অ্যাসিড বৃষ্টি কাকে বলে? অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব লেখো।

অ্যাসিড বৃষ্টি কাকে বলে? অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব লেখো।

উত্তর: মোটরগাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র কলকারখানা ধাতু নিষ্কাশন কেন্দ্র তৈল শোধনাগার ইত্যাদিতে জ্বালানি তেল বা কয়লার দহনের ফলে উৎপন্ন নাইট্রোজেন ডাই অক্সাইড(NO2), সালফার ডাই অক্সাইড (SO2), কার্বন ডাই অক্সাইড (CO2) ইত্যাদি আম্লিক গ্যাস এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) উৎপাদনকারী কারখানা থেকে হাইড্রোক্লোরিক বাষ্প বায়ুতে মেশে। এই গ্যাস-বাষ্প গুলি বায়ুর অক্সিজেন ও জলীয়বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন অ্যাসিড যথা সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি উৎপন্ন করে। এই অ্যাসিডগুলি যখন বৃষ্টির জলের সঙ্গে ভূপৃষ্ঠে নেমে আসে তখন তাকে অ্যাসিড বৃষ্টি বলে।

অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব:

(i) মাটির অম্লত্ব বৃদ্ধি পায় এবং উর্বরতা হ্রাস পায়। এর ফলে ফসল উৎপাদনের হার কমে যায় এবং উদ্ভিদ মারা পর্যন্ত যায়।
(ii) জলের অম্লতার মাত্রা বৃদ্ধির ফলে অনেক ব্যাকটেরিয়া ও সবুজ শ্যাওলা মারা যায়। এছাড়াও জলজ প্রাণী ও উদ্ভিদের বৃদ্ধি কমে যায়।
(iii) ঘরবাড়ি ও ঐতিহাসিক সৌধের ক্ষতি সাধন হয়।

👉 আমাদের YouTube চ্যানেল: Click Here
👉 ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

অ্যাসিড বৃষ্টি কি | অ্যাসিড রেইন | অ্যাসিড বৃষ্টির ফলাফল

অ্যাসিড বৃষ্টি কাকে বলে? অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব লেখো।

Leave a Comment

CLOSE