Class 5 Model Activity Task Poribesh September

Class 5 Model Activity Task Poribesh September

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের ‘Model Activity Task 2021 3rd Series (September)’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 5 Model Activity Task Poribesh September

Class 5 Model Activity Task Poribesh September

পঞ্চম শ্রেণীর পরিবেশ 3rd Series (September):-

১. ঠিক উত্তর নির্বাচন করো:


১.১ পশ্চিমবঙ্গের চা চাষ হয়-

উত্তর: (গ) উত্তরের পার্বত্য অঞ্চলে।

১.২ যেটি সমুদ্রের মাছ সেটি হলো-
উত্তর: সার্ডিন।

১.৩ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে সেটি হলো-
উত্তর: (ক) শিক্ষক দিবস।

২. শুন্যস্থান পূরণ করো:


২.১ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হলো ভারত ও ________________ .
উত্তর: বাংলাদেশ।

২.২ বিপ্লবী সূর্য সেন __ নামে পরিচিত ছিলেন।
উত্তর: মাস্টারদা।

২.৩ একটি নিত্যবহ নদীর নাম হলো ______________ .
উত্তর: গঙ্গা।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:


৩.১ সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর: সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য হলো-
(i) এই অঞ্চলের মাটিতে খুব নুন থাকে।
(ii) মাটিতে বালি কম ও কাদার ভাগ বেশি।

৩.২ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?
উত্তর: লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে নিম্নলিখিত ব্যবস্থা নেওয়া যেতে পারে-
(i) যে মাছগুলি লুপ্তপ্রায় তা চিহ্নিত করে তাদের ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে হবে।
(ii) পঞ্চায়েতের পক্ষ থেকে লুপ্তপ্রায় মাছ চাষের উদ্যোগ গ্রহণ করতে হবে।

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:


৪.১ কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি?
উত্তর: আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর জনগণ নির্বাচিত সরকার কীভাবে গোটা দেশটা চালাবে তার নিয়ম-কানুন চালু হয়েছিল ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি। তাই এই তারিখটি আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি।

সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 5 Model Activity Task 2021 All Subjects 3rd Series (September)

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 5 Model Activity Task Paribesh September, 2021

Official Website: Click Here

You may also like: Class 5 Model Activity Task Poribesh Part-6 September 2021 3rd Series

Leave a Comment