Class 8 Model Activity Task History

Class 8 Model Activity Task History

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের ‘মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১’ প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 8 Model Activity Task History 2021

১. সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো:


(ক) ১৭১৭ খ্রিষ্টাব্দে কে বাংলার নাজিম পদ দেওয়া হয়।


উত্তর: মুর্শিদকুলি খান।

(খ) ১৭২২ খ্রিষ্টাব্দে এর নেতৃত্বে অযোধ্যা স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে।


উত্তর: সাদাৎ খান।

(গ) ১৭২৪ খ্রিষ্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন ।


উত্তর: নিজাম-উল-মূলক।

২. সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো:

সন্ধি চুক্তিসময়কালস্বাক্ষরকারীফলাফল
সলবাই১৭৮২ব্রিটিশ কোম্পানি ও মারাঠাপ্রথম ইঙ্গমারাঠা যুদ্ধের অবসান
বেসিন১৮০২কোম্পানি ও পেশোয়াদ্বিতীয় বাজীরাও ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা
চুক্তিতে সই করতে বাধ্য হন।
লাহোর চুক্তি১৮৪৬কোম্পানি ও শিখ-বাহিনীজলন্ধর দোয়াবে ব্রিটিশ কর্তৃত্ব স্থাপন।

৩. সংক্ষেপে উত্তর দাও:


(ক) কে, কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন?

উত্তর: কোম্পানি-প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংগঠিত করার উদ্দেশ্যে লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন। তার উদ্দেশ্য ছিল ভারতের ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা এবং প্রশাসনিক কাজকর্ম দ্রুততা ও দক্ষতার সাথে সম্পন্ন করা।

(খ) ব্যাপটিস্ট মিশন শিক্ষার প্রসারে কেমন ভূমিকা পালন করেছিল?


উত্তর: ১৮০০ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের পাশাপাশি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন স্থাপন করা হয়। শিক্ষা বিস্তারে এই মিশনের তরফ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। নিজেদের মুদ্রণ যন্ত্র বসিয়ে তারা বাংলা ভাষায় বিভিন্ন লেখা ছাপাতে শুরু করেন। মিশনারিদের মধ্যে উল্লেখযোগ্য উইলিয়াম কেরি ভারতীয় মহাকাব্যগুলি ইংরেজী ভাষায় অনুবাদ করেন। তাছাড়া বাইবেলের একটি অংশকে বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করেছিলেন কেরি।

৪. নিজের ভাষায় লেখো:


জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশাসন কী কী পদক্ষেপ নিয়েছিল?


উত্তর: ভারতে ঔপনিবেশিক প্রশাসন যেসকল বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিল তার মধ্যে জমি জরিপ ও তার ভিত্তিতে রাজস্ব নির্ণয় করার প্রক্রিয়াটিও ছিল গুরুত্বপূর্ণ। এই বিষয়ে তারা নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করেছিল-
(i) পলাশি যুদ্ধে জয়লাভের পর কোম্পানি কলকাতা থেকে কুলুপ পর্যন্ত ২৪ টি পরগনার জমিদারি পায়। সেগুলির মাপজোকের জন্য জরিপদের খোঁজ করতে থাকেন। অবশেষে ১৭৬০ খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কল্যান্ড জমি জরিপের কাজ শুরু করেন এবং তার মৃত্যুর পর হগ ক্যামেরন তার কাজ শেষ করেন।
(ii) ১৭৬৪ খ্রিস্টাব্দে জেমস রেনেল বাংলার নদীপথগুলি জরিপ করেন এবং মোট ১৬ টি মানচিত্র তৈরি করেন।
(iii) বক্সারের যুদ্ধে জয় ও দেওয়ানির অধিকার পাওয়ার পর বাংলার জমি জরিপ করে রাজস্ব নির্ণয়ে তৎপর হয় কোম্পানি। ১৭৭০ খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে কম্পট্রোলিং কাউন্সিল অব রেভেনিউ নামের কমিটি গঠন করা হয়। এছাড়াও কমিটি অব রেভেনিউ নামে একটি আলাদা রেভেনিউ বোর্ড তৈরি হয়। ১৭৮৬ খ্রিস্টাব্দে এই বোর্ড কে নতুন করে সাজিয়ে নাম দেওয়া হয় বোর্ড অব রেভেনিউ। এই বোর্ড রাজস্ব বিষয় দেখাশোনা করতে থাকে।

Class 8 Model Activity Task History 2021

1. You may also like: Class 8 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

3. You may also like: Class 6 Model Activity Task 2021 History

4. You may also like: Class 7 Model Activity Task English 2021

Official Website: Click Here

Class 8 Model Activity History 2021

Leave a Comment