Class 3 Bengali Model Activity Task Part-9

Class 3 Bengali Model Activity Task Part-9 January, 2022
Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class 3 Bengali Model Activity Task Part-9

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া তৃতীয় শ্রেণীর ‘বাংলা’ বিষয়ের ‘Model Activity Task Part-9 (January, 2022)’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 3 Bengali Model Activity Task Part-9 January, 2022

তৃতীয় শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
January, 2022
বিষয়: বাংলা পূর্ণমান: ১৫

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে:

১.১ ‘সত্যি সােনা’ গল্পে বুড়াে চাষি তার ছেলেকে ডেকে বলেছিলেন-
(ক) গুপ্তধনের কথা
(খ) মাটির নীচে পুঁতে রাখা সােনার কথা
(গ) টাকা পয়সার কথা
(ঘ) নিজের অসুস্থতার কথা

উত্তর: (খ) মাটির নীচে পুঁতে রাখা সােনার কথা

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

১.২ চাষির ছেলেটি ছিল-
(ক) অত্যন্ত কৃপণ
(খ) অত্যন্ত কর্মঠ
(গ) অত্যন্ত অলস
(ঘ) অত্যন্ত হিংসুটে

উত্তর: (গ) অত্যন্ত অলস

১.৩ ‘তােমার গােটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সােনা।’ একথা বলেছিল-
(ক) বুড়াে চাষি
(খ) চাষির ছেলে
(গ) বুড়াে চাষির ছেলের বউ
(ঘ) বুড়াে চাষির ছেলের বন্ধু

উত্তর: (গ) বুড়াে চাষির ছেলের বউ

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :

২.১ ‘অথচ টাকা পয়সার লােভ তার ষােলাে আনা। – “ষােলাে আনা‘ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ষােলাে আনা’ শব্দের অর্থ হলো সম্পূর্ণ বা পুরোপুরি।

২.২ ‘ছেলের চোখ দুটো লােভে চকচক করে ওঠে। – ছেলের মনে কীসের লােভ?
উত্তর: ছেলের মনে জমির নিচে লুকিয়ে রাখা সোনার প্রতি লোভ ছিলো।

২.৩ ‘এই তার স্বামীর প্রথম রােজগার”। – স্বামী কীভাবে রােজগার করেছিল?
উত্তর: তার স্বামী সম্পূর্ণ জমি খুঁড়ার পর তাতে ধান চাষ করে এবং তা কাটার পর হাটে বিক্রি করে একথলি টাকা পেয়েছিল, এইভাবে তার স্বামী রোজগার করেছিল।

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:

৩.১ ‘সেটা বলব বলেই তাে ডেকেছি তােমায়’। – বক্তা কে? তিনি কোন কথা বলবেন?
উত্তর: উদ্ধৃতিটির বক্তা হলেন ‘সত্যি সোনা’ গল্পের বুড়ো চাষী।
তার লুকোনো সোনা তাদের জমির কোথায় রাখা আছে সেই কথায় তিনি তার ছেলেকে বলবেন।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

৩.২ বউয়ের পরামর্শ শুনে বুড়াে চাষির ছেলে কী করেছিল?
উত্তর: বউয়ের পরামর্শ শুনে বুড়ো চাষীর ছেলে দুজন মজুরকে জমি খুঁড়তে লাগিয়ে দিয়েছিল। পরে বউ যখন তাকে বলে মজুরদের ওপর বিশ্বাস করে সবকিছু ছেড়ে দিলে তারা সোনার তাল সামলে নিতে পারে, তখন বুড়ো চাষীর ছেলে নিজেই কোদাল হাতে নিয়ে মাঠের কাজে লেগে যায়।

৩.৩ ‘মিছিমিছি আমায় খাটিয়ে মারলে। – কেন কথকের এমনটি মনে হয়েছে?
উত্তর: ‘সত্যি সোনা’ গল্প বুড়ো চাষীর ছেলে তার বাবার কথা শুনে সোনার খোঁজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচ বিঘা জমি খোঁড়াখুঁড়ি করে। কিন্তু যখন সে কোথাও সোনা পেল না তখন তার মনে হল যে তাকে তার বাবা মিছিমিছি খাটিয়ে মারলে।

৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখাে :

‘সত্যি সত্যি সােনা ফলেছে মাঠে। – মাঠ কীভাবে ‘সত্যি সােনায় ভরে উঠেছিল, তা সত্যি সােনা’ গল্প অনুসরণে আলােচনা করাে।

উত্তর: ‘সত্যি সোনা’ গল্পে বুড়ো চাষীর ছেলে সোনা পাওয়ার লোভে পুরো জমি খুঁড়ে ফেলে, কিন্তু কোথাও সোনা পাওয়া যায় না। এরপর সে তার বউয়ের পরামর্শে জমিতে ধানের বীজ ছিটিয়ে দেয়। সে বছর ভালো বৃষ্টি হওয়ায় ক্ষেত শস্যে ভরে ওঠে। পাকা ধানের সোনালি রঙ দেখে মনে হয়েছিল মাঠ যেন “সত্যিই সোনায়” ভরে উঠেছে।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 3 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 3 Model Activity Task Bengali 2022 (Part- 9)

Class 3 Bengali Model Activity Task Answer

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

তৃতীয় শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Class 3 বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Official Website: Click Here

Class 3 Bengali Model Activity Task Part- 9 January, 2022

তৃতীয় শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক January, 2022 বিষয়: বাংলা পূর্ণমান: ১৫

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply