Class 8 Model Activity Task Geography October

Class 8 Model Activity Task Geography October, 2021 Part- 7

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের ‘Model Activity Task 2021 4th Series (Part- 7) October’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 8 Model Activity Task Geography October, 2021 Part- 7

Class 8 Model Activity Task Geography October, 2021 Part- 7

Class 8 Model Activity Task Geography October, 2021 Part- 7

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে যে দুটি নিয়ত বায়ু মিলিত হয় তা হলো –
উত্তর : গ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু

১.২ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে সেটি হলো –
উত্তর : ঘ) কিউমুলোনিম্বাস

১.৩ ঠিক জোড়াটি নির্বাচন করো –
উত্তর : (খ) গ্রান্ড ক্যানিয়ন – কলোরাডো নদীর প্রথম পার্শ্বক্ষয়

১.৪ জুন-জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হলো-
উত্তর: (খ) গায়না

2. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

২.১ স্থানীয় বায়ু —- ii) চিনুক
২.২ বেশি উচ্চতার মেঘ —- iv) সিরাস
২.৩ দক্ষিণ আমেরিকার একটি হ্রদ —- i) টিটিকাকা
২.৪ পশুচারণভূমি —-iii) এস্টেনশিয়া

৩. সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির দুটি কারণ উল্লেখ করো।

উত্তর : মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির দুটি কারণ হলো-
(i) মেরুঅঞ্চলে সূর্য সারাবছর তির্যকভাবে কিরণ দেওয়ায় এখানকার উষ্ণতা খুব কম। ফলে বায়ু ভীষণ শীতল ও ভারী হয়।
(ii) এখানে বাষ্পীভবনের হার খুব কম বলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম।

৩.২ দক্ষিণ আমেরিকার নদীগুলির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর : দক্ষিণ আমেরিকার নদীগুলির দুটি বৈশিষ্ট্য হলো-
(i) নদীগুলি বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট হওয়ায় তারা চির প্রবাহী।
(ii) অধিকাংশ নদী আয়তনে দীর্ঘ ও বিশাল।

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ ‘প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাতের বিপরীত অবস্থা’ – বক্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর:
(i) ঘূর্ণাবাতের কেন্দ্রে সর্বদাই নিম্নচাপ বিরাজ করে। প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে।
(ii) ঘূর্ণবাতের আবহাওয়া অশান্ত থাকে। কিন্তু প্রতিভা ঘূর্ণবাতের রোদ্রজ্জল আবহাওয়া লক্ষ্য করা যায।
(iii) ঘূর্ণাবাত প্রচুর ধ্বংসলীলা চালালেও প্রতীপ ঘূর্ণবাতে কোন ধ্বংস হয় না।
(iv) ঘূর্ণবাতের উত্তর গোলার্ধে বায়ু ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হলে ও প্রতীপ ঘূর্ণবাত এর বিপরীতমুখী হয়।
সুতরাং বলা যায়, প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাতের বিপরীত অবস্থা

৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৫.১ ‘হ্রদ অঞ্চল কৃষিকার্যে যথেষ্ট সমৃদ্ধ’ – ভৌগোলিক কারণগুলি ব্যাখ্যা করো।

উত্তর :

হ্রদ অঞ্চল সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ কৃষিসমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলের কৃষির উন্নতির কারণগুলো হল—

i) সমতল জমি : হ্রদ অঞ্চলের বিস্তীর্ণ সমতল জমি কৃষিজ ফসল উৎপাদনের জন্যে অত্যন্ত উপযোগী।

ii) পরিমিতি বৃষ্টিপাত ও উষ্ণতা: নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত হ্রদ অঞ্চল পরিমিত বৃষ্টিপাত এবং উষ্ণতার জন্যে কৃষিকাজে উন্নত।

iii) উর্বর মৃত্তিকা : এই অঞ্চলের উর্বর মৃত্তিকায় কৃষিজ ফসল উৎপাদন বেশি হয়।

iv) চাষযোগ্য জমির পরিমাণ বেশি: হ্রদ অঞ্চলে চাষযোগ্য জমির পরিমাণ বেশি। ফলে বিভিন্ন ফসলের চাষ হয়।

v) উন্নত প্রযুক্তি ও উন্নত কৃষি যন্ত্রপাতি : এই অঞ্চলে উন্নত প্রযুক্তি ব্যবহার ও উন্নত যন্ত্রপাতি ব্যবহারের ফলে ফসলের উৎপাদনের হার বেশি হয়।

vi) জলসেচ : হ্রদগুলোর স্বাদু জল সেচের কাজে ব্যবহৃত হয়। ফলে সেচের জলের অভাব হয় না।

vii) ঘনবসতি : অঞ্চলটি ঘনবসতিপূর্ণ। তাই শ্রমিকের যেমন অভাব হয় না; তেমনি কৃষিজ ফসলের প্রচুর চাহিদা আছে।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 8 Model Activity Task 2021 All Subjects 4th Series (October)

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 8 Model Activity Task Geography 4th Series 2021 (Part- 7)

Class 8 Geography Model Activity Task Answer

Official Website: Click Here

Class 8 Geography Model Activity Task Part- 7 2021

Leave a Comment

CLOSE