Class 5 Poribesh Model Activity Task October

Class 5 Poribesh Model Activity Task October

পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের ‘Model Activity Task 2021 4th Series (Part- 7) October’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 5 Poribesh Model Activity Task October, 2021 Part- 7

১. ঠিক উত্তর নির্বাচন করো :

১.১ আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন –
উত্তর: ঘ) নেতাজি সুভাষচন্দ্র

১.২ মাছ ধরার যে উপায়টিতে বঁড়শি লাগে তা হলো –
উত্তর: গ) ছিপ

১.৩ রেশমকীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো –
উত্তর: খ) তুঁত

২. ঠিক বাক্যের পাশে ✓ আর ভুল বাক্যের পাশে X চিহ্ন দাও :

২.১ সভ্যতার প্রথমে মানুষ মাটির বাসন ব্যবহার করত ।
উত্তর: ✓

২.২ বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনার জন্য অনেক চেষ্টা করেছিলেন ।
উত্তর: ✓

২.৩ ন্যাদোশ একটি সহজলভ্য নদীর মাছ ।
উত্তর: ✖

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১ পচিমবঙ্গের কোন কোন জায়গায় চা চাষ করা হয় ?
উত্তর: পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি মূলত চা চাষের জন্য উপযুক্ত। যেমন: জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার।

৩.২ হারভেস্টার মেশিনের সাহায্যে করা যায় এমন দুটি কাজ লেখো ।
উত্তর: হারভেস্টার মেশিনের সাহায্যে করা যায় এমন দুটি কাজ হলো-
(i) ধান কাটা এবং
(ii) খড় থেকে ধান আলাদা করা।

৩.৩ গাঙ্গেয় ব-দ্বীপ আর রাঢ় অঞ্চলে চাষ হয় এমন দুটি ফসলের নাম লেখো ।
উত্তর: গাঙ্গেয় বদ্বীপ আর রাঢ় অঞ্চলে চাষ হয় এমন দুটি ফসল হলো – ধান, গম ।

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:

৪.১ বীরসা মুন্ডা, সিধো ও কানহুর মত মানুষদের আমরা শ্রদ্ধা করি কেন ?

উত্তর: ব্রিটিশরা ক্রমাগত সাঁওতাল জনজাতির উপর আর্থিক শোষণ, তাদের চাষের জমি কেড়ে নেওয়া, মহিলাদের উপর শারীরিক শোষণ ও তাদের গৃহপালিত পশু চুরি করে নেওয়া ইত্যাদি নৃশংস শোষণ করছিল। এর বিরুদ্ধে বীরসা মুন্ডা ও সিধো কানহুর নেতৃত্বে সাঁওতাল জনজাতি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হয়। তাই বীরসা মুন্ডা, সিধো ও কানহুর মত মানুষদের আমরা আজও শ্রদ্ধা করি।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 5 Model Activity Task 2021 All Subjects 4th Series (October)

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 5 Model Activity Task Poribesh October, 2021 (Part- 7)

Official Website: Click Here

Class 5 Poribesh Model Activity Task Part- 7 2021

Model Activity Task Class 5 Science Part- 7

Leave a Comment

CLOSE