Class 6 Model Activity Task History
Class 6 Model Activity Task History 2021:
এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের ‘মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১’ প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

১. সঠিক শব্দ বেছে নিয়ে শুন্যস্থান পূরণ করো:
(ক) এখনও পর্যন্ত সবচেয়ে পুরানো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে-
উত্তর: পূর্ব আফ্রিকাতে।
(খ) মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন-
উত্তর: জাঁ ফ্রাঁসোয়া জারিজ।
(গ) হরপ্পা সভ্যতা __ যুগের সভ্যতা।
উত্তর: প্রায়-ইতিহাস।
২. ক-স্তম্ভের সাথে খ-স্তম্ভ মিলিয়ে লেখো:
উত্তর:
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
বন্দর-নগর | লোথাল |
বৃহৎ স্নানাগার | মহেনজোদাড়ো |
উঁচু এলাকা | সিটাডেল |
৩. একটি বা দুটি বাক্যে লিখ:
(ক) মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষি পণ্য উৎপাদিত হত?
উত্তর: মেহেরগড় সভ্যতায় গম, যব, কার্পাস উদপাদিত হত।
(খ) উপমহাদেশের পুরানো গুহা-বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম লিখ।
উত্তর: পুরানো গুহা-বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি উপমহাদেশের স্থানের নাম হল উত্তর-পশ্চিম পাকিস্তানের সাংঘাও, কর্ণাটকের কুর্নুল ও মধ্যপ্রদেশের ভীমবেটকা।
৪. নিজের ভাষায় লেখ:
তুমি কি মনে করো, আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন?
উত্তর: আগুন ব্যবহার করতে শেখা মানুষের ইতিহাসে খুব জরুরি একটি পরিবর্তন। আগুন আবিষ্কারের পর আদিম মানুষের জীবনে বেশ কিছু পরিবর্তন ঘটে। প্রচন্ড শীতের হাত থেকে মানুষকে বাঁচাত আগুন। পাশাপাশি বিভিন্ন হিংস্র জন্তুর আক্রমণ মোকাবিলা করার জন্যও আগুনের ব্যবহার শুরু হয়। এছাড়াও আগুনের ব্যবহার জানার পর মানুষের খাবার অভ্যাসেও পরিবর্তন আসে। এসময় মানুষ কাঁচা খাওয়ার বদলে খাবার ঝলসে খেতে শুরু করে। এরফলে চোয়াল ও দাঁতের জোর কম লাগত। ক্রমে চোয়াল শুরু ও সামনের দাঁত ছোটো হয়ে এলো এবং মানুষের চেহারায় পরিবর্তন ঘটলো।
1. You may also like: Class 6 Model Activity Task 2021 All Subjects
2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।
Official Website: Click Here
Class 6 Model Activity Task History 2021:
এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের ‘মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১’ প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।