জলবিভাজিকা কাকে বলে

প্রশ্ন: জলবিভাজিকা কাকে বলে?

উত্তর: যে উচ্চভূমি দুই বা ততোধিক নদীগোষ্ঠী বা নদী অববাহিকাকে পৃথক করে করে তাকে জলবিভাজিকা বলে। পাহাড়, পর্বত, শৈলশিরা ইত্যাদি জলবিভাজিকারূপে অবস্থান করে।

বৈশিষ্ট্য:

(i) জলবিভাজিকা নদীকে পৃথক করে।
(ii) পাহাড়, পর্বত, শৈলশিরা ইত্যাদির দ্বারা জলবিভাজিকা সৃষ্টি হয়।

উদাহরণ:
ভারতের হিমালয়, পশ্চিমঘাট, বিন্ধ্য ইত্যাদি হলো বিখ্যাত জল বিভাজিকা।

👉 আমাদের YouTube চ্যানেল: Click Here
👉 ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

Leave a Comment