Class-9 Bengali Second-Unit-Test Suggestion

Class-9 Bengali Second-Unit-Test Suggestion

প্রিয় ছাত্রছাত্রীরা,
তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট, ২০২২ থেকে ৮ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে। তোমাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে সকল বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কয়েকটি মডেল প্রশ্নপত্র শেয়ার করলাম। তোমরা পাঠ্য বইটি ভালো মতো পড়ে নীচের প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে রাখবে। কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও।

2nd Unit Test
নবম শ্রেণী
বিষয়: বাংলা
পূর্ণমান: 40 সময়: 90 মিনিট
নব নব সৃষ্টি

১. কাকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয় এবং কেন?
২. “বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর” -বক্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো।
৩. ” ‘ধর্ম’ বদলালেই জাতির চরিত্র বদলায় না” -কোন ধর্মের কথা বলা হয়েছে? এরূপ বলার কারণ কী?
৪. “রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে” -সপ্রসঙ্গ ব্যাখ্যা করো।
৫. “সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি” -কেন ইংরেজি চর্চা বন্ধ করার সময় আসেনি?

আকাশে সাতটি তারা

১. আকাশে সাতটি তারা কবিতায় কবির দেখা বাংলার রূপ নিজের ভাষায় লেখো।
২. “আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা” -সন্ধ্যা শান্ত ও অনুগত কেন? তাকে নীল বলা হয়েছে কেন?
৩. “পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখে নি কো” -কোন কন্যার কথা বলা হয়েছে? তার রূপের বর্ণনা দাও।
৪. “এরই মাঝে বাংলার প্রাণ” -তাৎপর্য বিশ্লেষণ করো।
৫. “কামরাঙা-লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে” -তাৎপর্য বিশ্লেষণ করো।

চিঠি

১. মিস নোবলকে লেখা চিঠিতে বিবেকানন্দ কোন বিষয়ে আগাম সতর্ক বার্তা দিয়েছেন? সংক্ষেপে তার পরিচয় দাও।
২. “….তুমি সেইরূপ নারী” -কীরূপ নারী? এই নারী সম্পর্কে আলোচনা করো।
৩. পাঠ্য চিঠিতে স্বামী বিবেকানন্দের চরিত্রের বর্ণনা দাও।
৪. টিকা লেখো: কল্যাণীয়া মিস নোবল, মিসেস সেভিয়ার, মিস ম্যাকলাউড
৫. ‘এদেশে এলে তুমি নিজেকে অর্ধ-উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্ঠিত দেখতে পাবে” -তুমি কে? বক্তা এমন কথা কেন বলেছেন? এ প্রসঙ্গে বক্তার সমাজ ভাবনার পরিচয় দাও।
৬. “তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে” -উক্তিটি কার? বক্তার এমন মন্তব্যের কারণ কী?

আবহমান

১. “নোট গাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়োয় না” -তাৎপর্য বিশ্লেষণ করো।
২. “ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা” -একগুঁয়েটার দুরন্ত পিপাসা কি? তাৎপর্য ব্যাখ্যা করো।
৩. “ফুরয় না তার কিছুই ফুরয় না” – কী ফুরয় না এবং কেন?
৪. “যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া” -তাৎপর্য উল্লেখ করে ব্যাখ্যা করো।
৫. আবহমান কবিতার নামকরণের সার্থকতা লেখো।

রাধারানী

১. “আমরা ভিখারি হয়েছি, দান গ্রহণ করিয়া খরচ করি” -বক্তা কে? প্রসঙ্গ উল্লেখ করে তাদের এরূপ অবস্থার কারণ ব্যাখ্যা করো।
২. “তাহারা, দরিদ্র কিন্তু লোভী নয়” -মন্তব্যটি বিশ্লেষণ করো।
৩. রাধারানীর চরিত্র বর্ণনা করো।
৪. “সেই এক পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল” -কোন কথা? ব্যাখ্যা করো।
৫. “রাধারানীর বিবাহ দিতে পারিল না” -রাধারানী কে? তার বিবাহ দিতে পারলো না কেন?
৬. “তার নাম ও নোট লেখা আছে” -সে কে? কিভাবে রাধারানীকে সাহায্য করেছিল?

কর্ভাস (শঙ্কুর ডায়েরী)

১. “পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে জাদুকর ব্যক্তিটিকে” -জাদুকর ব্যক্তির পরিচয় দাও। তাকে ইন্টারেস্টিং মনে হবার কারণ কী?
২. “প্রত্যেক প্রাণীরই কিছু কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে” -প্রাণীদের ক্ষমতা উল্লেখ করো।
৩. কর্ভাস গল্পে কর্ভাসের বুদ্ধিমত্তার পরিচয় দাও।
অথবা, কর্ভাস কে? সে কিভাবে উধাও হয়েছিল?
৪. “দু-সপ্তাহেয় অভাবনীয় প্রোগ্রেস” -কোন বিষয়ে একথা বলা হয়েছে? কি রকম প্রোগ্রেস হয়েছিল?
৫. কর্ভাস গল্পের আর্গাস সম্পর্কে কী কী জানা যায়?
৬. কর্ভাসের চুরি যাওয়া ঘটনাটি সংক্ষেপে আলোচনা করো।

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Class-9 Bengali Second-Unit-Test Suggestion

Class 9 Second Unit Test Bengali Question Paper Class 9 Second Unit Test Bengali Suggestion Class 10 Second Unit Test Bengali Question Paper Class-9 Bengali Second-Unit-Test Suggestion

WBBSE Class 9 Model Question Paper Unit Test Question Paper Bengali Class IX Bengali Second Unit Test Question Paper pdf Download Madhyamik Bengali Suggestion Class-9 Bengali Second-Unit-Test Suggestion

Official Website: Click Here

নবম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র

4 thoughts on “Class-9 Bengali Second-Unit-Test Suggestion”

Leave a Comment