বীজের অঙ্কুরোদগমে ব্যাপনের ভূমিকা লেখো।

প্রশ্ন: বীজের অঙ্কুরোদগমে ব্যাপনের ভূমিকা লেখো।

বীজের অঙ্কুরোদগমে ব্যাপনের ভূমিকা:

i) বীজের অঙ্কুরোদগমের জন্য অতি প্রয়োজনীয় একটি উপাদান হল বায়ুর অক্সিজেন।

ii) অক্সিজেন ব্যাপন প্রক্রিয়া দ্বারা বায়ু থেকে বীজের মধ্যে প্রবেশ করে।

iii) বীজে সঞ্চিত খাদ্যবস্তু অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে এবং অঙ্কুরোদগমের জন্য প্রয়োজনীয় বিপাকীয় কাজে সাহায্য করে।

👉 আমাদের YouTube চ্যানেল: Click Here
👉 ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

Leave a Comment