Class-4 Bengali Second-Unit-Test Question-Paper

Class-4 Bengali Second-Unit-Test Question-Paper

চতুর্থ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য ‘বাংলা’ বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:

2nd Unit Test
চতুর্থ শ্রেণী
বিষয়: বাংলা
পূর্ণমান: 20 সময়: 45 মিনিট
১. একটি বাক্যে উত্তর দাও:
(ক) পাঠশালায় যাওয়ার পথে কথকের মনে কোন কল্পনা জেগে ওঠে?
উত্তর:

(খ) নিতাই কে?
উত্তর:

(গ) স্কটের পূর্ব পুরুষেরা কোথায় চাকরি করতেন?
উত্তর:

(ঘ) কার নাকে নোলক ছিল?
উত্তর:

(ঙ) শুক্তি সওদাগরকে কী নজরানা দেবে?
উত্তর:

২. নীচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর লেখো।
(ক) নীচের বাক্যগুলি থেকে কর্ম, কর্তা, ক্রিয়াপদ খুঁজে বার করে লেখো।

“আমি ওষুধ বলে দিচ্ছি।”
উত্তর:

“উবার ছবি আকছিল।”
উত্তর:

(খ) সন্ধি বিচ্ছেদ করো:
দেশান্তর:
তেপান্তর:
সূর্যাস্ত:

৩. ‘নাইকো তার হয়না পাছে দেরি’ — এর পরের দুটো লাইন লেখো।
উত্তর:

৪. নীচের শুন্যস্থান পূরণ করো:
(ক) কার বাড়ির নাইওরি __________ _________ রে মাঝি?
(খ) নৌকায় এগিয়ে চলে ______________ করে।
(গ) হই-চই উচ্ছাস আনন্দে _____________ যায় বাকি বেলাটুকু।
(ঘ) _____________ ওঠে ক্ষণে ক্ষণে জলের উপর নিঃশ্বাস নিতে।

৫. নীচের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
(ক) শম্ভু দাদুর জন্য কী আনতে কোথায় গিয়েছিল?
উত্তর:

(খ) ‘বোতো’ সম্পর্কে আমাজন জঙ্গলের প্রচলিত বিশ্বাস কী? তার সম্বন্ধে সকলে কী কল্পনা করে?
উত্তর:

(গ) দূরের পাল্লা কবিতায় নদীপথে যে প্রাকৃতিক দৃশ্য কবির চোখে ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো।
উত্তর:

৬. নীচের যেকোনো একটি বিষয়ে রচনা লেখো:
(ক) তোমার প্রিয় ঋতু।
(খ) স্বামী বিবেকানন্দ।
(গ) তোমার জীবনের একটি স্মরণীয় দিন।
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

You may also like: Class VII Notes

Class 4 Second Unit Test Bengali Question Paper Class 4 Second Unit Test Bengali Suggestion Class 4 Second Unit Test Bengali Question Paper

WBBSE Class 4 Model Question Paper Unit Test Question Paper Bengali Class IV Bengali Secon Unit Test Question Paper pdf Download

Official Website: Click Here

চতুর্থ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র

Class-4 Bengali Second-Unit-Test Question-Paper

1 thought on “Class-4 Bengali Second-Unit-Test Question-Paper”

Leave a Comment