Class 7 Geography Model Activity Task October

Class 7 Geography Model Activity Task October

সপ্তম শ্রেণীর ভূগোল

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের ‘Model Activity Task 2021 4th Series (Part- 7) October’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 7 Geography Model Activity Task October, 2021 Part- 7

Class 7 Geography Model Activity Task October, 2021 Part- 7

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ ভূআলোড়নের ফলে সৃষ্ট ফাটলগুলোর মাঝের ভূভাগ ওপরে উঠে যে ভূমিরূপ সৃষ্টি করে তা হলো −
উত্তর: (খ) স্তূপ পর্বত।

১.২ দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো −
উত্তর: খ) দোয়াব ।

১.৩ একটি পাললিক শিলার উদাহরণ হলো −
উত্তর: ঘ) চুনাপাথর ।

১.৪ ঠিক জোড়টি নির্বাচন করো −
উত্তর: গ) জাম্বেজি নদী − ভিক্টোরিয়া জলপ্রপাত।

২. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

২.১ ভারতের একটি পলিগঠিত সমভূমির নাম লেখো।
উত্তর : সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্রের সমভূমি পলিগঠিত সমভূমির উদাহরণ।

২.২ নদীর কোন প্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদীর শক্তি বৃদ্ধি পায় ?
উত্তর : নদীর উচ্চপ্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদীর শক্তি বৃদ্ধি পায়।

২.৩ কোন শ্রেণীর মৃত্তিকায় বালি ও কাদের পরিমান প্রায় সমান থাকে ?
উত্তর : দোঁয়াশ মৃত্তিকায় বালি ও কাদের পরিমান প্রায় সমান থাকে।

২.৪ দক্ষিণ আফ্রিকায় তৃণভূমি কি নামে পরিচিত ?
উত্তর : দক্ষিণ আফ্রিকায় তৃণভূমি সাভানা নাম পরিচিত।

৩. সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ নদীর মোহনায় ব-দ্বীপ সৃষ্টির দুটি শর্ত উল্লেখ করো।
উত্তর : নদীর মোহনায় ব-দ্বীপ সৃষ্টির দুটি শর্ত হলো-
(i) নদীর মোহনায় পলির পরিমাণ বেশি থাকতে হবে।
(ii) মোহনায় সমুদ্র স্রোতের প্রাবল্য কম হতে হবে।

৩.২ ‘জলবায়ু মৃত্তিকা সৃষ্টির অন্যতম প্রধান নিয়ন্ত্রক’- বক্তব্যটির যথার্থতা বিচার করো।
উত্তর : জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরী হয়। আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরী হতে সময় লাগে। তাই উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়। এই কারণে জলবায়ু মৃত্তিকা সৃষ্টির অন্যতম প্রধান নিয়ন্ত্রক বলা হয় ।

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ সাহারার জলবায়ু কীভাবে সেখানকার মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে?
উত্তর : সাহারা মরুভূমিতে রাত ও দিনের তাপমাত্রার মধ্যে পার্থক্য অত্যন্ত বেশি হওয়া সত্ত্বেও মানুষ নিজেকে মানিয়ে নিয়ে বেঁচে থাকে। মরূদ্যানের ধারে যারা চাষবাস করে আর, মরুভূমিতে পশুর দোল, বিশেষত উট নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জল ও খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়, তাদরে যাযাবর বলে। অতিরিক্ত তাপমাত্রার জন্য তারা ঢাকা পোশাক পরে।

৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৫.১ ভঙ্গিল পর্বত ও আগ্নেয় পর্বত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো।

উত্তর :
ভঙ্গিল পর্বত: পরস্পর বিপরীতমুখী পাত দুটো ভূ-আলোড়ণের ফলে প্রবল চাপে মাঝখানের ভূ-ভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে ভঙ্গিল পর্বত সৃষ্টি করে। এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা-সবই ভঙ্গিল পর্বত ।

ভঙ্গিল পর্বত সৃষ্টি

আগ্নেয় পর্বত : অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা, ছাই, ছোটো ছোটো পহঁতৰ বেরিয়ে এসে জল হয়ে শঙ্কুর মতো একরকমের পর্বতের সৃষ্টি হয় যাকে বলে আগ্নেয় পর্বত। ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়াম, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া এরকম আগ্নেয় পর্বত ।

আগ্নেয় পর্বত সৃষ্টি

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 7 Model Activity Task 2021 All Subjects 4th Series (October)

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 7 Model Activity Task Geography October, 2021 (Part- 7)

Official Website: Click Here

Class 7 Geography Model Activity Task Part- 7 2021

6 thoughts on “Class 7 Geography Model Activity Task October”

Leave a Comment