Class 8 MCQ Adaption Package History

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
অষ্টম শ্রেণী ইতিহাস

Class 8 MCQ Adaption Package History

১. ভারতের সংবিধানে নাগরিকদের ছয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। নীচে দেওয়া কোন বিকল্পটি বর্তমানে মৌলিক অধিকারের তালিকা ভুক্ত নয়?
উত্তর : (ঘ) সম্পত্তির অধিকার

২. ভারতের সংবিধানের ১১ টি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়েছে । নীচে দেওয়া কোন বিকল্প টি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না?
উত্তর : গ) নারী ও শিশু সুরক্ষা

৩. ১৮৫৭ খ্রিস্টাব্দে বিদ্রোহের পর ভারতীয় প্রশাসনিক ব্যবস্থা বেশ কিছু পরিবর্তন ঘটে । নীচের কোন বিকল্পটি সঠিক নয়?
উত্তর : খ) ভারতকে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয়।

৪. ভারত মাতা চিত্র টি একসময় ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে প্রতীকে পরিণত হয়েছিল। কোন আন্দোলনের প্রেক্ষাপটে এটি আঁকা হয়েছিল?
উত্তর : ক) স্বদেশী আন্দোলন

৫. মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলের অবদান ছিল গুরুত্বপূর্ণ। নীচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য জ্যোতিরাও ফুলে গড়ে তোলেন
উত্তর : ক) সত্যশোধক সমাজ

৬. সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বীরেশলিঙ্গম পান্তুলুর কর্মকাণ্ডের মধ্যে বিশেষ মিল পাওয়া যায়।
উত্তর : গ) দুজনেই বিধবা বিবাহ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

৭. পরিবারের কোন মহিলা যদি নিপীড়নের শিকার হন, তাহলে নীচে দেওয়া কোন আইন দ্বারা সুরক্ষা পেতে পারেন?
উত্তর : ক) পারিবারিক হিংসারোধ আইন – ২০০৫

৮. বিধানসভার সদস্যদের মেয়াদ সাধারণত
উত্তর : খ) পাঁচ বছর

৯. মানচিত্রটি ঔপনিবেশিক ভারতের ভূমি রাজস্ব বন্দোবস্তের অন্তর্ভুক্ত অঞ্চল গুলিকে দেখাচ্ছে। মানচিত্রে চিহ্নিত অঞ্চলে কোন ভূমি রাজস্ব বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল ?
উত্তর : গ) চিরস্থায়ী বন্দোবস্ত

www.TextbookPlus.in

১০. পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থা নামে পরিচিত। এই পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে=
উত্তর : খ) তিনটি স্তর

১১. মানচিত্রটি ঔপনিবেশিক শাসনাধীন ভারতের । মানচিত্রে চিহ্নিত অংশগুলি নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কীসের নির্দেশক?
উত্তর : ক) ব্রিটিশ – অধিকৃত অঞ্চল

১২. মানচিত্রটি ১৮৫৭- র বিদ্রোহের প্রধান কেন্দ্রগুলিকে দেখাচ্ছে। এগুলির মধ্যে বাংলার অন্তর্গত কেন্দ্র কোনটি? **
উত্তর : ঘ) ব্যারাকপুর

১৩. ১৯৬৯ খ্রিস্টাব্দের পর থেকে পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভায় কেবল বিধানসভা রয়েছে বিধানসভার প্রায় সব সদস্য বা বিধায়কগণ
উত্তর : ক) প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হন

১৪. নীচে দেওয়া কোন কারণটি উপজাতি বিদ্রোহের সাথে সম্পর্কযুক্ত নয়?
উত্তর : ঘ) উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতিতে হস্তক্ষেপ

১৫. ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল
উত্তর : ক) ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Official Website: Click Here

Class 8 MCQ Adaption Package History

Model Activity Task Class 8 MCQ Adaption Package

Leave a Comment