Class-7 Geography 1st-Unit-Test Model-Question-Papers

Class-7 Geography 1st-Unit-Test Model-Question-Papers

এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর “1st Unit Test” এর জন্য ভূগোল বিষয়ের একটি মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হলো। আশাকরি এই প্রশ্নপত্রটি থেকে ছাত্রছাত্রীরা উপকৃত হবে।

Model Question Paper1
1st Unit Test – 2022
Class: VII Sub: Geography
F.M: 15 Time: 30 Min
১. সঠিক উত্তরটি নির্বাচন করো: (3 × 1 = 3)
১.১ 21 শে জুন তারিখটিকে বলে-
মহাবিষুব / জলবিষুব / কর্কটসংক্রান্তি।
১.২ অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ-
বাড়তে থাকে / কমতে থাকে / একই থাকে।
১.৩ ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো-
82°30′ পূর্ব / 82°30′ পশ্চিম / 82°30′ উত্তর / 82°30′ দক্ষিণ।

২. শুন্যস্থান পূরণ করো: (3 × 1 = 3)
২.১ বায়ুর _____________ পার্থক্য বায়ুপ্রবাহের প্রধান কারণ।
২.২ যে বছরটি 366 দিনের হয় তাকে বলে ______________ .
২.৩ দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান ________________

৩. যেকোনো দুটি প্রশ্নের অতিসংক্ষিপ্ত উত্তর দাও: (2 × 2 = 4)
৩.১ মুক্তিবেগ বলতে কী বোঝো?
৩.২ প্রমাণ সময় কাকে বলে?
৩.৩ GPS কী?

৪. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: (1 × 5 = 5)
৪.১ অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পাঁচটি পার্থক্য লেখো।
৪.২ চিত্রসহ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান লেখো।
Model Question Paper2
1st Unit Test – 2022
Class: VII Sub: Geography
F.M: 15 Time: 30 Min
১. সঠিক উত্তরটি নির্বাচন করো: ৪ × ১ = ৪

(ক) উত্তর গোলার্ধে ‘মহাবিষুব’ বলা হয়- (২১ জুন / ২৩ সেপ্টেম্বর / ২১ মার্চ)।
(খ) স্বর্ণরেণুর নদী বলা হয়- (ইয়াংসি নদীকে / মেকং নদীকে / হোয়াংহো নদীকে)।
(গ) ২০২০ সালে ফেব্রুয়ারী মাসের দিন সংখ্যা ছিল- (২৮ দিন / ২৯ দিন / ৩০ দিন)।
(ঘ) লেনা নদীর উৎস- (বৈকাল পর্বত / আলতাই পর্বত / সায়ান পর্বত)।

২. শুন্যস্থান পূরণ করো: (যেকোনো দুটি) ২ × ১ = ২
(ক) মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয় ________________
(খ) প্রতি সেকেন্ডে মুক্তিবেগের মান ___________ কিমি।
(গ) ___________ দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে সারা ভারতে প্রমাণ সময় হিসেবে ধরা হয়।

৩. সত্য না মিথ্যা লিখ: (যেকোনো দুটি) ২ × ১ =২
(ক) দ্রাঘিমারেখাগুলি পরস্পর সমান্তরাল।
(খ) উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে।
(গ) ২২ ডিসেম্বরকে ‘মকর সংক্রান্তি’ বলা হয়।

৪. এককথায় উত্তর দাও: (যেকোনো তিনটি ) ৩ × ১ = ৩
(ক) ‘বিষুব’ কথার অর্থ কী?
(খ) ‘পৃথিবীর ছাদ’ কাকে বলে?
(গ) এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?
(ঘ) দাক্ষিণাত্য মালভুমি কোন দেশে অবস্থিত?
(ঙ) চান্দ্রমাস কী?
(চ) বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কী?
(ছ) ২১ জুন থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সূর্যের দক্ষিণমুখী আপাতগতিকে কী বলা হয়?
(জ) কবে বড়দিন পালন করা হয়?
(ঝ) যেকোনো জায়গার অক্ষাংশ ও দ্রাঘিমা জানবার অত্যাধুনিক ব্যবস্থার নাম কী?

৫. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ২ × ২ = ৪
(ক) টীকা লিখ: অপসূর ও অনুসূর অবস্থান।
(খ) সমচাপরেখা কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য লিখ।
(গ) অক্ষরেখা ও দ্রাঘিমারেখার বৈশিষ্ট্যগুলি তুলনা করো।
(ঘ) এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন?

সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

➤ Subscribe our YouTube channel: Click Here

➤ Join our Facebook page: TextbookPlus

সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

Class-7 Geography 1st-Unit-Test Model-Question-Papers

You may also like: Class VII Notes

Class 7 First Unit Test Geography Question Paper Class 7 First Unit Test Geography Suggestion Class 7 First Unit Test History Question Paper

WBBSE Class 7 Model Question Paper Unit Test Question Paper Geography Class VIII Geography first Unit Test Question Paper pdf Download

Official Website: Click Here

সপ্তম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র

3 thoughts on “Class-7 Geography 1st-Unit-Test Model-Question-Papers”

    • এটা একটা নমুনা প্রশ্নপত্র। কিন্তু এই প্রশ্নপত্রে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিয়েছি। তোমরা ভালো নম্বর পাওয়ার জন্য এই প্রশ্নগুলির সাথে পাঠ্য বইয়ের অধ্যায়গুলো ভালো ভাবে পড়বে।

Leave a Comment