Class 8 History Model Activity Task October

Class 8 History Model Activity Task October, 2021 Part- 7

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের ‘Model Activity Task 2021 4th Series (Part- 7) October’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 8 History Model Activity Task October, 2021 Part- 7

Class 8 History Model Activity Task October, 2021 Part- 7

১. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

১.১ আত্মীয় সভা —- (খ) রামমোহন রায়
১.২ জাতীয় মেলা —- (ঘ)নবগোপাল মিত্র
১.৩ সত্মশোধক সমাজ —- (ক) জ্যোতিরাও ফুলে
১.৪ আর্য সমাজ —- (গ) স্বামী দয়ানন্দ সরস্বতী

২. শূন্যস্থান পূরণ করো:

২.১ সাগরে কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন _________________
উত্তর :লর্ড ওয়েলেসলি

২.২ মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয় __________________ নেতৃত্বে।
উত্তর :বীরেশলিঙ্গম পানতুলু

২.৩ আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন ___________________
উত্তর :স্যার সৈয়দ আহমেদ খান

২.৪ স্বামী বিবেকানন্দ ______________________ ধর্ম সম্মেলনে যোগদান করেন।
উত্তর :শিকাগো

৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

৩.১ বারাসাত বিদ্রোহ কী?

উত্তর : বাংলায় সংঘটিত ইংরেজ বিরোধী আন্দোলনের একদম গোড়ার দিকের এক আন্দোলন হল বারাসাত বিদ্রোহ। এই বিদ্রাহের মূল নেতা ছিলেন তিতুমীর। এই বিদ্রোহ মূলত স্থানীয় জমিদার, নীলকুঠিয়াল (নীলকরের সাথে যুক্ত) ইত্যাদি শ্রেণীর সামাজিক শোষণের বিরুদ্ধে শুরু হয়ে পরবর্তীতে ইংরেজদের সাথে সম্মুখ সংঘর্ষে পরিণত হয়। ১৮৩০ সাল থেকে ১৮৩১ সাল পর্যন্ত এই বিদ্রোহ সংঘঠিত হয় এবং শেষ পর্যন্ত দমননীতির কারণে এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল।

৩.২ ‘নব্যবঙ্গ’ নামে কারা পরিচিত ছিলেন?

উত্তর : কলকাতার হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তাঁর ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তাভাবনার বিকাশ ঘটাতে সাহায্য করেছিলেন। তাঁর ছাত্রদের বলা হত নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী। বিভিন্ন সামাজিক প্রথা ও রীতিনীতির বিরুদ্ধে নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা মতামত প্রকাশ করেছিলেন।

৩.৩ মোপালা বিদ্রোহ কেন হয়েছিল?

উত্তর : দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের মোপালারা ছিলেন দরিদ্র কৃষক, কৃষি শ্রমিক, ছোটো ব্যবসায়ী ও জেলে। ব্রিটিশরা মালাবার দখল করার পর সেখানের গরিব কৃষকদের ওপর রাজস্বের বোঝা ও বিভিন্ন বেআইনি কর চাপিয়ে দিয়েছিল। পাশাপাশি জমিতে কৃষকদের অধিকারও অস্বীকার করা হয়। এইসব কারণে মোপালা বিদ্রোহ সংঘঠিত হয়েছিল।

৪. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও :

৪.১ সাঁওতাল বিদ্রোহের সমর্থনে ‘হিন্দু প্যাট্রিয়ট’ কেমন ভূমিকা পালন করেছিল?

উত্তর: শিক্ষিত হিন্দু বাঙালিরা ১৮৫৫-১৮৫৬ খ্রিস্টাব্দে সংঘঠিত সাঁওতাল বিদ্রোহের বিরোধিতা করলেও এই বিদ্রোহের সমর্থনে এগিয়ে আসে হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্র। এই পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় বুঝতে পেরেছিলেন যে অর্থনৈতিক শোষণই সাঁওতালদের বিদ্রোহ করতে বাধ্য করেছিল। তিনি পত্রিকায় লিখেছিলেন, শান্ত ও সৎ সাঁওতাল জাতির বিদ্রোহ করার পিছনে অনেক কারণ রয়েছে। সাঁওতালদের জোর করে বেগার খাটানো হয়েছে, অতিরিক্ত খাজনা দিতে বাধ্য করা হয়েছে। শান্তিপ্রিয় সাঁওতালদের উপর অত্যাচার করে তাদের বিদ্রোহ করতে বাধ্য করার জন্য অত্যাচারীদের শাস্তির দাবিও করেন হরিশচন্দ্র।

৪.২ ১৮৫৭-র বিদ্রোহের পর প্রশাসনিক ক্ষেত্রে দুটি উল্লেখযোগ্য পরিবর্তনের উল্লেখ করো।

উত্তর : ১৮৫৭-র বিদ্রোহের পর প্রশাসনিক ক্ষেত্রে দুটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো:

(i) মহাবিদ্রোহের পর ইংল্যান্ডে কোম্পানির ভারত প্রশাসন সংক্রান্ত বিষয়ে সংস্কার করা হয়। ১৭৮৪ খ্রিস্টাব্দে পিটের ভারত আইন অনুসারে ‘বোর্ড অফ কন্ট্রোল’, ‘কোর্ট অফ ডাইরেক্টরস’, ‘সিক্রেট কমিটি’ যে সংস্যাগুলি লন্ডন থেকে ভারতীয় প্রশাসন নিয়ন্ত্রণ করত সেগুলি বাতিল করে ১৫ সদস্যবিশিষ্ট ইন্ডিয়া কাউন্সিল গঠিত হয়। এর সভাপতি হন ভারত সচিব । তিনি ব্রিটিশ মন্ত্রীসভার ভারত বিষয়ে ভারপ্রাপ্ত একজন মন্ত্রী ছিলেন। তিনি তাঁর কাজের জন্য পার্লামেন্টের কাছে দায়ী থাকতেন। এ ছাড়া গভর্নর জেনারেল পদের নাম পরিবর্তন করে ভাইসরয় করা হয়।

(ii) মহাবিদ্রোহের আগে ভারতীয় প্রশাসনে ভারতীয়দের যোগদানের ব্যবস্থা ছিল না। মহাবিদ্রোহের পর ভারতীয় প্রশাসনে ভারতবাসীর মতামত গ্রহণের জন্য ভারতীয় পরিষদীয় আইন পাস হয়। এই আইন অনুসারে বড়োেলাট বা ভাইসরয় এর আইন পরিষদের সদস্যসংখ্যা বাড়ানো হয় এবং সেখানে ভারতীয়দের নিযুক্তির ব্যবস্থা করা হয়।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 8 Model Activity Task 2021 All Subjects 4th Series (October)

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 8 Model Activity Task History 4th Series 2021 (Part- 7)

Official Website: Click Here

Class 8 History Model Activity Task Part- 7 2021

5 thoughts on “Class 8 History Model Activity Task October”

Leave a Comment