Class 6 Geography Model Activity Task Part-9

Class 6 Geography Model Activity Task Part-9

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের ‘Model Activity Task’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 6 Geography Model Activity Task Part-9 (January, 2022)

ষষ্ঠ শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বিষয়: ভূগোল পূর্ণমান: ২০

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখ:

১.১ সূর্যের আলোয় আলোকিত হয় না-
(ক) বুধ
(খ) চাঁদ
(গ) প্রক্সিমা সেনটাউরি
(ঘ) বৃহস্পতি
উত্তর: (গ) প্রক্সিমা সেনটাউরি

১.২ মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ নিয়ে সৃষ্টি হয়েছিল-
(ক) ছায়াপথ
(খ) নীহারিকা
(গ) ধুমকেতু
(ঘ) উল্কা
উত্তর: (খ) নীহারিকা

১.৩ সৌরজগতের যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হল-
(ক) বুধ
(খ) শুক্র
(গ) মঙ্গল
(ঘ) পৃথিবী
উত্তর: (খ) শুক্র

২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো:

২.১.১ একটি বামন গ্রহের উদাহরণ হল ___________
উত্তর: প্লুটো

২.১.২ সৌরজগতের আটটি গ্রহের মধ্যে ______________ গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি।

উত্তর: বৃহস্পতি

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

২.২ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও:

ক স্তম্ভ খ স্তম্ভ
২.২.১ আকাশ গঙ্গা ১. সেরেস
২.২.২ নীল গ্রহের চারদিকে ঘোরে ২. ছায়াপথ
২.২.৩ বৃহত্তম গ্রহাণু ৩. চাঁদ

উত্তর:
২.২.১ আকাশ গঙ্গা —- ২. ছায়াপথ
২.২.২ নীল গ্রহের চারদিকে ঘোরে —- ৩. চাঁদ
২.২.৩ বৃহত্তম গ্রহাণু —- ১. সেরেস

৩. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:

৩.১ সৌরঝড় হলে পৃথিবীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয় কেন?
উত্তর: সৌরঝড়ের সময় প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। আয়নিত কণার সংস্পর্শে এসে কৃত্রিম উপগ্রহ ক্ষতিগ্রস্ত হয় এবং যোগাযোগ ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়। তড়িদাহত কণার প্রভাবে সেগুলির আয়ুও কমে যেতে পারে বলে গবেষকদের দাবি।

৩.২ ধূমকেতুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর: ধূমকেতুর দুটি বৈশিষ্ট্য হলো-
(i) ধূমকেতুর নিউক্লিয়াসটি ধূলিকণা, বরফ, বিভিন্ন গ্যাস এবং জৈব পদার্থ দিয়ে তৈরি।
(ii) সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো, গ্যাস জ্বলতে শুরু করে এবং লেজের মতো আকৃতি তৈরি হয়।

৪. নিচের প্রশ্নটির উত্তর দাও:

গ্রহ ও নক্ষত্রের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
উত্তর:

গ্রহ নক্ষত্র
(i) গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই।নক্ষত্রের নিজস্ব আলো ও উত্তাপ।
(ii) গ্রহ নক্ষত্রের চারিদিকে পরিক্রমণ করে।নক্ষত্র গ্রহসমূহের কক্ষপথের কেন্দ্রে স্থির থাকে।
(iii) নক্ষত্রের তুলনায় গ্রহের আকার অনেক ছোটো।নক্ষত্র বিশালাকার।

৫. নিচের প্রশ্নটির উত্তর দাও:

আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও।
উত্তর: আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটি হলো সূর্য। আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। প্রায় ৪৬০ কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে সূর্য তৈরি হয়। সূর্যকে ঘিরে পৃথিবীসহ অনেক গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ প্রভৃতি প্রদক্ষিণ করে চলেছে। সূর্য পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড়ো। সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড আর ভিতরের দিকের উষ্ণতা প্রায় ১.৫ কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম, সে জায়গাগুলো একটু কম উজ্জ্বল। তাই কালো দাগের মতো দেখায়। এগুলোকে সৌরকলঙ্ক বলা হয়। সূর্যের বাইরের অংশে ছোটো ছোটো বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। একে সৌরঝড় বলা হয়। প্রতি ১১ বছর অন্তর এই ঝড় জোরালো হয়। সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু সাধারণত ১০০০ কোটি বছর।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 6 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 6 Model Activity Task Geography 2022 (Part- 9)

Class 6 Geography Model Activity Task Answer

Official Website: Click Here

Class 6 Geography Model Activity Task Part- 9 January, 2022

Leave a Comment