Present Perfect Tense in Bengali

Present Perfect Tense in Bengali

(III) PRESENT PERFECT TENSE

👉 কাকে বলে:

কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে তার ফল বর্তমান আছে এইরকম বোঝালে Present Perfect Tense হয়।

👉 চেনার নিয়ম:

বাংলা ক্রিয়াপদের শেষে সাধু ভাষায় ইয়াছি, ইয়াছ, ইয়াছে আর চলিত ভাষায় এছি, এছ, এছে ইত্যাদি যুক্ত থাকে।

👉 গঠনের নিয়ম:

Subject + Have/Has + Past Participle of Main Verb + Object

👉 উদাহরণ:


১. আমি করিয়াছি (করেছি) –
I have done.

২. তুমি করিয়াছ (করেছো)-
You have done.

৩. সে করিয়াছে-
He has done.

👉 Note:

(i) বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছ, ইয়াছে ইত্যাদি থাকা সত্ত্বেও অতীত কালের নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে verb এর Present Perfect Tense না হয়ে Past Indefinite Tense হয়।
উদাহরণ: রমেশ গতকাল আসিয়াছে (এসেছে)-
Romesh came yesterday.

(ii) কোনো ক্রিয়াপদের শেষে নি, নাই ইত্যাদি থাকলে Present Perfect বা Past Indefinite দুটিই হয়।
উদাহরণ: আমি ভাত খাইনি-
I have not eaten rice.
I did not eat rice.

(iii) কোনো sentence এ Just, Just now, Already, Ever, Never, So far ইত্যাদি adverb থাকলে Present Perfect Tense হয়।
উদাহরণ: সে সবেমাত্র এখানে এসেছে-
He has just come here.

(iv) অনেক ক্ষেত্রে বাংলায় Present Perfect Tense বোঝালেও ইংরেজীতে Present Indefinite Tense হয়।
উদাহরণ: সূর্য উঠেছে-
The sun is up.
সেদিন চলে গেছে-
Those days are gone.

👉 Exercise:

নীচের বাক্যগুলিকে ইংরেজীতে অনুবাদ করো:

১. মা রান্না করেছে।
২. আমি বাড়ির কাজ (homework) করেছি।
৩. সে স্নান করেছে।
৪. মিনা বিদ্যালয়ে গিয়েছে।
৫. বাবা একটি ছাতা কিনেছে।
৬. লোকটি গতকাল মারা গিয়েছে।
৭. তারা ক্রিকেট খেলেছে।


Subscribe Our YouTube Channel: Click Here

👉 সমস্ত Tense দেখার জন্য: Click Here

Keywords: Tense in Bengali | English to Bengali Translation | Present Perfect Tense in Bengali | Bangla Tense | Tense in Bangla

Leave a Comment