Class-5 Bengali Darogababu-ebong-Habu Question-Answer

Class-5 Bengali Darogababu-ebong-Habu Question-Answer

পঞ্চম শ্রেণী
বিষয়: বাংলা
দারোগা বাবু এবং হাবু (ভবানীপ্রসাদ মজুমদার)

১. ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো:

১.১ হাবু থানায় গিয়েছিল- (বেড়াতে/ অভিযোগ জানাতে/ চিকিৎসা করাতে/ হারানো পাখি খুঁজতে )।
উত্তর: অভিযোগ জানাতে।

১.২ বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না- ( টিয়া/ পায়রা/ ময়না/ কোকিল )।
উত্তর: কোকিল ।

১.৩ হাবু ও তাঁর দাদাদের পোষা মোট পশু-পাখির সংখ্যা ( ১৭৫/ ১৫০/ ১৭০/ ২৫ )।
উত্তর: ১৭৫।

২. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো:

উত্তর
নালিশ —- অভিযোগ
বারণ —- নিষেধ
পাগল —- উন্মাদ
সদাই —- সবসময়
কাবু —- কাহিল

৩. শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো : পায়রা, নালিশ, দুঃখ, বড়োবাবু, থানা, কাবু, খুব, করুণ, পোষা, চারজন।

উত্তর:
বিশেষ্য: পায়রা, নালিশ, দুঃখ, বড়োবাবু, থানা।

বিশেষণ: কাবু, খুব, করুণ, পোষা, চারজন।

৪. ‘কেঁদে কেঁদে ’-এরকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে নতুন পাঁচটি শব্দ তৈরি করো।


উত্তর:
(i) হেসে-হেসে
(ii) নেচে-নেচে
(iii) গেয়ে-গেয়ে
(iv) দিকে-দিকে
(v) চেয়ে-চেয়ে

৫. ক্রিয়ার নীচে দাগ দাও:

উত্তর:
৫.১ বললে কেঁদেই হাবু।

৫.২ সাতটা বেড়াল পোষেন ছোটো বড়ো।

৫.৩ বললে করুণ সুরে।

৫.৪ যাবেই যে সব উড়ে

৫.৫ ভগবানকেই ডাকি

৬. বাক্য রচনা করো: নালিশ, ভগবান, বারণ, করুণ, ভোর।

নালিশ: অকারণে কারো নামে নালিশ করা উচিত নয়।

ভগবান: বিপদে পড়লে মানুষ ভগবানকে ডাকে।

বারণ: মা দুপুরের রোদে বাইরে খেলতে বারণ করেছেন।

করুণ: দেশে বর্তমানে বেকার যুবকদের করুণ অবস্থা।

ভোর: ভোর বেলা ঘুম থেকে ওঠা শরীরের পক্ষে ভালো।

৭. ঘটনার ক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো:

৭.১ হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানাল।
৭.২ জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায়।
৭.৩ হাবুর চার ভাই একটা ঘরেই থাকে।
৭.৪ বড়দা সাট্টা বেড়াল, মেজদা আটটা কুকুর, সেজদা দশটা ছাগল ও হাবু নিজে দেড়শো পায়রা পোষে।
৭.৫ দারোগাবাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল।

উত্তর:
৭.১ হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানাল।
৭.৩ হাবুর চার ভাই একটা ঘরেই থাকে।
৭.৪ বড়দা সাট্টা বেড়াল, মেজদা আটটা কুকুর, সেজদা দশটা ছাগল ও হাবু নিজে দেড়শো পায়রা পোষে।
৭.২ জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায়।
৭.৫ দারোগাবাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল।

৮. কবিতাটিতে অন্ত্যমিল আছে, এমন পাঁচজোড়া শব্দ লেখো।

উত্তর:
(i) হাবু, কাবু
(ii) বড়ো, করো
(iii) ডাকি, থাকি
(iv) সুরে, উড়ে
(v) বেঁধে, কেঁদে
(vi) গুলো, ভুলো

৯. বাক্য বাড়াও:

৯.১ হাবু গিয়েছিল। ( কোথায়? কখন? )
উত্তর: হাবু ভোর বেলায় থানায় নালিশ জানাতে গিয়েছিল।

৯.২ বড়দা পোষেন বেড়াল। ( কয়টি ? কেমন ?)
উত্তর: বড়দা ছোটো বড়ো সাতটা বেড়াল পোষেন।

৯.৩ হাবু ভগবানকে ডাকে। ( কেন? কখন)
উত্তর: হাবু দুঃখে সারা দিন-রাত ভগবানকে ডাকে।

৯.৪ দারোগাবাবু বলেন ঘরের জানলা-দরজা খুলে রাখতে।( কাক?)
উত্তর: হাবুকে দারোগাবাবু বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে বলেন।

৯.৫ হাবুর পায়রা উড়ে যাবে।( কয়টি?)
উত্তর: হাবুর দেড়শো পোষা পায়রা উড়ে যাবে।

১০.১ ছোটোদের জন্য ছড়া কবিতা লিখেছেন, এমন দুজন কবির নাম লেখো।
উত্তর: ছোটোদের জন্য ছড়া কবিতা লিখেছেন, এমন দুজন কবির নাম- কাজীনজরুল ইসলাম, সুকুমার রায়।

১০.২ তোমার পাঠ্য কবিতাটির কবিকে?
উত্তর: আমার পাঠ্য কবিতাটির কবি- ভবানীপ্রসাদ মজুমদার।

১০.৩ তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো।
উত্তর: ‘মজার ছড়া’, ‘নাম তাঁর শুকুমার’।

১১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

১১.১ হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল?
উত্তর: হাবু একদিন ভোরবেলায় থানায় গিয়ে দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিল।

১১.২ হাবুর বড়দা, মেজদা ও সেজদা ঘরে কী কী পোষেন?
উত্তর: হাবুর বড়দা ছোটো বড়ো সাতটি বেড়াল, মেজদা আটটা কুকুর, সেজদা দশটা ছাগল পোষেন।

১১.৩ হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কীভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়?
উত্তর: হাবুর করুণ অবস্থার জন্য হাবু নিজেই দায়ী ছিল। তাঁর কারণ হাবু ঘরে পায়রাদের থাকার ব্যবস্থা না করে অন্যত্র করে দিলে, যথেষ্ট ভাবেই নিজের ঘরে সুস্থিরভাবে পরিচ্ছন্নভাবে বাস করতে পারত আর এরকম করুণ অবস্থাও তাকে দেখতে হত না।

১১.৪ দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তাঁর পছন্দ হল না কেন?
উত্তর: দারোগাবাবু হাবুকে জানলা দরজা খোলার পরামর্শ দিয়েছিলেন । কিন্তু হাবুর সেসব পরামর্শ পছন্দ হয়নি তাঁর কারণ হাবুর পোষা দেড়শটি পায়রা উড়ে যাবে জানলা দরজা খোলা রাখলে।

১১.৫ দারোগাবাবুর কাছে হাবু তাঁর যে দুঃখের বিবরণ দিয়েছিল, তা নিজের ভাষায় লেখো?
উত্তর: দারোগাবাবুর কাছে হাবু গিয়ে জানায় যে তাঁর বড়দা ছোটো বড়ো সাতটা বেড়াল, মেজদা আটটা কুকুর পোষে। পাগল সেজদা দশটা ছাগল পোষে। গন্ধে প্রাণ যায় হাবুর। চারভাই একটি ঘরেই থাকে। তাই সে দিন-রাত ভগবানকে ডাকে।

☛ সমস্ত অধ্যায়ের উত্তর পেতে: Click Here
👉 Subscribe Our YouTube Channel: Click Here

Class 5 Bengali Model Activity Task Answer

পঞ্চম শ্রেণী বাংলা দারোগা বাবু এবং হাবু

Class 5 বাংলা দারোগা বাবু এবং হাবু

Official Website: Click Here

পঞ্চম শ্রেণী বাংলা দারোগা বাবু এবং হাবু

Class 5 Bengali Model Activity Task Part- 10 2022

পঞ্চম শ্রেণী বাংলা দারোগা বাবু এবং হাবু

Class-5 Bengali Darogababu-ebong-Habu Question-Answer

দারোগা বাবু এবং হাবু প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণীর বাংলা দারোগা বাবু এবং হাবু ভবানীপ্রসাদ মজুমদার সমাধান

Class-5 Bengali Darogababu-ebong-Habu Question-Answer

West Bengali Class 5 Bengali Question Answer

Class 5 Bangla Prosno Uttor

WBBSE Class 5 Bengali Book Pdf

Class-5 Bengali Darogababu-ebong-Habu Question-Answer

Leave a Comment