Class 4 Math Model Activity Task Part-9

Class 4 Math Model Activity Task Part-9

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া চতুর্থ শ্রেণীর ‘গণিত’ বিষয়ের ‘Model Activity Task Part-9 (January, 2022)’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 4 Math Model Activity Task Part-9 January, 2022

চতুর্থ শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
January, 2022
বিষয়: গণিত পূর্ণমান: ১৫

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো-

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

(ক) দশকের কাঠির একটি রঙিন বল তুলে নিয়ে এককের কাঠিতে বসালে সংখ্যাটি হবে-
(a) ৭১ (b) ৬২ (c) ৫২ (d) ৫৩
উত্তর: (d) ৫৩

(খ) ১,২,৩ সংখ্যা তিনটি দিয়ে গঠিত ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির বৃহত্তম সংখ্যাটির দশকের ঘরের অঙ্কটি হবে-
(a) ৩ (b) ২ (c) ১ (d) ০

উত্তর: (b) ২

(গ) দুটি কাঁটাযুক্ত একটি ঘড়িতে ছোটো কাঁটাটি ৩ এবং ৪ এর ঘরের মাঝখানে এবং বড়ো কাঁটাটি ৬ এর ঘরে থাকলে, সময় হয়-
(a) ৩টে (b) ৪টে (c) ৬টা (d) ৩টে ৩০ মিনিট।

উত্তর: (d) ৩টে ৩০ মিনিট।

২. সত্য/মিথ্যা লেখো:

(ক) যে বছর লিপইয়ার সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ২৮।
উত্তর: মিথ্যা।

(খ) একটি প্লেটে ৫ টি এবং অপর একটি প্লেটে ৩টি সন্দেশ আছে, গড়ে একটি প্লেটে সন্দেশ থাকবে ৮টি।
উত্তর: মিথ্যা।

(গ) ২০৩ সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখলে হয় দুই শতক শুন্য দশক তিন একক।
উত্তর: সত্য।


৩.

ছবিটিতে, বক্ররেখার সংখ্যা [ ]
সরলরেখাংশের সংখ্যা [ ]
ত্রিভুজের সংখ্যা [ ]

উত্তর: ছবিটিতে, বক্ররেখার সংখ্যা [ ]
সরলরেখাংশের সংখ্যা [ ১৭ ]
ত্রিভুজের সংখ্যা [ ]

৪.
(ক)

৩ ঘন্টা ৪ মিনিট ৪১ সেকেন্ড

+ ১ ঘন্টা ২২ মিনিট ২৭ সেকেন্ড
―――――――――――――

উত্তর:

     ৩ঘন্টা  ৪  মিনিট  ৪১ সেকেন্ড
  +  ১ ঘন্টা ২২ মিনিট  ২৭ সেকেন্ড
   ――――――――――――--------------
    ৪ ঘন্টা ২৬ মিনিট ৬৮ সেকেন্ড
 =  ৪ ঘন্টা ২৬ মিনিট (৬০+৮)সেকেন্ড
 =  ৪ ঘন্টা ২৭ মিনিট ৮ সেকেন্ড

(খ) ভাগ করো: ৪০৫ ৪, ভাগ করে ভাজ্য, ভাগফল এবং ভাগশেষ লেখো।
উত্তর:

Class 4 Math Model Activity Task Part-9 January, 2022

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 4 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 4 Model Activity Task Math 2022 (Part- 9)

Class 4 Math Model Activity Task Answer

Official Website: Click Here

Class 4 Math Model Activity Task Part- 9 January, 2022

Leave a Comment