মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন-উত্তর Set-1

মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন-উত্তর Set-1

দশম শ্রেণী
বিষয়: ইতিহাস
রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা
MCQ Set- 1

১. নিম্নবর্গের ইতিহাস চর্চা করেছেন- রমেশচন্দ্র মজুমদার / গৌতম ভদ্র/রমেশ চন্দ্র দত্ত / ভিনসেন্ট স্মিথ

উত্তর: গৌতম ভদ্র

২. লেটারস ফর্ম এ ফাদার টু হিজ ডটার লিখেছেন- মতিলাল নেহেরু/জহরলাল নেহেরু/রাজীব গান্ধী/ইন্দিরা গান্ধী

উত্তর: জহরলাল নেহেরু

৩. কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন – লর্ড উইলিয়াম বেন্টিং/লর্ড ওয়েলেসলি/লর্ড ক্যানিং/লর্ড কার্জন

উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিং

৪. বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়- ১৮২৯ খ্রিস্টাব্দে/১৮৩৫ খ্রিস্টাব্দে/১৮৫৬ খ্রিস্টাব্দে/১৮৭৫ খ্রিস্টাব্দে

উত্তর: ১৮৫৬ খ্রিস্টাব্দে

৫. ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন- রাজা রামমোহন রায়/দেবেন্দ্রনাথ ঠাকুর/শিবনাথ শাস্ত্রী/কেশব চন্দ্র সেন

উত্তর: কেশবচন্দ্র সেন

৬. দামিন-ই কোহো শব্দটির অর্থ- নদীর তীরবর্তী অঞ্চল/বিস্তীর্ণ জলাভূমি/পাহাড়ের প্রান্তদেশ/উর্বর কৃষিজমি

উত্তর: পাহাড়ের প্রান্তদেশ

৭. রংপুর বিদ্রোহ সংঘটিত হয়- ১৭৬৩ খ্রিস্টাব্দে/১৭৭৩ খ্রিস্টাব্দে/১৭৮৩ খ্রিস্টাব্দে/১৭৯৩ খ্রিস্টাব্দ

উত্তর: ১৭৮৩ খ্রিস্টাব্দে

৮. মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন- লর্ড ওয়েলেসলি/লর্ড ডালহৌসি/লর্ড ক্যানিং/লর্ড লিটন

উত্তর: লর্ড ক্যানিং

৯. বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় – ১৮৩০ খ্রিস্টাব্দে/১৮৩৫ খ্রিস্টাব্দে/১৮৩৬ খ্রিস্টাব্দে/১৮৩৮ খ্রিস্টাব্দে

উত্তর: ১৮৩৬ খ্রিস্টাব্দে

১০. কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়- রাজা রামমোহন রায়/সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়/কেশব চন্দ্র সেন/সৈয়দ আহমেদ খান

উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

১১. আধুনিক ছাপাখানার জনক বলা হয়- চার্লস উইলকিনস কে/পঞ্চানন কর্মকারকে/গুটেনবার্গ কে/উইলিয়াম কেরিকে

উত্তর: গুটেনবার্গকে

১২. জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে- ১৯০২ খ্রিস্টাব্দে/১৯০৫ খ্রিস্টাব্দে/১৯০৪ খ্রিস্টাব্দে/১৯০৬ খ্রিস্টাব্দে

উত্তর: ১৯০৬ খ্রিস্টাব্দে

১৩. চম্পারন সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন- সুরেন্দ্রনাথ ব্যানার্জি/উমেশচন্দ্র ব্যানার্জি/মহাত্মা গান্ধী/বল্লভভাই প্যাটেল

উত্তর: মহাত্মা গান্ধী

১৪. বঙ্গভঙ্গ কার্যকরী করেন- লর্ড কার্জন/লর্ড ডালহৌসি/লর্ড মিন্টো/লর্ড ওয়েলেসলি

উত্তর: লর্ড কার্জন

১৫. ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয়- বার্লিনে/লন্ডনে/তাসখন্দে/প্যারিসে

উত্তর: তাসখন্দে

১৬. তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়- কলকাতায়/চট্টগ্রামে/তমলুকে/ঢাকায়

উত্তর: তমলুকে

১৭. পুনা চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৩০ খ্রিস্টাব্দে/১৯৩১ খ্রিস্টাব্দে/১৯৩২ খ্রিস্টাব্দে/১৯৩৩ খ্রিস্টাব্দে

উত্তর: ১৯৩২ খ্রিস্টাব্দে

১৮. অগ্নিযুগের অগ্নিকন্যা নামে পরিচিত- বেগম রোকেয়া/কল্পনা দত্ত/শান্তি দাস/লীলা নাগ

উত্তর: কল্পনা দত্ত

১৯. সরকারি ভাষা কমিশন গঠিত হয়- ১৯৫৩ খ্রিস্টাব্দে/১৯৫৪ খ্রিস্টাব্দে/১৯৫৫ খ্রিস্টাব্দে/১৯৫৬ খ্রিস্টাব্দে

উত্তর: ১৯৫৫ খ্রিস্টাব্দে

২০. রাজাকার নামে সশস্ত্র বাহিনী গঠিত হয়- বাংলায়/হায়দ্রাবাদে/পাঞ্জাবে/কাশ্মীরে

উত্তর: হায়দ্রাবাদে

Madhyamik History MCQ Sets
Set- 1Set- 2Set- 3Set- 4Set-5
Set- 6Set- 7Set- 8Set- 9Set- 10
Set- 11Set- 12Set- 13Set- 14Set- 15
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

মাধ্যমিক টেস্ট ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 10 History Important MCQ Set 1

মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন-উত্তর Set-1

Leave a Comment

CLOSE