Class-6 First-Unit-Test Poribesh Question-2023

Class-6 First-Unit-Test Poribesh Question-2023

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন: ২০২৩
ষষ্ঠ শ্রেণী
বিষয়: আমাদের পরিবেশ
পূর্ণমান: ১৫ সময়: ৩০ মিনিট
👉সিলেবাস:
1. পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরশীলতা (১-২০ পৃষ্ঠা)
2. আমাদের চারপাশের ঘটনাসমূহ (২১-৩৮ পৃষ্ঠা)
3. মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ (৩৯-৫৪ পৃষ্ঠা)

Class-6 First-Unit-Test Poribesh Question-2023
উত্তর:
১. নির্দেশ অনুসারে উত্তর দাও: (যেকোনো ৬টি)

১.১ রজন পাওয়া যায় ____________ গাছ থেকে।
উত্তর: পাইন বা শাল

১.২ একটি পরজীবী জীবের উদাহরণ দাও।
উত্তর: উকুন।

১.৩ সিল্ক কী থেকে পাওয়া যায়?
উত্তর: রেশম মথ থেকে।

১.৪ একটি তরল ধাতুর নাম লিখ।
উত্তর: পারদ।

১.৫ মিথেনের সংকেত – NH3 / CH4 / H2S
উত্তর: CH4

১.৬ ভূমিকম্প একটি অনভিপ্রেত ঘটনা। (সত্য / মিথ্যা লেখো)
উত্তর: সত্য।

১.৭ কুইনাইন কী থেকে পাওয়া যায়?
উত্তর: সিঙ্কোনা গাছের ছাল থেকে।

১.৮ একটি অধাতুর নাম লেখো যা তাপ ও তড়িতের সুপরিবাহী।
উত্তর: গ্রাফাইট।

২. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
২.১ ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে তিনটি পার্থক্য লিখ।
ভৌত পরিবর্তনরাসায়নিক পরিবর্তন
(i) যে ঘটনায় মূল পদার্থটা ফিরে পাওয়া যায় সেটা ভৌত পরিবর্তন।(i) যেক্ষেত্রে পদার্থের মূল গঠন ও ধর্ম বা বৈশিষ্ট্য পালটে যায় সেটা রাসায়নিক পরিবর্তন।
(ii) ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা।(ii) রাসায়নিক পরিবর্তন সাধারণত একমুখী ঘটনা।
(iii) ভৌত পরিবর্তন অস্থায়ী।(iii) রাসায়নিক পরিবর্তন স্থায়ী।
২.২ ধাতু ও অধাতুর মধ্যে তিনটি পার্থক্য লিখ।
ধাতুঅধাতু
(i) ধাতুকে আঘাত করলে ঢং শব্দ হয়।(i) অধাতুকে আঘাত করলে কোনোরকম ঢং শব্দ হয় না।
(ii) ঘষলে ধাতু চকচক করে।(ii) ঘষলে অধাতু চকচক করে না।
(iii) ধাতুকে পিটিয়ে পাত করা যায়।(iii) অধাতুকে পিটিয়ে পাত করা যায় না।
৩. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৩.১ মিথোজীবিতা কাকে বলে? একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দাও।

উত্তর:
প্রকৃতিতে যেখানে দুই বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে তাকেই মিথোজীবিতা বলে।
উদাহরণ: গো-বক ও গোরু মিথোজীবী জীব।
গোরুরা হাঁটার সময় ঘাসের মধ্যে থাকা নানা পোকামাকড় উড়ে যায়, যা গো-বকের খাদ্য। অনেকসময় এরা আবার গোরুর গায়ে বসা পোকাদেরও খায়।


৩.২ মানুষ এবং অন্যান্য প্রাণীরা কীভাবে গাছেদের উপর নির্ভর করে?

উত্তর:

৪. বামদিক ও ডানদিক মেলাও:

উত্তর:
নাইট্রোজেন = N
ফসফরাস = P
ব্রোমিন = Br
পটাশিয়াম = K
জল = H2O
অ্যামোনিয়া = NH3

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

You may also like: Class VII Notes

Class 6 First Unit Test Paribesh O Biggan Question Paper Class 6 First Unit Test Science Suggestion Class 6 First Unit Test Poribesh Question Paper

WBBSE Class 6 Model Question Paper Unit Test Question Paper Geography Class VI Paribesh first Unit Test Question Paper pdf Download

Official Website: Click Here

ষষ্ঠ শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র

Class-6 First-Unit-Test Poribesh Question-2023

ষষ্ঠ শ্রেণী আমাদের পরিবেশ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন-২০২৩

2 thoughts on “Class-6 First-Unit-Test Poribesh Question-2023”

Leave a Comment