Class 7 History Model Activity Task October

Class 7 History Model Activity Task October

সপ্তম শ্রেণীর ইতিহাস

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের ‘Model Activity Task 2021 4th Series (Part- 7) October’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 7 History Model Activity Task October, 2021 Part- 7

Class 7 History Model Activity Task October, 2021 Part- 7

১. ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :

উত্তর:
১.১ পানিপথের প্রথম যুদ্ধ —– (খ) ১৫২৬ খ্রি:
১.২ খানুয়ার যুদ্ধ —– (ঘ) ১৫২৭ খ্রি:
১.৩ ঘর্ঘরার যুদ্ধ —– (ক) ১৫২৯ খ্রি:
১.৪ চৌসার যুদ্ধ —– (গ) ১৫৩৯ খ্রি:

২. শূন্যস্থান পূরণ করো:

২.১ আদিল শাহের প্রধানমন্ত্রী হিমু ___________________ দখল করেছিলেন।
উত্তর : দিল্লি শহর

২.২ আকবর ________________ যুদ্ধে আফগানদের হারিয়ে দেন।
উত্তর : পানিপথের দ্বিতীয় যুদ্ধে

২.৩ মুঘলরা কান্দাহারের উপর নিয়ন্ত্রণ হারায়________________আমলে।
উত্তর: শাহ জাহানের

২.৪ মুঘলরা বিজাপুর ও গোলকোন্ডা দখল করে __________________ রাজত্বকালে।
উত্তর: ঔরঙ্গজেবের

৩. দু-তিনটি বাক্যে উত্তর দাও :

৩.১ ‘জাবতি’ কী ?
উত্তর: ‘জাবত’ কথার অর্থ নির্ধারণ। সুপরিকল্পিত ভাবে শাসন পরিচালনা করতে হলে ভূমি-রাজস্ব ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়োজন। আলাউদ্দিন খিলজির সময় থেকেই সঠিক পরিমান রাজস্ব নিধারণ করার জন্য জমি জরিপ করার ব্যবস্থা ছিল। শেরশাহের সময় জমি মাপা হয়। আকবর তার রাজত্বকালে নতুন করে জমি জরিপ করান। জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় ‘জাবতি’।

৩.২ ‘মনসব’ কী ?
উত্তর : আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলিকে বলা হতো মনসব। আর পদাধিকারীদের বলা হতো মনসবদার। মনসবদের কর্তব্য ছিল বাদশাহের জন্য সৈন্য জোগান দেওয়া।

৩.৩ বারো-ভুঁইয়া নামে কারা পরিচিত ছিলেন?
উত্তর : মুঘল সাম্রাজ্যের সম্রাট আকবরের ছেলে এবং উত্তরাধিকার জাহাংগীরের সময়কালে বাংলার স্থানীয় হিন্দু জমিদার ও আফগানরা মুঘলদের বিরুদ্ধে বার বার বিদ্রোহ করেছে। এই বিদ্রোহীরা একসঙ্গে বরো-ভুঁইয়া নাম পরিচিত ছিলেন। এদের মধ্যে প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ইশা খান প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য।

৪. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও :

৪.১ আবুল ফজল ও আবদুল কাদির বদায়ুনী করা ছিলেন?

উত্তর : আবুল ফজল ও আব্দুল কাদির প্রদাউনি আকবরের আমলের এক বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আবুল ফজল আল্লামি। তিনি আকবরের গুণাবলি সম্বন্ধেই লিখেছিলেন। কিন্তু যে কোনো সময়ের ইতিহাস জানতে হলে শুধু ভালো কথা জানলেই হয় না। সে যুগের সমস্যার কথাও জানতে হয়। এই ধরনের সমালোচনা পাওয়া যায় সে যুগের আর একজন ঐতিহাসিক আব্দুল কাদির বদাউনির লেখায়। এঁরা দুজনেই মুঘল দরবারে এসেছিলেন ১৫৭৪ খ্রিস্টাব্দে। কিন্তু আবুল ফজল হয়ে উঠেছিলেন আকবরের প্রিয় পাত্র। একই ঘটনার দু-ধরনের বিবরণ পাওয়া যায় এঁদের দুজনের লেখায়।

৪.২ তুমি কী মনে করো যে রাজপুত নীতির দ্বারা মুঘলরা ভারতীয় শাসকদের মুঘল প্রশাসনের অঙ্গীভূত করেছিল ?

উত্তর : মুঘল বাদশাহ হুমায়ুন বুঝতে পেরেছিলেন যে, ভারতবর্ষের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করতে গেলে রাজপুতদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা দরকার। কারণ তারাই ভারতবর্ষের বিশাল অঞ্চলের জমিদার।

এই ধারণা থেকেই বাদশাহ আকবর মৈত্রী ও যুদ্ধনীতির সাহায্যে রাজপুতদের মনসবদারি ব্যবস্থার মধ্যে নিয়ে আসেন। মুঘল বাদশাহ ও শাহজাদাদের সঙ্গে বেশ কিছু রাজপুত পরিবারের মেয়েদের বিয়েও হয়। আকবর হিন্দু পত্নীদের নিজেদের ধর্মমত পালনের অধিকার দিয়েছিলেন। তিনি হিন্দুদের ওপর থেকে তীর্থকর ও জিজিয়া কর তুলে দেন এবং যুদ্ধবন্দিদের জোর করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করাও নিষিদ্ধ করেন।

জাহাঙ্গির পিতার নীতিই অনুসরণ করেন। তাঁর আমলে মেওয়াড়ে মুঘলদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। রানা প্রতাপের পুত্রঅমর সিংহ মুঘলদের বশ্যতা স্বীকার করেন। তিনি মুঘল দরবারে উঁচু মনসব পান।

শাহজাহানের আমলেও রাজপুতদের সঙ্গে মুঘলদের মিত্রতা বজায় ছিল। রাজপুতরা সুদূর মধ্য এশিয়ার বলখ, বদখশান প্রভৃতি অঞ্চলে মুঘলদের হয়ে যুদ্ধ করতে যেত। এই আমলেও রাজপুতদের উঁচু পদ দেওয়া হত।

ঔরঙ্গজেবের সময়ে সবচেয়ে বেশি সংখ্যায় রাজপুতরা মনসবদারি ব্যবস্থার আওতায় এসেছিল। তবে এসময়েই রাজপুতদের সঙ্গে মুঘলদের প্রীতির সম্পর্ক নষ্ট হয়। অর্থাৎ আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মুঘলদের রাজপুত নীতিতে অনেক মিল ছিল আবার কোনো কোনো দিকে অমিলও ছিল।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 7 Model Activity Task 2021 All Subjects 4th Series (October)

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 7 Model Activity Task History October, 2021 (Part- 7)

Official Website: Click Here

Class 7 History Model Activity Task Part- 7 2021

Leave a Comment