pH কী?

pH হচ্ছে হাইড্রোজেন আয়নের সক্রিয়তার পরিমাপ। পি.এইচ দ্বারা মূলত হাইড্রোজেন আয়নের ঘনত্ব বোঝায়। অম্ল ও ক্ষারের জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা প্রকাশের জন্য pH স্কেল নামক একটি পদ্ধতি ব্যবহার করা হয়। দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বুঝাবার জন্য ব্যবহৃত সংকেত পিএইচ (pH)। পিএইচ-এর স্কেল ০ থেকে ১৪ পর্যন্ত বিস্তৃত।

রসায়নে কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের [H+] মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের pH বুঝায়।

বিভিন্ন জিনিসে pH-এর মাত্রা:-
পদার্থ/দ্রবণ pH-এর মান
বিশুদ্ধ জল৭.০
বৃষ্টির জল৫.৬-৬.০
সমুদ্রের জল৭.৫-৮.৫
লালারস৬.৫-৭.৫
রক্ত৭.৩-৭.৫
মূত্র
চা৫.৫
কফি৫.০
বিয়ার৪.৫
লেবুর রস২.২-২.৪
ভিনিগার২.৯
টমেটো৪.০
আপেলের রস২.৯-৩.৩
কমলার শরবত৩.৭
স্ট্রবেরী৩.০-৩.৫
ফলের জেলি২.৮-৩.৪
গরুর দুধ৬.৪
মাখন৬.১-৬.৪
ডিমের সাদা অংশ৭.৬-৮.০
বেকিং সোডা৮.৩
লন্ড্রির অ্যামোনিয়া১১.০
ব্যাটারির অ্যাসিড১.০
চুন জল১২.০
দাঁত মাজন৮.০
গ্যাস্ট্রিক রস১.০
টমেটো৪.০

pH কী?

👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Keywords:
জলের pH কত | রক্তের pH কত | লালারসের pH কত | মূত্রে pH কত | বৃষ্টির জলে pH কত

Leave a Comment