Class-4 Third-Unit-Test Paribesh Question

Class-4 Third-Unit-Test Paribesh Question

প্রিয় ছাত্রছাত্রীরা,
তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর, ২০২২ থেকে ৭ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে। তোমাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে সকল বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কয়েকটি মডেল প্রশ্নপত্র শেয়ার করলাম। তোমরা পাঠ্য বইটি ভালো মতো পড়ে নীচের প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে রাখবে। কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও।

3rd Unit Test
চতুর্থ শ্রেণী
বিষয়: আমাদের পরিবেশ
পূর্ণমান: 50 সময়: 1 ঘন্টা 30 মিনিট
একটি বাক্যে উত্তর দাও:

১. মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল?
উত্তর: কুকুরকে।

২. জমিতে লাঙ্গল দেওয়ার জন্য মানুষ কোন কোন পশুকে ব্যবহার করত?
উত্তর: বলদ ও ঘোড়া।

৩. প্রথমে মানুষ কোন ফসল চাষ করেছিল?
উত্তর: গম, যব, বার্লি।

৪. যাযাবর সমাজের পর কোন সমাজ শুরু হয়েছিল?
উত্তর: পশুপালক সমাজ।

৫. মানুষ প্রথমে জমির পোকামাকড় মারার জন্য কি ব্যবহার করত?
উত্তর: শুকনো গোবর পোড়া ছাই বা নিম জাতীয় গাছের পাতার রস।

৬. পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার কী?
উত্তর: ভাত।

৭. কোন অঞ্চলে গম জোয়ার ও বাজরার চাষ বেশি হয়?
উত্তর: পাঞ্জাবে।

৮. কোন জেলার সরপুরিয়া বিখ্যাত?
উত্তর: কৃষ্ণনগরের।

৯. কয়েকটি মিষ্টি জলের মাছের নাম লেখো।
উত্তর: রুই, কাতলা, মাগুর, কই ইত্যাদি।

১০. কয়েকটি প্রাণীর নাম লেখো যারা নিজের খাদ্য মজুত করে রাখে।
উত্তর: মৌমাছি, ইঁদুর, পিঁপড়ে।

১১. জীবাণু থেকে খাদ্যদ্রব্যেকে বাঁচায় এমন কয়েকটি উপকরণের নাম লেখো।
উত্তর: মধু, ঘি, নুন, তেল।

১২. গাছ বাঁচানোর জন্য লড়াই করেছিলেন এমন কয়েকজনের নাম উল্লেখ করো।
উত্তর: সুন্দরলাল বহুগুনা, অজিত কুমার ব্যানার্জি।

১৩. একটি স্মৃতিসৌধের নাম লেখো।
উত্তর: তাজমহল।

১৪. বক্সা অরণ্য কোন জেলায় অবস্থিত?
উত্তর: জলপাইগুড়ি।

১৫. লেপচা মিউজিয়াম কোন জেলায় অবস্থিত?
উত্তর: দার্জিলিং।

১৬. জামা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: দিল্লিতে।

দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:

১. মানুষকে কেন সামাজিক প্রাণী বলা হয়?
উত্তর: মানুষ সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকে। একা একা কোনো মানুষই থাকতে পারেনা। দল বেঁধে সমাজে থাকে বলেই মানুষকে সামাজিক প্রাণী বলে।

২. আত্মীয় শব্দের অর্থ বুঝিয়ে লেখো।
উত্তর: একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে।

৩. সমাজ কিভাবে গড়ে ওঠে?

উত্তর: অনেক মানুষ এক জায়গায় একসঙ্গে মিলেমিশে বাস করে এবং একে অন্যের কাজে নানাভাবে সাহায্য করে। এইরকম মিলেমিশে একসঙ্গে থাকা থেকেই সমাজ গড়ে ওঠে।

৪. পশুপালন শেখার ফলে মানুষের কি কি সুবিধা হয়েছিল?

উত্তর: পশুপালন শেখার ফলে মানুষের অনেক সুবিধা হয়েছিল-
ক) পশুপালন শেখার ফলে মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়।
খ) মানুষ পশুকে চাষের কাজে ব্যবহার করতে লাগলো।
গ) আগে মানুষ মাথায় করে মালপত্র বহন করত। কিন্তু পশুপালনের ফলে মানুষ পশুর পিঠে মালপত্র তুলে দিত, ফলে মানুষের কষ্ট বা পরিশ্রম কমলো।
ঘ) এছাড়াও পশুদের থেকে পুষ্টিকর দুধ, তাদের মাংস পেত। ফলে তাদের খাদ্যের অভাবও মিটল।

৫. বিনিময় প্রথা বলতে কি বোঝো? বিনিময় প্রথার ফলে কি হলো?

উত্তর: নিজের প্রয়োজনে একটা জিনিসের পরিবর্তে আর একটি জিনিস দেওয়া-নেওয়াকে বিনিময় প্রথা বলে।
বিনিময় প্রথার ফলে-
ক) এক অঞ্চলের সঙ্গে আর এক অঞ্চলের যোগাযোগ তৈরী হল।
খ) বাড়তি খাবার নষ্ট হওয়ার পরিমাণ কমলো।
গ) ব্যবসা-বাণিজ্য শুরু হল।

৬. জল দূষণের দুটি কারণ লেখো।

উত্তর: জল দূষণের দুটি কারণ হল-
ক) জলে নানা আবর্জনা, জঞ্জাল, প্লাস্টিক ফেলার ফলে জলদূষণ হয়।
খ) কৃষিক্ষেত্রে বিভিন্ন বিষাক্ত কীটনাশক ব্যবহার করা হয়, ফলে তা বৃষ্টির জলের সাথে নদী, খাল-বিলে মেশে এবং জলদূষণ ঘটায়।

৭. মাটি কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে?

উত্তর: মাটি নষ্ট হওয়ার কারণ-
ক) মাটির কণা জলে ধুয়ে বেরিয়ে গেলে মাটি নষ্ট হয়।
খ) মাটিতে যা মেশার কথা নয় তা যদি মাটিতে মেশে তবে মাটি খারাপ হয়।
গ) বেশি ফসল ফলানোর জন্য মাটিতে নানারকম কীটনাশক ব্যবহার হচ্ছে, এর ফলে মাটির গুণাগুণ হ্রাস পাচ্ছে।
ঘ) এছাড়া মাটিতে বিভিন্ন জঞ্জাল মেশার ফলেও মাটি নষ্ট হয়ে যাচ্ছে।

৮. মানুষ কিভাবে চাষবাস শিখেছিল?

উত্তর: আদিম মানুষ খাদ্যের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। সে সময় মানুষ লক্ষ্য করেছিল পশুপাখি ফল খাবার সময় বা তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে পড়ে। কিছুদিন পর ওই বীজ থেকে গাছের চারা বেরোচ্ছে। এই দেখে মানুষ চাষবাস করার কথা ভেবেছিল।

৯. স্থাপত্য ও ভাস্কর্য বলতে কি বোঝো?

উত্তর:
স্থাপত্য: পুরানো দিনের বাড়ি, মসজিদ, মন্দির, গির্জা এসবকে বলে স্থাপত্য। যেমন- কোনারকের মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ ইত্যাদি।

ভাস্কর্য: পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে নকশা, মূর্তি ফুটিয়ে তোলা হয়, এগুলোকে বলে ভাস্কর্য।

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

You may also like: Class VII Notes

Class 4 Third Unit Test Paribesh Question Paper Class 4 Third Unit Test Paribesh Suggestion Class 4 Second Unit Test Paribesh Question Paper Class-4 Paribesh 3rd Unit Test Question

WBBSE Class 4 Model Question Paper Unit Test Question Paper Paribesh Class IV Paribesh Third Unit Test Question Paper pdf Download Class-4 Paribesh Third-Unit-Test Question

Class 4 3rd Unit Test Paribesh Question

Official Website: Click Here

চতুর্থ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র

Class-4 Third-Unit-Test Paribesh Question

1 thought on “Class-4 Third-Unit-Test Paribesh Question”

Leave a Comment