প্রাথমিক শিক্ষক নিয়োগ ইন্টারভিউ প্রশ্ন উত্তর Part-3

WB-Primary-Teacher Interview Question Answer Part-3 // প্রাথমিক শিক্ষক নিয়োগ ইন্টারভিউ প্রশ্ন উত্তর

সুপ্রিয় বন্ধুরা,
আমরা আমাদের ব্লগে যারা প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য Interview ও Demo Teaching প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার জন্য অনেকগুলি প্রশ্ন এবং সেগুলির সম্ভাব্য উত্তর শেয়ার করলাম। আপনারা প্রশ্ন-উত্তর গুলি দেখুন এবং সম্ভাব্য উত্তরগুলি থেকে নিজের মতো করে উত্তর তৈরী করে নিন। আশাকরি এইগুলি আপনার উপকারে আসবে। ধন্যবাদ।

West Bengal Primary Teacher Interview Questions Answers
Part- 3


১১. বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কী?

সম্ভাব্য উত্তর:

বৃদ্ধি হলো ব্যক্তির আকার, ওজন, উচ্চতা প্রভৃতি অর্থাৎ আকারগত শারীরিক পরিবর্তন। আর বিকাশ হল আকারগত শারীরিক পরিবর্তনের সাথে তার মানসিক কর্মদক্ষতার উৎকর্ষ সাধন।
বৃদ্ধি সহজেই পরিমাপ করা যায়, তাই বৃদ্ধি পরিমাণগত প্রকৃতির। বিকাশকে পরিমাপ করা যায় না, তাই বিকাশ গুনগত প্রকৃতির।
বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে থাকে। বিকাশ সারা জীবনব্যাপী ঘটে।


১২. বয়স্ক শিক্ষা কী?
সম্ভাব্য উত্তর:

শিক্ষার জাতীয় লক্ষ্যে ১৫ থেকে ৩৫ বছর বয়স্কদের নিরক্ষতার অভিশাপ থেকে মুক্ত করার যে কর্মসূচী তাকে বলা হয় বয়স্ক শিক্ষা।


১৩. শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝেন?
সম্ভাব্য উত্তর:

প্রাথমিক স্তরের শিক্ষা সম্পন্ন না করেই যদি কোনো শিক্ষার্থী স্কুল থেকে বেরিয়ে যায় তাহলে একে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয়।


১৪. একজন শিক্ষার্থী আপনার সাথে মুখে মুখে তর্ক বা দুর্ব্যবহার করলে শিক্ষক হিসেবে আপনি কী করবেন?
সম্ভাব্য উত্তর:

আমি খুব ধীর স্থির ভাবে বিষয়টি মেনে নেব। একজন শিক্ষককে একজন ছাত্র অসম্মান করছে সেটা সত্যিকারেই আত্মসম্মানের বিষয়। কিন্তু আত্মসম্মানের বিষয় বলেই আমার মেজাজ হারিয়ে ফেললে হবে না। কারণ যে আমার সঙ্গে দুর্ব্যবহার করছে সে কিন্তু একজন শিশু। তার মধ্যে এখনো কিন্তু সেই বোধ জন্মায়নি। তাই আমি মেজাজ ঠান্ডা রেখে খুব ধীর-স্থির ভাবে কেন সে এমন করছে তা জানার চেষ্টা করবো এবং বিশেষ কোনো পরিস্থিতির মাধ্যমে তার কাছে যাওয়ার চেষ্টা করবো, তার বন্ধু হওয়ার চেষ্টা করবো। তার বিভিন্নকাজে তাকে সাহায্য করে তার পাশে দাঁড়িয়ে তার বিশ্বাসটাকে অর্জন করার চেষ্টা করবো, যাতে ভবিষ্যতে সে তার মন থেকে আমার প্রতি দুর্ব্যবহার না করতে চাই। একজন শিক্ষক হয়ে একজন শিশুর জন্য এটুকু করতেই হবে। তার প্রতি রাগ বা অভিমান করা যাবে না।


১৫. একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিদ্যালয় থেকে কী কী পায়?
সম্ভাব্য উত্তর:

একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিদ্যালয় থেকে পাঠ্য পুস্তক, খাদ্যবস্তু, দুই সেট স্কুল ইউনিফর্ম এবং এক সেট জুতো পায়।


👉 আরও দেখুন:

Interview Question Answer Part- 1: Click HereInterview Question Answer Part- 2: Click HereInterview Question Answer Part- 3Interview Question Answer Part- 4: Click Here

👉 সব ক্লাসের লেসন প্ল্যান দেখার জন্য: Click Here

WBBPE Official Website: Click Here

প্রাথমিক শিক্ষক নিয়োগ ইন্টারভিউ প্রশ্ন উত্তরের এই পর্বে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে তা হলো-
১১. বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কী?
১২. বয়স্ক শিক্ষা কী?
১৩. শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝেন?
১৪. একজন শিক্ষার্থী আপনার সাথে মুখে মুখে তর্ক বা দুর্ব্যবহার করলে শিক্ষক হিসেবে আপনি কী করবেন?
১৫. একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিদ্যালয় থেকে কী কী পায়?

প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর | WB Primary Teacher Interview Questions & Answers 2024 | পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর | Primary Teacher Recruitment Demo Class | Primary Teacher Demo Teaching Suggestion | Primary Teacher Interview Questions and Answers

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কেমন প্রশ্ন করা হয় // শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রশ্ন উত্তর // প্রাইমারি শিক্ষক নিয়োগে ডেমো টিচিং // প্রাইমারি শিক্ষক ইন্টারভিউ প্রশ্ন ও সম্ভাব্য উত্তর

WB-Primary-Teacher Interview Question Answer Part-2

প্রাথমিক শিক্ষক নিয়োগ ইন্টারভিউ প্রশ্ন উত্তর

Primary Teacher Mock Interview // Primary Teacher Demo Teaching // Primary Teacher Interview Question Answer