ওহমের সূত্রটি লেখো। এই সূত্রের গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো।

ওহমের সূত্র: উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক।

ওহমের সূত্রের গাণিতিক রূপ:

ধরি, AB একটি পরিবাহী যার A প্রান্তের বিভব VA এবং B প্রান্তের বিভব VB; পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা I এবং দুই প্রান্তের বিভব প্রভেদ= (VA– VB)
ওহমের সূত্র অনুযায়ী,
(VA– VB) ∝ I
বা, V ∝ I (VA– VB = R ধরিলাম)
বা, V = RI (R একটি ধ্রুবক)

You may also like:

অ্যাসিড বৃষ্টি কাকে বলে? অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব লেখো।

👉 আমাদের YouTube চ্যানেল: Click Here
👉 ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

Leave a Comment

CLOSE