Class-8 Bengali Model-Activity-Task February-2022

Class-8 Bengali Model-Activity-Task February-2022

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের ‘Model Activity Task Part- 10 February, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

অষ্টম শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
February, 2022
বিষয়: বাংলা পূর্ণমান: ২০

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

১.১ ‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পে আরব জাতির সঙ্গে যাদের সংগ্রামের প্রসঙ্গ রয়েছে-
(ক) ইরানীয়
(খ) তুর্কি
(গ) স্পার্টা
(ঘ) মুর
উত্তর :(ঘ) মুর

১.২ মুর সেনাপতি আরব শিবিরে এসেছিলেন –
(ক) ঘোড়ায় চড়ে
(খ) উটেচড়ে
(গ) হাতিতে চড়ে
(ঘ) রথে চড়ে
উত্তর: (ক) ঘোড়ায় চড়ে

১.৩ ‘আপনি সত্বর প্রস্থান করুন। — একথা বলেছেন –
(ক) আরবরাজ
(খ) আরব সেনাপতি
(গ) মুররাজ
(ঘ) মুর সেনাপতি
উত্তর: (খ) আরব সেনাপতি

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:

২.১ ‘আশ্রয়-প্রার্থনা করিলেন।’- কোথায় আশ্রয় প্রার্থনা করা হয়েছে?
উত্তর :- পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা গল্পে মুব সেনাপতি এক আরবসেনাপতির পটমণ্ডপদ্বারে হাজির হয়ে সেখানে আশ্রয় প্রার্থনা করলেন ।

২.২ ‘সন্দিহানচিত্তে শয়ন করিলেন।’ -কেন তার মনে সন্দেহ জেগেছে?
উত্তর: আরব সেনাপতি এবং মুর সেনাপতি যখন নিজ নিজ বংশের পূর্বপুরুষের গৌরবের কথা বলছিলেন তখন হঠাৎ আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে যায় এবং তার আচরণও পাল্টে যায়, তাই মুর সেনাপতি সন্দিহান চিত্তে শয়ন করলেন।

২.৩ ‘আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই।’ –বক্তা কেন একথা বলেছেন?
উত্তর : মুর সেনাপতি আরবসেনাপতির পিতার হত্যাকারী ছিলেন বলে আরব সেনাপতি মুর সেনাপতি কে প্রশ্নদ্ধৃত কথাটি বলেছিলেন।

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ ‘কিন্তু তাহার দিকভ্রম জন্মিয়াছিল।’ — কার কথা বলা হয়েছে? এর ফলে কী ঘটেছিল?
উত্তর : পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পে এক মুর সেনাপতির কথা এখানে বলা হয়েছে।
দিকভ্রষ্ট মুর সেনাপতি ক্ষুধা-তৃষ্ণায় ক্লান্ত হয়ে পথ পরিশ্রান্ত হয়ে পৌঁছান বিপক্ষীয় আরব শিবিরে। মুর সেনাপতির শারীরিক অবস্থা দেখে আরব সেনাপতি তাকে আশ্রয় দেন, ব্যবস্থা করেন আহারাদির। মুর সেনাপতি সেই রাতে বিপক্ষ সেনাদের শিবিরের থেকে যান।

৩.২ ‘এই সময়ে, সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল।’— আরবসেনাপতির মুখ বিবর্ণ হলো কেন?
উত্তর : আরব সেনাপতির আতিথ্যে মুর সেনাপতি খাদ্য-পানীয় পেয়ে সুস্থ হয়ে ওঠার পর তারা দুজনে বসে বন্ধুভাবে কথাবার্তা শুরু করেন। তারা পরস্পরের আলোচনায় নিজের পূর্বপুরুষদের সাহস, পরাক্রম ও যুদ্ধকৌশলের পরিচয় দিতে লাগলেন। মুর সেনাপতির কথা থেকে আরব সেনাপতি বুঝতে পারেন এই ব্যাক্তিই তার পিতার হত্যাকারী। তখনই তার মন খারাপ হয়ে যায়। পিতার হত্যাকারিকে তিনি আশ্রয় দিয়েছেন অথচ আতিথ্যবোধের কারণে তিনি এই মুহূর্তে প্রতিশোধ নিতে অপারগ। তার পিতার হত্যাকারী তার সবচেয়ে বড় শত্রু তার সামনে অথচ তার কিছুই করার নেই। এই তীব্র মানসিক যন্ত্রণায় হঠাৎ করে আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল।

৩.৩ ‘এই বলিয়া, আরব সেনাপতি, সাদর সম্ভাষণ ও করমর্দন পূর্বক, তাহাকে বিদায় দিলেন। – আরব সেনাপতি উদ্দিষ্ট ব্যক্তিকে কী বলেছিলেন?
উত্তর : সূর্যোদয়ের আগে আরব সেনাপতি মুর সেনাপতির কাছে এলেন। মুর সেনাপতি কে সাদর সম্ভাষণ করে তিনি বললেন গত রাতে তারা যখন পরস্পর কথা বলছিলেন তখন তিনি কথার মাধ্যমে জেনে যান সেই তার বাবার হত্যাকারী। সুতরাং তিনি পিতৃহন্তাকে বধ করবেন। তবে তার প্রতিজ্ঞা সূর্যোদয়ের পরে তিনি এ কাজ করবেন। অথচ আরবের জাতীয় ধর্ম – কোন আশ্রিত কে তার শত অপরাধ সত্ত্বেও আশ্রয়স্থলে হত্যা করা যায় না। উপরন্তু গৃহস্বামী কে তার নিরাপত্তা প্রদান করতে হয় তাই মুর সেনাপতি কে তেজস্বী, বলবান একটি অশ্ব দিয়ে বলেন তিনি যেন তাড়াতাড়ি চলে যান। সূর্য উঠলে তিনি পিতৃহত্যার প্রাণবধ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন তার আগে নয়। তাই তিনি যদি এখনই বেরিয়ে পড়েন তবে মঙ্গল নতুবা তার হাতে পিতৃহন্তার মৃত্যু অনিবার্য।

৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো:

‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পে আবর সেনাপতির আতিথেয়তাকে ‘অদ্ভুত’ বলা হয়েছে কেন?

উত্তর: ‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পে আতিথেয়তা বিষয়ে আরব সেনাপতি এক অদ্ভুত দৃষ্টান্ত রেখেছেন। তার আতিথেয়তা সত্যিই অদ্ভুত কারণ আরব সেনাপতি তার পিতার হত্যাকারী কে হত্যা করতে চান। আবার সেই মানুষটি তাঁর শরণাগত, অতিথি। একদিকে প্রতিশোধ স্পৃহা অন্যদিকে অতিথিসেবা – এই দুইয়ের টানাপোড়নে সুযোগ পেয়েও আরব সেনাপতি অতিথির প্রতি সামান্যতম বিরূপতা দেখাননি। এমনকি তার ঘোড়ার অক্ষমতা দেখে তার জন্য একটি সবল, সতেজ ঘোড়ার ব্যবস্থা করে দেন। তার সঙ্গে পরম বন্ধুত্বের আচরণ করেন। আবার বিদায়কালে তার শপথ ও প্রতিজ্ঞার কথা বলে তাকে যথেষ্ট সতর্ক করেছেন। এভাবে মনের ইচ্ছাকে প্রকাশ করেও তিনি আতিথ্য দেখিয়েছেন বলে এই আতিথেয়তা কে ‘অদ্ভুত’ বলা হয়েছে।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 8 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 8 Model Activity Task English Part- 10

Class 8 Bengali Model Activity Task Answer Part- 2 Class 8 Bengali Model Activity Task Answer Part- 2 Class 8 Bengali Model Activity Task Answer Part- 2 Class 8 Bengali Model Activity Task February 2022

Official Website: Click Here

Class-8 Bengali Model-Activity-Task February-2022

Class-8 Model-Activity-Task English Part- 2

3 thoughts on “Class-8 Bengali Model-Activity-Task February-2022”

Leave a Comment