ষষ্ঠ শ্রেণী পরিবেশ প্রশ্ন বিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন MCQ-1

ষষ্ঠ শ্রেণী পরিবেশ প্রশ্ন বিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন MCQ-1

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন MCQ-1
ষষ্ঠ শ্রেণী
বিষয়: পরিবেশ
রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা

১. সঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ ব্রোমিন কি ধরনের ধাতু?
কঠিন / তরল / গ্যাসীয়।

উত্তর: তরল।

১.২ সাদা ফসফরাসের একটি অণুতে উপস্থিত পরমাণু সংখ্যা-
2 / 4 / 6

উত্তর: 4

১.৩ বিসমাথ হলো একটি-
অধাতু / ধাতু / ধাতুকল্প

উত্তর: ধাতু।

১.৪ SI তে আলোর তীব্রতার একক-
ক্যান্ডেলা / অ্যাম্পিয়ার / মোল।

উত্তর: ক্যান্ডেলা।

১.৫ ঘড়ির কাঁটাগুলি একই সরলরেখায় আসে-
2 টায় / 4 টায় / 6 টায়।

উত্তর: 6 টায়

১.৬ গড় সৌর দিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায়-
ঘন্টা / মিনিট / সেকেন্ড।

উত্তর: ঘন্টা

১.৭ একটি ফুটবলকে মাঠের উপর গড়িয়ে দিলে তা কিছুদূর গিয়ে থেমে যায়। ঘটনার জন্য দায়ী-
ফুটবলের উপরের তলের ক্ষেত্রফল / ঘর্ষণ বল / বলটির গতি।

উত্তর: ঘর্ষণ বল।

১.৮ ঘর্ষণের ফলে উৎপন্ন হয়-
তাপ / আলো / শব্দ।

উত্তর: তাপ।

১.৯ খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস-
সূর্য / গ্লুকোজ / ক্লোরোফিল।

উত্তর: সূর্য।

১.১০ দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা, এটি 4R পদ্ধতির কোন দিককে তুলে ধরে-
Reduce / Reuse / Refuse

উত্তর: Refuse

১.১১ গর্তের মধ্যে ফল ও সবজির খোসা, গাছের পাতা ইত্যাদি বর্জ্যগুলিকে ফেলে মাটি চাপা দেওয়া হলে বেশ কিছুদিন পরে তৈরি হয়-
খড় / সার / আলকাতরা।

উত্তর: সার

১.১২ পচা শাকসবজি ও ফলকে জৈব সার বানানো কোন পদ্ধতিতে পড়ে-
Recycle / Reuse / Refuse

উত্তর: Recycle

১.১৩ বাঘেরা যেভাবে নিজেদের এলাকা চিহ্নিত করে তা আবিষ্কার করেন-
সালিম আলি / রতনলাল ব্রহ্মচারী / কনরাড লরেঞ্জ।

উত্তর: রতনলাল ব্রহ্মচারী।

১.১৪ ছত্রাক চাষ করে-
কালো পিঁপড়ে / চাষী পিঁপড়ে / লাল পিঁপড়ে ।

উত্তর: চাষী পিঁপড়ে।

১.১৫ নৌকার হালের কাজ করে মাছের যে পাখনা সেটি হল-
শ্রেণী পাখনা / পুচ্ছ পাখনা / পায়ু পাখনা।

উত্তর: পুচ্ছ পাখনা

১.১৬ ডাঙাতেই ডিম পারে ডাঙাতেই বড় হয় আর চলার সময় বুক মাটিতে ঘষটে যায় যে মেরুদন্ডী প্রাণী তা হলো-
উভচর / পাখি / সরীসৃপ।

উত্তর: সরীসৃপ।

১.১৭ ফার্ন হলো একরকম-
ব্রায়োফাইটা / টেরিডোফাইটা / জিমনোস্পার্ম।

উত্তর: টেরিডোফাইটা।

১.১৮ ব্যাকটেরিয়ার রাজ্য হল-
মোনেরা /ফানজাই অ্যানিমালিয়া।

উত্তর: মোনেরা

১.১৯ একটি সরল যন্ত্র হলো-
বেলচা / ড্রিল মেশিন / কম্পিউটার।

উত্তর: বেলচা

১.২০ সুপারি কাটার জাতি হলো যে শ্রেণীর লিভার-
প্রথম শ্রেণীর / দ্বিতীয় শ্রেণীর / তৃতীয় শ্রেণীর।

উত্তর: দ্বিতীয় শ্রেণীর

১.২১ আনততলের দৈর্ঘ্য, আনততলের উচ্চতার চেয়ে বড় হওয়ায় আনততলের যান্ত্রিক সুবিধা-
1 -এর বেশি / 1 -এর সমান 1-এর কম।

উত্তর: 1 -এর বেশি।

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Class-6 3rd-Unit-Test Question পরিবেশ

You may also like: Class VII Notes

Class 6 Third Unit Test 2022 Paribesh Question Paper Class 6 Third Unit Test Poribesh o Bigyan Suggestion

Class 6 3rd Unit Test পরিবেশ ও বিজ্ঞান Question Paper 2022

WBBSE Class 6 Model Question Paper Unit Test Question Paper পরিবেশ ও বিজ্ঞান Class VI পরিবেশ ও বিজ্ঞান Third Unit Test Question Paper pdf Download

Class 6 Third Term Test Paribesh O Biggan Question Paper

Official Website: Click Here

ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র

Class-6 3rd-Unit-Test Question পরিবেশ Class-6 3rd-Unit-Test Question পরিবেশ

ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্র 2023

Class 6 Final Term Exam Science Question Paper 2023

ষষ্ঠ শ্রেণী রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ বিষয়ের প্রশ্ন উত্তর

ষষ্ঠ শ্রেণী পরিবেশ প্রশ্ন বিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন MCQ-1

Leave a Comment

CLOSE