স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো।

প্রশ্ন: স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো।

উত্তর: স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য:-

স্বপরাগযোগইতর পরাগযোগ
(i) একই ফুলে বা একই গাছের ভিন্ন ফুলে স্বপরাগযোগ ঘটে।(i) একই প্রজাতিভুক্ত দুটি আলাদা উদ্ভিদের ফুলে ইতর পরাগযোগ ঘটে।
(ii) পরাগরেণুর অপচয় কম হয়।(ii) পরাগরেণুর অপচয় বেশি হয়।
(iii) স্বপরাগযোগে নতুন বৈশিষ্ট্য তৈরি হয় না।(iii) ইতর পরাগযোগে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।
👉 আমাদের YouTube চ্যানেল: Click Here
👉 ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

Leave a Comment