দশম শ্রেণী ইতিহাস রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা MCQ প্রশ্ন-উত্তর Set-2

মাধ্যমিক দশম শ্রেণী ইতিহাস রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা MCQ প্রশ্ন-উত্তর Set-2

দশম শ্রেণী
বিষয়: ইতিহাস
রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা
MCQ Set- 2

১. ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যার চর্চার জননী বলে অভিহিত করেছেন- জুরগেন কোকা/মার্ক ব্লখ/জি এম ট্রাভেলিয়ান/লুসিএন ফেভার

উত্তর: জি এম ট্রাভেলিয়ান

২. কলকাতায় প্রতিষ্ঠিত গথিক স্থাপত্য প্রথম নিদর্শনটি হল- এশিয়াটিক সোসাইটি/হেস্টিং হাউস/হাইকোর্ট/মনুমেন্ট

উত্তর: হাইকোর্ট

৩. ভারতের চিকিৎসা বিদ্যার পাঠক্রম শবব্যবচ্ছেদকে প্রথম অন্তর্ভুক্ত করেন- হেনরি হ্যারি গুডিব/পিটার গ্রান্ড/মধুসূদন গুপ্ত/সূর্যকুমার চক্রবর্তী

উত্তর: মধুসূদন গুপ্ত

৪. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক ছিলেন- কাদম্বিনী গাঙ্গুলী/সরলা দেবী চৌধুরানী/সরোজিনী নাইডু/লীলা রায়

উত্তর: কাদম্বিনী গাঙ্গুলী

৫. কলকাতার হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত লাভ করে- ১৮১৩ খ্রিস্টাব্দে/১৮৫৭ খ্রিস্টাব্দে/১৮০০ খ্রিস্টাব্দে/১৮৫৫ খ্রিস্টাব্দে

উত্তর: ১৮৫৫ খ্রিস্টাব্দে

৬. মোহাম্মদ মহসিন পরিচালিত ফরাজী আন্দোলনের প্রধান কেন্দ্র অবস্থিত ছিল- কর্ণগড়ে/শংকরপুরে/ধলভূমে/বাহাদুরপুর

উত্তর: বাহাদুরপুরে

৭. বাংলার নানাসাহেব নামে পরিচিত- দীনবন্ধু মিত্র/রামরতন মল্লিক/বিশ্বনাথ সদ্দার/পাঁচু শেখ

উত্তর: রামরতন মল্লিক

৮. এইট্টিন ফিফটি সেভেন নামক গ্রন্থটির রচয়িতা হলেন- রমেশচন্দ্র মজুমদার/সুরেন্দ্রনাথ সেন/রমেশ চন্দ্র দত্ত/ভি ডি সাভারকর

উত্তর: সুরেন্দ্রনাথ সেন

৯. ইন্ডিয়ান লিগ নামক সমিতিটি গঠন করেছিলেন- শিশিরকুমার ঘোষ/সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়/আনন্দমোহন বসু/শিবনাথ শাস্ত্রী

উত্তর: শিশিরকুমার ঘোষ

১০. বর্তমান ভারত প্রথম স্বতন্ত্র পুস্তিকাকারে প্রকাশিত হয়েছিল- ১৯০৫ খ্রিস্টাব্দে/১৮৯৯ খ্রিস্টাব্দে/১৯১০ খ্রিস্টাব্দে/১৮৯৭ খ্রিস্টাব্দে

উত্তর: ১৯০৫ খ্রিস্টাব্দে

১১. প্রকৃত অর্থে বাংলায় মুদ্রণ শিল্পের জন্মদাতা বলা হয়- ন্যাথানিয়েল হেলহেডকে/পঞ্চানন কর্মকারকে/চার্লস উইলকিন্স কে/গঙ্গা কিশোর ভট্টাচার্যকে

উত্তর: পঞ্চানন কর্মকারকে

Madhyamik History MCQ Sets
Set- 1Set- 2Set- 3Set- 4Set-5
Set- 6Set- 7Set- 8Set- 9Set- 10
Set- 11Set- 12Set- 13Set- 14Set- 15
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

মাধ্যমিক টেস্ট ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 10 History Important MCQ Set 1

মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন-উত্তর Set-2

Leave a Comment

CLOSE