Class 7 Math Model Activity Task Part-9

Class 7 Math Model Activity Task Part-9

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া সপ্তম শ্রেণীর ‘গণিত’ বিষয়ের ‘Model Activity Task Part-9 January, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 7 Math Model Activity Task Part-9 (January, 2022)

সপ্তম শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
January, 2022
বিষয়: গণিত পূর্ণমান: ২০

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো-

1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

(ক) ভগ্নাংশটির মধ্যে আছে-

(a) 2 বার (b) 3 বার (c) বার (d) বার
উত্তর: (b) 3 বার

(খ) গণেশবাবু দুদিনে একটি কাজের অংশ ও অংশ শেষ করেছেন। তিনি দুদিনে মোট করেছেন-
(a) অংশ (b) অংশ (c) 1 অংশ (d) অংশ
উত্তর:

(গ) (+4) – (-3) এর মান হলো-
(a) 1 (b) -1 (c) 7 (d) -7
উত্তর: (c) 7

2. সত্য/মিথ্যা লেখো:

(ক) পূর্ণসংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে।
উত্তর: সত্য

(খ)

চিত্রটির পরিসীমা হলো 200 সেমি।
উত্তর: মিথ্যা

(গ) রম্বসের কর্ণদুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
উত্তর: সত্য

3. সংক্ষিপ্ত উত্তর দাও:

(ক) 1.25 টাকা, 5 টাকার শতকরা কত তা নির্ণয় করো।
উত্তর:

(খ) একটি চাকা 22 বার ঘুরে 33 মিটার পথ যায়। তবে 42 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে।
উত্তর:

(গ) একটি সংখ্যার অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে নির্ণয় করো।
উত্তর:

4. (ক) চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য?
উত্তর:

(খ) চাঁদার সাহায্যে 720 কোণ আঁকো। পেনসিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখন্ডিত করো। চাঁদা দিয়ে মেপে কোণদুটির মান লেখো।
উত্তর:

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 7 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 7 Model Activity Task Math Part- 9

Class 7 Math Model Activity Task Answer

Official Website: Click Here

Class 7 Math Model Activity Task Part- 9 January, 2022

সপ্তম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত

Leave a Comment