা হারিয়ে যায় কেন?
উত্তর: তপন তার নিজের লেখা গল্প ছেপে বেরোনোর পর পড়তে গিয়ে দেখে কারেকশনের নাম করে মেসো লেখাটা আগাগোড়াই বদলে দিয়েছেন। তাই তপনের আনন্দটা সহসা হারিয়ে যায়।

১৭. ‘তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের।’- কে, কোন ঘটনায় এই সিদ্ধান্তে পৌঁছে ছিল ?
উত্তর: তপনের লেখা প্রথম গল্প তার মেসোমশাই কারেকশন করার নাম করে পুরো গল্পটাই বদলে দিয়েছিলেন। এই ঘটনায় তপন খুব দুঃখ পায় এবং সিদ্ধান্তে পৌঁছোয় যে, কোনদিন গল্প ছাপতে দিলে সে নিজেই দিয়ে আসবে তাতে তার গল্প ছাপা হোক আর না হোক।

☛ মাধ্যমিক বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্ন-উত্তর: Click Here

১৮. বিকেলে চায়ের টেবিলে কোন কথাটা উঠেছিল?
উত্তর: লেখক মেসোমশাই কে দেখে অনুপ্রাণিত হয়ে তপন যে একটা আস্ত গল্প লিখে ফেলেছে এই কথাটা বিকেলে চায়ের টেবিলে উঠেছিল।

১৯. সমবয়সী ছেলেদের সঙ্গে তপনের অমিল কোথায়?
উত্তর: তপনের সমবয়সী ছেলেরা সাধারণত রাজা-রানী, খুন-জখম-অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মারা- এইসব বিষয় গল্প লেখে কিন্তু লিখেছিল তার প্রথম দিন স্কুলে ভর্তির অভিজ্ঞতা। এই গল্প লেখার ব্যাপারে সমবয়সী ছেলেদের সঙ্গে তপনের অমিল ছিল।

২০. নতুন মেসোকে দেখে তপনের কি মনে হয়েছিল?
উত্তর:নতুন মেসোকে দেখে তার সাথে সময় কাটিয়ে তপনের বিশ্বাস হয় যে, লেখকরা কোন আকাশ থেকে পড়া জীব নয়; তার বাবা-কাকাদের মতোই মানুষ।

২১. “এ কার লেখা?” – এমন প্রশ্নের কারণ কী?
উত্তর: সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো গল্পে থাকা প্রত্যেকটি বাক্য তপনের কাছে নতুন আনকোরা ও অপরিচিত মনে হওয়ায় তার মনে এমন প্রশ্ন জাগে।

২২. কী উপলক্ষ্যে তপন মামার বাড়িতে এসেছে?
উত্তর: তপন তার ছোট মাসির বিয়ে উপলক্ষ্যে মামার বাড়িতে এসেছে।

☛ মাধ্যমিক বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্ন-উত্তর: Click Here
Class 10 Bengali Important Question Answer Suggestion

Official Website: Click Here

Madhyamik Bengali Gyanchokhu Marks-3

Class 10 Bengali Suggestion

Madhyamik Bengali suggestion 2023. Madhyamik 2021 Bengali Gyanchokhu

মাধ্যমিক পরীক্ষার জন্য বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
দশম শ্রেণীর জ্ঞানচক্ষু থেকে কিছু প্রশ্ন-উত্তর।

Madhyamik Suggestion Bengali জ্ঞানচক্ষু

মাধ্যমিক বাংলা সাজেশন – জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী প্রশ্ন ও উত্তর

জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী প্রশ্ন ও উত্তর  

দশম শ্রেণীর জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী – প্রশ্ন ও উত্তর | Class 10 জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী Madhyamik Bengali Question and Answer Suggestion  মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর  – জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী প্রশ্ন ও উত্তর।

জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী MCQ প্রশ্ন ও উত্তর | জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী Madhyamik Bengali Question and Answer Suggestion  মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর  – জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী MCQ প্রশ্ন উত্তর।

Madhyamik Bengali Gyanchokhu Marks-3

জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী Madhyamik Bengali Question and Answer Suggestion  মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর  – জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

Leave a Comment

CLOSE