PRESENT CONTINUOUS TENSE IN BENGALI

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

PRESENT CONTINUOUS TENSE IN BENGALI

(ii) PRESENT CONTINUOUS TENSE:-

নিচের উদাহরণগুলো খেয়াল করো:

মা রান্না করছে – Mother is cooking.

ছেলেরা মাঠে খেলছে – The boys are playing in the field.

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

আমি বই পড়ছি  — I am reading book.

তুমি গান করছো – You are singing.

বাইরে বৃষ্টি পড়ছে – It is raining outside.

উপরের বাক্যগুলির ক্রিয়া রান্না করছে, খেলছে, পড়ছে, বৃষ্টি পড়ছে বর্তমান সময়ে চলা কাজ বা ঘটনার বর্ণনা দিচ্ছে। এগুলিই Present Continuous Tense.

কাকে বলে:

বর্তমানে কোনো কাজ চলছে বা কোনো ঘটনা ঘটছে বোঝাতে Present Continuous Tense ব্যবহৃত হয়।

চেনার নিয়ম:

বাংলা ক্রিয়াপদের শেষে সাধু ভাষায় তেছি, তেছ, তেছে ইত্যাদি যুক্ত থাকে।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

যেমন:মা রান্না করছে (করিতেছে)

ছেলেরা মাঠে খেলছে (খেলিতেছে)

আমি বই পড়ছি (পরিতেছি)

তুমি গান করছো (করিতেছ)

বাইরে বৃষ্টি পড়ছে (পড়িতেছে)

গঠনের নিয়ম:

Present Continuous Tense গঠনের সময় প্রথমে Subject বসিয়ে subject অনুযায়ী am/is/are লিখতে হবে। এরপর মূল Verb এর সঙ্গে ing যুক্ত করে বাক্যের বাকি অংশ বসাতে হবে।

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

সুতরাং আমরা জানতে পারলাম: Subject + am/is/are + (verb+ing) + others (বাক্যের বাকি অংশ)

*** [ তোমরা যদি subject অনুযায়ী কখন am/is/are বসে জানতে চাও এখানে ক্লিক করো ]***

উদাহরণ:

১. রাকেশ জল পান করছে (করিতেছে)

{উপরে বাক্যে ক্রিয়া হলো পান করছে। ক্রিয়াকে ‘কে’ দিয়ে প্রশ্ন করলে আমরা বাক্যের subject পেয়ে যাবো।

‘কে পান করছে?’  উত্তর ‘রাকেশ’ । তাহলে উপরের বাক্যের subject হলো ;রাকেশ’ (Rakesh) . Rakesh একটি singular noun. তাই এরপর is বসবে। }

Rakesh is drinking water.

২. আমি একটি গল্প লিখছি (লিখিতেছি)

I am writing a story.

৩. সে মাঠে কাজ করছে (করিতেছে)

He is working in the field.

৪. তারা পুকুরে স্নান করছে

They are bathing in the pond.

** নিকট ভবিষতে কোনো কাজ করা হবে বোঝাতে Present Continuous Tense ব্যবহৃত হয়।

উদাহরণ: ৮.আমি শীঘ্রই একটি সাইকেল কিনবো

I am going to buy a cycle soon.

৯. বাবা আজ রাত্রে কলকাতা যাবেন

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

My father is going to Kolkata tonight.

** এখন আমাদের খেয়াল রাখতে হবে বিশেষ কিছু Verb সম্পর্কে। এই verb গুলি সাধারণত Continuous রূপে ব্যবহৃত হয় না। এই verb গুলি হল-

see, hear, smell, notice, appear, seem, think, suppose, want, wish, feel, like, hope, love, hate, know, forget, remember, understand ইত্যাদি।

উদাহরণ:

১. আমি একটি পাখি দেখছি-
I see a bird.
২. আমি অসুস্থ অনুভব করছি-
I feel unwell
৩. সে কলকাতায় বসবাস করছে-
He lives in Kolkata

Incorrect SentenceCorrect Sentence
I am seeing a bird.I see a bird.
I am feeling unwell.I feel unwell.
He is living in Kolkata.He lives in Kolkata
I am hearing her singing a song.I hear her singing a song

👉 সমস্ত Tense দেখার জন্য: Click Here

PRESENT CONTINUOUS TENSE IN BENGALI Tense in Bengali Bangla Tense

Subscribe Our YouTube Channel: Click Here

Keywords: Tense in Bengali | English to Bengali Translation | Present Perfect Tense in Bengali | Bangla Tense | Tense in Bangla

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply