PRESENT CONTINUOUS TENSE IN BENGALI

PRESENT CONTINUOUS TENSE IN BENGALI

(ii) PRESENT CONTINUOUS TENSE:-

নিচের উদাহরণগুলো খেয়াল করো:

মা রান্না করছে – Mother is cooking.

ছেলেরা মাঠে খেলছে – The boys are playing in the field.

আমি বই পড়ছি  — I am reading book.

তুমি গান করছো – You are singing.

বাইরে বৃষ্টি পড়ছে – It is raining outside.

উপরের বাক্যগুলির ক্রিয়া রান্না করছে, খেলছে, পড়ছে, বৃষ্টি পড়ছে বর্তমান সময়ে চলা কাজ বা ঘটনার বর্ণনা দিচ্ছে। এগুলিই Present Continuous Tense.

কাকে বলে:

বর্তমানে কোনো কাজ চলছে বা কোনো ঘটনা ঘটছে বোঝাতে Present Continuous Tense ব্যবহৃত হয়।

চেনার নিয়ম:

বাংলা ক্রিয়াপদের শেষে সাধু ভাষায় তেছি, তেছ, তেছে ইত্যাদি যুক্ত থাকে।

যেমন:মা রান্না করছে (করিতেছে)

ছেলেরা মাঠে খেলছে (খেলিতেছে)

আমি বই পড়ছি (পরিতেছি)

তুমি গান করছো (করিতেছ)

বাইরে বৃষ্টি পড়ছে (পড়িতেছে)

গঠনের নিয়ম:

Present Continuous Tense গঠনের সময় প্রথমে Subject বসিয়ে subject অনুযায়ী am/is/are লিখতে হবে। এরপর মূল Verb এর সঙ্গে ing যুক্ত করে বাক্যের বাকি অংশ বসাতে হবে।

সুতরাং আমরা জানতে পারলাম: Subject + am/is/are + (verb+ing) + others (বাক্যের বাকি অংশ)

*** [ তোমরা যদি subject অনুযায়ী কখন am/is/are বসে জানতে চাও এখানে ক্লিক করো ]***

উদাহরণ:

১. রাকেশ জল পান করছে (করিতেছে)

{উপরে বাক্যে ক্রিয়া হলো পান করছে। ক্রিয়াকে ‘কে’ দিয়ে প্রশ্ন করলে আমরা বাক্যের subject পেয়ে যাবো।

‘কে পান করছে?’  উত্তর ‘রাকেশ’ । তাহলে উপরের বাক্যের subject হলো ;রাকেশ’ (Rakesh) . Rakesh একটি singular noun. তাই এরপর is বসবে। }

Rakesh is drinking water.

২. আমি একটি গল্প লিখছি (লিখিতেছি)

I am writing a story.

৩. সে মাঠে কাজ করছে (করিতেছে)

He is working in the field.

৪. তারা পুকুরে স্নান করছে

They are bathing in the pond.

** নিকট ভবিষতে কোনো কাজ করা হবে বোঝাতে Present Continuous Tense ব্যবহৃত হয়।

উদাহরণ: ৮.আমি শীঘ্রই একটি সাইকেল কিনবো

I am going to buy a cycle soon.

৯. বাবা আজ রাত্রে কলকাতা যাবেন

My father is going to Kolkata tonight.

** এখন আমাদের খেয়াল রাখতে হবে বিশেষ কিছু Verb সম্পর্কে। এই verb গুলি সাধারণত Continuous রূপে ব্যবহৃত হয় না। এই verb গুলি হল-

see, hear, smell, notice, appear, seem, think, suppose, want, wish, feel, like, hope, love, hate, know, forget, remember, understand ইত্যাদি।

উদাহরণ:

১. আমি একটি পাখি দেখছি-
I see a bird.
২. আমি অসুস্থ অনুভব করছি-
I feel unwell
৩. সে কলকাতায় বসবাস করছে-
He lives in Kolkata

Incorrect SentenceCorrect Sentence
I am seeing a bird.I see a bird.
I am feeling unwell.I feel unwell.
He is living in Kolkata.He lives in Kolkata
I am hearing her singing a song.I hear her singing a song

👉 সমস্ত Tense দেখার জন্য: Click Here

PRESENT CONTINUOUS TENSE IN BENGALI Tense in Bengali Bangla Tense

Subscribe Our YouTube Channel: Click Here

Keywords: Tense in Bengali | English to Bengali Translation | Present Perfect Tense in Bengali | Bangla Tense | Tense in Bangla

1 thought on “PRESENT CONTINUOUS TENSE IN BENGALI”

Leave a Comment