বীজের অঙ্কুরোদগমে অভিস্রবনের ভূমিকা লেখো।

প্রশ্ন: বীজের অঙ্কুরোদগমে অভিস্রবনের ভূমিকা লেখো।

বীজের অঙ্কুরোদগমে অভিস্রবনের ভূমিকা:

i) বীজের অঙ্কুরোদগমের জন্য আরও একটি অতিপ্রয়োজনীয় উপাদান হল জল।

ii) ভিজে মাটি থেকে বা জলীয় পরিবেশ থেকে জল অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় বীজের মধ্যে প্রবেশ করে।

iii) কোশান্তর অভিস্রবণ এর মাধ্যমে জল বীজের অভ্যন্তরে ছড়িয়ে পড়ে এবং বীজে উপস্থিত উৎসেচক সক্রিয় হয়ে ওঠে।

iv) সক্রিয় উৎসেচক সঞ্চিত শ্বেতসার কে তরল শোষণ উপযোগী গ্লুকোজে পরিণত করে এবং বীজের অঙ্কুরোদগমে সাহায্য করে।

👉 আমাদের YouTube চ্যানেল: Click Here
👉 ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

Leave a Comment