রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন-উত্তর Set-3

রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন-উত্তর Set-3

দশম শ্রেণী
বিষয়: ইতিহাস
রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা
MCQ Set- 3

১. ইন্দিরা গান্ধীর লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছেন- মুন্সি প্রেমচাঁদ/কৃষ্ণন চন্দ্র/খুশবন্ত সিং/সাদাত হাসান মান্টু

উত্তর: মুন্সি প্রেমচাঁদ

২. নবান্ন নাটকটি রচনা করেন- দ্বিজেন্দ্রলাল রায়/মধুসূদন দত্ত/রবীন্দ্রনাথ ঠাকুর/বিজন ভট্টাচার্য

উত্তর: বিজন ভট্টাচার্য

৩. প্রাচ্য- পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটান- লর্ড কর্নওয়ালিস/লর্ড ক্যানিং/লর্ড বেন্টিং/লর্ড অক ল্যান্ড

উত্তর: লর্ড অকল্যান্ড

৪. হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়- ১৮১৫ খ্রিস্টাব্দে/১৮১৭ খ্রিস্টাব্দে/১৮২৩ খ্রিস্টাব্দে/১৮৩৫ খ্রিস্টাব্দে

উত্তর: ১৮১৭ খ্রিস্টাব্দে

৫. কোন বাঙালি ছাত্র সর্বপ্রথম শবব্যবচ্ছেদ করেন- উমাচরণ শে ঠ /তারকনাথ পালিত/নীলরতন সরকার/মধুসূদন গুপ্ত

উত্তর: মধুসূদন গুপ্ত

৬. কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন- সিধু/বুদ্ধু ভকত/বিরসা মুন্ডা/ভৈরব

উত্তর: বিরসা মুন্ডা

৭. বাংলার নানাসাহেব বলা হয়- তিতুমীর কে/দুধুমিজাকে/গোলাম মাসুমকে/রামরতন মল্লিক কে

উত্তর: রামরতন মল্লিক কে

৮. Eighteen fifty seven গ্রন্থের লেখক হলেন- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়/সুরেন্দ্রনাথ সেন/বিনায়ক দামোদর সাভারকার/রমেশচন্দ্র মজুমদার

উত্তর: সুরেন্দ্রনাথ সেন

৯. ১৮৫৭ খ্রিস্টাব্দে ব্যারাকপুরে মঙ্গল পান্ডের নেতৃত্বে বিদ্রোহ হয়েছিল- ২৯ মার্চ/২৬ মার্চ/১০ মে/১ সেপ্টেম্বর

উত্তর: ২৯ মার্চ

১০. মহারানীর ঘোষণাপত্র পাঠ করেন- ওয়ারেন হেস্টিং/লর্ড বেন্টিং/লর্ড কর্নওয়ালিস/লর্ড ক্যানিং

উত্তর: লর্ড ক্যানিং

১১. বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন- জগদীশচন্দ্র বসু/সত্যেন্দ্রনাথ বসু/চন্দ্রমুখি বসু/আনন্দমোহন বসু

উত্তর: জগদীশচন্দ্র বসু

১২. বাংলায় ইউনিয়ন বোর্ড ট্যাক্স বিরোধী আন্দোলনের নেতা ছিলেন- সতীশচন্দ্র সামন্ত/বীরেন্দ্রনাথ শাসমল/সুভাষচন্দ্র বসু/হেমন্তকুমার সরকার

উত্তর: বীরেন্দ্রনাথ শাসমল

১৩. মালাবার অঞ্চলে সংগঠিত হয়েছিল- মোপলা বিদ্রোহ/বারদৌলি সত্যাগ্রহ/একতা আন্দোলন/তেভাগা আন্দোলন

উত্তর: মোপলা বিদ্রোহ

১৪. প্রিন্স অফ ওয়েলস ভারত ভ্রমণে এলে যেসব মহিলা বিক্ষোভ প্রদর্শন করেন তাদের মধ্যে অন্যতম হলেন- সরোজিনী নাইডু/কমলাদেবী/বাসন্তী দেবী/লীলাবতী মিশ্র

উত্তর: বাসন্তী দেবী

১৫. মেদনীপুরের ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড কোন বিপ্লবীকে বন্দেমাতারাম মন্ত্র উচ্চারণের জন্য বেদরাঘাতে জর্জরিত করেছিলেন- কানাইলাল/সত্যেন্দ্রনাথ/সুশীল সেন/ক্ষুদিরাম বসু

উত্তর: সুশীল সেন

১৬. বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের কোন সদস্য ঢাকার মিড ফোড মেডিকেল স্কুলের ছাত্র ছিলেন- দীনেশ গুপ্ত/সুধীর গুপ্ত/বিনয় বসু/হেমচন্দ্র ঘোষ

উত্তর: বিনয় বসু

১৭. রিকনস্টাকটিং দা বেঙ্গল পার্টি সন স্মৃতি কথাটির লেখক হলেন- কে এম পানিকর/ জয়ন্তী বসু/সুনন্দা সিকদার/মিহির সেনগুপ্ত

উত্তর: জয়ন্তী বসু

১৮. ১৯৫০ খ্রিস্টাব্দে কোন ভাষাকে সরকারি ভাষা হিসেবে ব্যবহার করার প্রস্তাব গৃহীত হয়েছিল- বাংলা/উর্দু/হিন্দি/ইংরেজি

উত্তর: হিন্দি

Madhyamik History MCQ Sets
Set- 1Set- 2Set- 3Set- 4Set-5
Set- 6Set- 7Set- 8Set- 9Set- 10
Set- 11Set- 12Set- 13Set- 14Set- 15
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

মাধ্যমিক টেস্ট ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 10 History Important MCQ Set 1

মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন-উত্তর Set-2

রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন-উত্তর Set-3

Leave a Comment

CLOSE