Class 8 MCQ Adaption Package History

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
অষ্টম শ্রেণী ইতিহাস

Class 8 MCQ Adaption Package History

১. ভারতের সংবিধানে নাগরিকদের ছয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। নীচে দেওয়া কোন বিকল্পটি বর্তমানে মৌলিক অধিকারের তালিকা ভুক্ত নয়?
উত্তর : (ঘ) সম্পত্তির অধিকার

২. ভারতের সংবিধানের ১১ টি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়েছে । নীচে দেওয়া কোন বিকল্প টি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না?
উত্তর : গ) নারী ও শিশু সুরক্ষা

৩. ১৮৫৭ খ্রিস্টাব্দে বিদ্রোহের পর ভারতীয় প্রশাসনিক ব্যবস্থা বেশ কিছু পরিবর্তন ঘটে । নীচের কোন বিকল্পটি সঠিক নয়?
উত্তর : খ) ভারতকে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয়।

৪. ভারত মাতা চিত্র টি একসময় ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে প্রতীকে পরিণত হয়েছিল। কোন আন্দোলনের প্রেক্ষাপটে এটি আঁকা হয়েছিল?
উত্তর : ক) স্বদেশী আন্দোলন

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

৫. মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলের অবদান ছিল গুরুত্বপূর্ণ। নীচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য জ্যোতিরাও ফুলে গড়ে তোলেন
উত্তর : ক) সত্যশোধক সমাজ

৬. সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বীরেশলিঙ্গম পান্তুলুর কর্মকাণ্ডের মধ্যে বিশেষ মিল পাওয়া যায়।
উত্তর : গ) দুজনেই বিধবা বিবাহ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

৭. পরিবারের কোন মহিলা যদি নিপীড়নের শিকার হন, তাহলে নীচে দেওয়া কোন আইন দ্বারা সুরক্ষা পেতে পারেন?
উত্তর : ক) পারিবারিক হিংসারোধ আইন – ২০০৫

৮. বিধানসভার সদস্যদের মেয়াদ সাধারণত
উত্তর : খ) পাঁচ বছর

৯. মানচিত্রটি ঔপনিবেশিক ভারতের ভূমি রাজস্ব বন্দোবস্তের অন্তর্ভুক্ত অঞ্চল গুলিকে দেখাচ্ছে। মানচিত্রে চিহ্নিত অঞ্চলে কোন ভূমি রাজস্ব বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল ?
উত্তর : গ) চিরস্থায়ী বন্দোবস্ত

www.TextbookPlus.in

১০. পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থা নামে পরিচিত। এই পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে=
উত্তর : খ) তিনটি স্তর

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

১১. মানচিত্রটি ঔপনিবেশিক শাসনাধীন ভারতের । মানচিত্রে চিহ্নিত অংশগুলি নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কীসের নির্দেশক?
উত্তর : ক) ব্রিটিশ – অধিকৃত অঞ্চল

১২. মানচিত্রটি ১৮৫৭- র বিদ্রোহের প্রধান কেন্দ্রগুলিকে দেখাচ্ছে। এগুলির মধ্যে বাংলার অন্তর্গত কেন্দ্র কোনটি? **
উত্তর : ঘ) ব্যারাকপুর

১৩. ১৯৬৯ খ্রিস্টাব্দের পর থেকে পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভায় কেবল বিধানসভা রয়েছে বিধানসভার প্রায় সব সদস্য বা বিধায়কগণ
উত্তর : ক) প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হন

১৪. নীচে দেওয়া কোন কারণটি উপজাতি বিদ্রোহের সাথে সম্পর্কযুক্ত নয়?
উত্তর : ঘ) উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতিতে হস্তক্ষেপ

১৫. ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল
উত্তর : ক) ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Official Website: Click Here

Class 8 MCQ Adaption Package History

Model Activity Task Class 8 MCQ Adaption Package

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply